মাস খানেকের মধ্যে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ শুরু হবে। শনিবার শিলিগুড়িতে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এ কথা জানান।
শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় সিবিআই কোর্টের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন মলয়বাবু। সেখানে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ পটেল উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, “জলপাইগুড়িতে উত্তরবঙ্গ সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের জন্য প্রথম পর্যায়ে ৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহে সেখানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করা হবে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাইকোর্টের প্রধান বিচারপতি উপস্থিত থাকবেন।” তিনি জানান, প্রথম পর্যায়ের টাকায় ভবনের সীমানা পাঁচিল এবং একতলার কাজ করা হবে।
এ দিন ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন স্থানে শিলিগুড়ি পুরসভার একটি ভবনে অস্থায়ী ভাবে সিবিআই আদালতের উদ্বোধন করা হয়। শিলিগুড়িতে সিবিআই আদালত করা নিয়ে আপত্তি তুলেছিলেন দার্জিলিং জেলা সদরের আইনজীবীরা। তা নিয়ে তাঁরা দার্জিলিং আদালতে কর্মবিরতিও পালন করেছেন। |
এ দিন প্রধান বিচারপতি জানান, সিবিআই আদালত একটি জেলার দিকে লক্ষ্য রেখে করা হয়নি। উত্তরবঙ্গের ছয়টি জেলার কথা মাথায় রেখে শিলিগুড়িতে সিবিআই আদালত করার সিদ্ধান্ত হয়েছে।
পাশাপাশি, আইনমন্ত্রী জানান, বিগত সরকারে আমলে রাজ্যে ছয়টি সিবিআই আদালত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৪টি কলকাতায় এবং ২ টি আলিপুরে করার সিদ্ধান্ত হয়। নতুন সরকার ক্ষমতায় এসে ওই ৬টির মধ্যে একটি শিলিগুড়িতে, একটি আসানসোলে, ৩টি কলকাতায় এবং ১টি আলিপুরে করার সিদ্ধান্ত নেয়। এ দিন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তপন ভট্টাচার্য সার্কিট বেঞ্চ নিয়ে প্রধান বিচারপতি এবং মন্ত্রীর সঙ্গে দেখা করেন। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের দ্রুত উদ্বোধনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রীকে স্মারকলিপি দেয় সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটি। |