দেশের মানুষের ‘আয়কর-ভীতি’ দূর করতে আগামী আর্থিক বছর থেকে দেশের আয়কর আইনের আমূল পরিবর্তন করা হবে।
শনিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আয়কর দফতরের এক অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ভারতবর্ষে ১৮৬১ সালে ব্রিটিশরা আয়কর আইন তৈরি করেছিল। ১৯৬১ সালে সেই আইনের পরিবর্তন হয় ঠিকই, কিন্তু এখনও আয়কর আইনের জটিলতা কাটেনি। এ নিয়ে মানুষের হয়রানিও কমেনি। মানুষের মনে আয়কর-ভীতি রয়ে গিয়েছে। এই ব্যবস্থার আয়কর আইনের পরিবর্তন দরকার। তাই কেন্দ্রীয় সরকার নতুন আয়কর আইনের প্রবর্তন করতে চলেছেন।” ইতিমধ্যে সংসদীয় কমিটি এই আইনের খুঁটিনাটি পর্যালোচনা করে দেখছে বলে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘গতবছর সারা দেশে ৫ লক্ষ কোটি টাকা আয়কর আদায় হয়েছিল। নতুন বিধি চালু হলে মানুষের মনে আয়কর নিয়ে অহেতুক ভীতি দূর করা যাবে। ফলে, স্বাভাবিক ভাবেই আয়কর আদায়ের পরিমাণও বাড়বে।’’
এ দিন জঙ্গিপুরে আঞ্চলিক ‘আয়কর সম্পক’ কেন্দ্রের’ উদ্বোধন করেন প্রণববাবু। শুধু এ রাজ্যেরই নয়, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের আয়কর দাতারাও আয়কর সম্পর্কিত যাবতীয় তথ্য এখন থেকে ১৯৬১ ডায়াল করলেই জানতে পারবেন জঙ্গিপুরের ওই আয়কর সম্পর্ক কেন্দ্র থেকে। পাবেন আয়কর সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর এমনকী, পরামর্শও। সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন করলেই ওই তথ্য মিলবে বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘‘সারা দেশে কোচি, জম্মু ও শিলংয়ে এই ধরণের আয়কর সম্পর্ক কেন্দ্র রয়েছে। পূর্ব ভারতের আঞ্চলিক সম্পর্ক কেন্দ্রটি আমার সংসদীয় এলাকা জঙ্গিপুরে করার জন্য আমি আয়কর বিভাগের কর্তাদের অনুরোধ করেছিলাম। তাঁরা আমার কথা রেখেছেন।’’ |