টুকরো খবর
৭ ডাকাতের ১০ বছর জেল
ডাকাতির দায়ে সাত জনের ১০ বছরের জেল হল। শনিবার বারাসতের পঞ্চম ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, ২০০৮ সালে ৩১ জানুয়ারি রাত ৩টে নাগাদ এক দল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে অশোকনগর থানার প্রফুল্লনগরের বাসিন্দা দেবাশিস চক্রবর্তীর বাড়িতে লুঠপাট চালায়। রিভলভারের বাঁট দিয়ে তাঁর পরিবারের সদস্যদের মারধর করে। ২০ ভরি সোনার গয়না, মোবাইল, ক্যামেরা-সহ নগদ ২৫ হাজার টাকা লুঠ করে পালায়। তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ ওই বছরের ১৫ মার্চ সঞ্জয় দাস, শঙ্কর সাহা, গণেশ শিকদার, সুব্রত মজুমদার, আকবর আলি গোলদার, সুদীপ রায়, অলক সমাদ্দার নামে সাত জনকে গ্রেফতার করে। এতদিন দমদম সেন্ট্রাল জেলে তাদের শুনানি চলছিল। রায় শোনার পরে বিচারক ও সরকারি আইনজীবীদের লক্ষ করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় আসামিরা।

শ্যামপুরে মিলল বধূর ঝুলন্ত দেহ
এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল শনিবার সকালে হাওড়ার শ্যামপুরের মরশাল গ্রামে। মিনা মাল (২১) নামে ওই বধূর পরিবারের অভিযোগ, পণের জন্য শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত মিনার উপরে। তারাই খুন করে ঝুলিয়ে দিয়েছে মিনাকে। পুলিশ ওই বধূর স্বামী কমল মাল এবং শাশুড়ি মালতী মালকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি নিয়মমাফিক ময়না তদন্তে পাঠানো হয়েছে।

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু
পাথর বোঝাই লরির চাকা পিষ্ট হয়ে মৃত্যু হল এক বালকের। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপির কলবাড়ি মোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম সফিকুল শেখ (৭)। বাড়ি স্থানীয় করিমনগর গ্রামে। রাস্তা পেরনোর জন্য দাঁড়িয়েছিল সফিকুল। লরির ধাক্কায় গুরুতর জখম অবস্থায় তাকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ লরিটি আটক করেছে। লরি চালককে গ্রেফতার করা হয়েছে।

কারখানায় আগুন
একটি রাসায়নিক কারখানায় আগুন লাগায় ঝলসে গেলেন দুই শ্রমিক। শনিবার সন্ধ্যায় ডানকুনি থানার জগন্নাথপুরের ঘটনা। দমকলের তিনটি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতেরা শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.