করের বোঝা না-কমালে নিত্যপ্রয়োজনীয় পণ্য-সহ যাবতীয় জিনিসের দাম অন্তত ১০% বাড়বে। এ বিষয়ে রাজ্যের সঙ্গে আলোচনায় বসার একাধিক আর্জি জানিয়েও ফল হয়নি। এই অভিযোগ তুলেছে ব্যবসায়ীদের সংগঠন ‘স্ট্রাগল ফোরাম অফ এসেনশিয়াল এগ্রি মার্কেটিং ট্রেডারস অফ ওয়েস্ট বেঙ্গল’। সংগঠনের পক্ষ থেকে মহেশ সিংহানিয়া বলেন, “প্রবেশ কর, বিপণন কর-সহ বিবিধ করের চাপে ১৫ দিনের মধ্যেই জিনিসের দাম ১০% বাড়বে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই।”
|
এস হরিহরন এলআইসি পেনশন ফান্ডের সিইও হয়েছেন।অনন্ত বজাজ যুগ্ম এমডির দায়িত্ব নিলেন বজাজ ইলেকট্রিক্যালস-এ। তিলক রাজ চাওলা এলাহাবাদ ব্যাঙ্কের এগ্জিকিউটিভ ডিরেক্টর পদের দায়িত্বভার গ্রহণ করেছেন। |