টুকরো খবর
জমজমাট গাজন উৎসব
বিষ্ণুপুর থেকে বাঁকুড়া এমনকী জগন্নাথপুর, চুয়ামশিনার মতো গ্রাম-গঞ্জও শুক্রবার মেতে উঠল গাজন উৎসবে। গরম উপেক্ষা করে বিষ্ণুপুর শহর লাগোয়া দ্বারকেশ্বর নদের তীরে ডিহর গ্রামে ভিড় জমালেন হাজার-হাজার মানুষ। সেখানকার শিবের নাম ‘ষাঁড়েশ্বর’। একাদশ শতাব্দীতে নির্মীত দু’টি মন্দিরকে ঘিরে বসে মেলা। সেই সঙ্গে বাবার নামে জয়ধ্বনীর সঙ্কে বাউল আখড়া থেকে ভেসে আসে লোকগানের সুর। একই ছবি বাঁকুড়া শহর লাগোয়া এক্তেশ্বরের গাজন মেলাতেও। সেখানে মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদের তীরে বসেছে দোকানপাট, নাগরদোলা। দেদার বিকোচ্ছে শসা, তরমুজ, মিষ্টি। বাবার নামে ধ্বনি তুলে ভক্তরা মন্দির চত্বরে শিবনৃত্য, নামগান পরিবেশন করেছেন। গাজনকে ঘিরে মেতে উঠেছে বাঁকুড়ার চুয়ামশিনা, জগন্নাথপুর। চড়ক, ভক্তদের কসরত ‘বাণ ফোঁড়া’ দেখতে প্রচুর মানুষের সমাবেশ এই গ্রামীণ মেলায়।

কাশীবাবুর স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর
বড়জোড়ায় গিয়ে বাঁকুড়ার সদ্য প্রয়াত তৃণমূল বিধায়ক কাশীনাথ মিশ্রের স্ত্রী মিনতি মিশ্রকে ফোন করে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান কাশীবাবু। সেই সময় দিল্লিতে ছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তিনি ‘ওয়েস্টবেঙ্গল মিনারেল ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড’-এর খোলামুখ কোলিয়ারির উদ্বোধনে বড়জোড়ায় যান। মিনতিদেবী বলেন, “এ দিন বিকেল ৩টে নাগাদ মুকুল রায় আমাকে ফোন করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলান। মমতা আমাকে বললেন, আমার স্বামীর মৃত্যুতে তিনি মর্মাহত।”

ধৃত শিক্ষক
বাড়িওয়ালার স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে ইন্দাসের এক হাইস্কুল শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃত শিক্ষকের বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়। ইন্দাসের চেকপোস্ট থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুক্রবার বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন।

দেহ উদ্ধার
ঝুপড়ির ভিতরে পড়েছিল এক ভবঘুরের দেহ। মৃতের নাম রামচন্দ্র সাউ (৭০)। দেহ উদ্ধার করতে গিয়ে ডাকঘরে ৭৫ হাজার টাকা জমা রাখার পাস বই মিলেছে। ঝুপড়ি থেকে মেলা ট্রাঙ্কে কিছু শৌখিন পোশাক, একটি রেডিও, একটি দূরবীন, ছোট গ্যাস ওভেন, একটি প্রেশার কুকার ছিল।

নতুন এসপি
পুরুলিয়ার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার নিলেন সি সুধাকর। তিনি এই জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। পূর্বতন পুলিশ সুপার সুনীল কুমার চৌধুরীকে পশ্চিম মেদিনীপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.