টুকরো খবর
টাকা ছিনতাই
ব্যাঙ্কের সামনে থেকে টাকা ছিনতাই হল রঘুনাথপুরে। সোমবার দুপুরে একটি রাষ্ট্রায়ত্ত বাঙ্কের সামনে থেকে দুই দুষ্কৃতী রঘুনাথপুর শহরের নন্দুয়াড়া এলাকার বাসিন্দা, ব্যবসায়ী দয়াময় কর্মকারের কাছ থেকে কয়েক হাজার টাকা ছিনতাই করে। মায়ের চিকিৎসা ও ব্যবসার কাজের জন্য এ দিন দুপুরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে টাকা তুলে ব্যাগে ভরে বেরিয়ে আসেন দয়াময়বাবু। আচমকা মোটরবাইক আরোহী ওই দুই দুষ্কৃতী টাকার ব্যাগ ছিনতাই করে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক ধরে নিতুড়িয়ার দিকে পালায়। ব্যাঙ্কের অদূরেই পুলিশের টহলদারি গাড়ি ছিল। ব্যাঙ্ক থেকে থানার দূরত্বও ২০০ মিটারেরও কম। তিনি চিৎকার করলেও পুলিশের দেখা মেলেনি।

বিক্ষোভ
বাঁকুড়া-দামোদর রিভার রেলওয়েকে হাওড়ার সঙ্গে যুক্ত করার দাবি তুলল ‘বাঁকুড়া-দামোদর রিভার রেলওয়ে পরিবহন ওয়েলফেয়ার সমিতি’। সোমবার ওই দাবি-সহ আরও পাঁচ দফা দাবিতে বাঁকুড়া রেল স্টেশনের পাশে একটি উদ্যানে বিক্ষোভ-অবস্থানে বসেন ওই সংগঠনের সদস্যেরা। সংগঠনের সম্পাদক গঙ্গা গোস্বামী বলেন, “বিডিআর লাইনকে হাওড়ার সঙ্গে যুক্ত করা হলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। এ ছাড়া এই লাইনের সমস্ত প্ল্যাটফর্মগুলি উঁচু করা ও ট্রেনের মধ্যে শৌচাগার করার দাবি জানাচ্ছি।” বিষয়টি নিয়ে বাঁকুড়া স্টেশন ম্যানেজার সত্যেন্দ্রনাথ মৈত্র কিছু বলতে চাননি।

নতুন সভাপতি
ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি হয়েছেন স্থানীয় বিধায়ক গুরুপদ মেটে। বাঁকুড়া জেলা তৃণমূল সূত্রের খবর, জেলার একাধিক ব্লকে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পাত্রসায়র ব্লকের দায়িত্ব আগেই দু’ভাগে বিভক্ত করে দিয়েছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব।

সম্মেলন
সিমলাপাল ব্লক কংগ্রেসের একটি সম্মেলন হল রবিবার। সম্মেলনে ব্লকের তিনশো প্রতিনিধি হাজির ছিলেন। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি ব্রজবাসী বিশ্বাস, কোতুলপুরের বিধায়ক সৌমিত্র খাঁ, প্রদেশ কংগ্রেসের সম্পাদক হবিবুর রহমান প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.