উদ্ধার মহিলার নলিকাটা দেহ |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ঘরের ভিতরে মিলল এক মহিলার গলার নলিকাটা দেহ। তাঁকে খুন করার অভিযোগে বাসিন্দারা এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন। শনিবার সকালে পুরুলিয়া শহরের ধবকাটা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম পূজা চৌধুরী (৩৫)। তাঁকে খুন করার অভিযোগে শঙ্কর সাউকে গ্রেফতার করা হয়েছে। দু’জনেই ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। শঙ্করের দেহে আঘাত থাকায় তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, পূজার ঘর থেকে বের হওয়ার সময় শঙ্করের হাত থেকে একটি ছুরি পড়ে যায়। তাঁদের সন্দেহ হওয়ায় তাঁরা ঘরে ঢুকে দেখেন পূজার গলার নলি কাটা। এরপরেই তাঁরা শঙ্করকে পাকড়াও করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ওই বাড়ির মালিক রাবণ বাউরি বলেন, “মাস পাঁচেক আগে এক ব্যক্তি ও পূজা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া নেয়। শঙ্কর মাঝে মধ্যে ওদের বাসায় আসত। কয়েক দিন আগে পূজারা শহরের অন্যত্র ঘর ভাড়া নিয়ে চলে যায়। এ দিন মালপত্র নিতে এসেছিল। খুনের কারণ স্পষ্ট নয়।” পুলিশ জানিয়েছে, পূজার সেই সঙ্গীর খোঁজ চলছে। শঙ্কর সুস্থ হলে তাকে জেরা করা হবে।
|
দোকানিকে বেহুঁশ করে ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
ভর দুপুরে দোকানে ঢুকে চেতনানাশক দিয়ে ওষুধ ব্যবসায়ীকে বেহুঁশ করে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। শনিবার দুপুরে বোলপুরের ঘটনা। দোকান মালিক আশিস ঘোষের অভিযোগ, “ক্যাশবাক্সে টাকা গোনার সময় পিছন থেকে কেউ মুখ-চোখ চেপে ধরে। আমি জ্ঞান হারাই। সেই সুযোগে ক্যাশবাক্স থেকে টাকা লুঠ করে পালায়।” পুলিশ তল্লাশি চালাচ্ছে।
|
দুর্ঘটনায় মৃত্যু বিট অফিসারের |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল বীরভূমের হেতমপুরের বিট অফিসার সন্তোষ রায়ের (৫৬)। তাঁর বাড়ি বোলপুর থানার সুপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় সন্তোষবাবু স্ত্রীকে নিয়ে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন। পথে কাশীপুর-সুপুর রাস্তায় ট্রেকারের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সন্তোষবাবুর স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
মধ্যবয়সী অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার হল বীরভূমের কাঁকরতলা থানার বড়রা-শিমূলডিহি রাস্তার কাছাকাছি একটি কাঁদরের মধ্য থেকে। শনিবার সকালে পুলিশ দেহটি উদ্ধার করে। |