রাজ্যের শাসক দলের আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলে এখন উপহার পাওয়া যাইতেছে হাতঘড়ি, ব্যাগ, নিদেনপক্ষে স্টেনলেস স্টিলের থালা। বাম নেতারা সুযোগ পাইয়া তাহাকে কটাক্ষ করিয়াছেন। ভাবখানা এমন, যেন রক্তের বদলে উপহার দেওয়ার কথা আগে কেহ কখনও শোনেন নাই! যত বাজে কথা। বামফ্রন্ট রক্তের বদলে বক্রেশ্বর দেওয়ার কথা বলে নাই? তাহারও বহু পূর্বে, নেতাজি রক্তের বদলে স্বাধীনতা দেওয়ার কথা বলেন নাই? খোঁজ লইয়া দেখুন, আর জি কর মেডিক্যাল কলেজে এক বার রক্ত দিয়াছিলেন বলিয়া ফ্র্যাঙ্ক ওরেলকে ক্যালেন্ডার হইতে একটি গোটা দিন দেওয়া হইয়াছিল। তবে? এখন ফ্যাশন হইয়াছে, তৃণমূল যাহাই করিবে, তাহারই নিন্দা করিতে হইবে। বদ প্রবণতা। বস্তুত, অন্যরা রক্তের যে মূল্য ধার্য করিয়াছিল, বর্তমান সরকার তাহা অপেক্ষা অনেক কম ব্যয়ে রক্ত জোগাড় করিতেছেন। তাপবিদ্যুৎ কেন্দ্র আর হাতঘড়ির মধ্যে তুলনা হয়? আর, হাতে-গরম মূল্য চুকাইয়া দেওয়াই তো ভাল। নচেৎ, বামপন্থীদের ন্যায় ‘রক্তঋণ শোধ করুন’ বলিয়া স্লোগান দিতে হইবে। এই বাজারে কেহ সাহস করিয়া ঋণ দিবেন কি না, তাহাতেও সন্দেহ বলা তো যায় না, কখন মুখ্যমন্ত্রী সেই ঋণ মকুব করিয়া দিবেন। |