টুকরো খবর |
মালিগাঁওয়ে ৭০টি দোকান পুড়ে ছাই
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উত্তর-পূর্বাঞ্চলে দু’টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে। কাল রাতে আগুন লেগে গুয়াহাটির মালিগাঁও এলাকার অন্তত ৭০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকায় দাঁড়াবে বলে অনুমান। পৃথক ঘটনায় মিজোরামের চম্পাইয়ে রাবুং গ্রামে বাড়িতে আগুন লাগলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ঘটেছে পাঁচ বছরের এক শিশুকন্যার। গুয়াহাটি পুলিশ জানায়, মালিগাঁওয়ের চারিয়ালিতে কাল রাত সাড়ে ১১টা নাগাদ প্রথমে একটি সাইকেলের দোকানে আগুন লাগে। হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুনের গ্রাসে পড়ে একটির পর একটি দোকান। আগুনের তাতে বেশ কিছু গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে সমস্যা বাড়ায়। পানবাজার, পল্টনবাজার, দিসপুর ও নুনমাটি থেকে আনা হয় ৩০টি দমকলের গাড়ি। বেশ কয়েক ঘণ্টা লড়াইয়ের পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আজ সকালে দেখা যায় গোটা এলাকটি ধংসস্তূপে পরিণত হয়েছে। তবে জীবনহানির কোনও খবর মেলেনি। আইজল থেকে পাওয়া খবরে জানা যায়, কাল মিজোরাম-মায়ানমার সীমানার কাছে রাবুং গ্রামে ঘরের মধ্যে তিন মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিলেন গৃহবধূ লালনুনসিয়ামি। আগুনের স্পর্শে তাঁর ঘুম ভেঙে যায়। চাঁর সাত ও তিন বছর বয়সী দুই মেয়েকে জানালা দিয়ে ছুড়ে বাইরে করে দিতে পারলেও পাঁচ বছরের মেয়ে লালরেমকিনিকে তিনি বাঁচাতে পারেননি। কী ভাবে আগুন লাগল জানার চেষ্টা করছে পুলিশ।
|
প্রতিবন্ধীকে পিটিয়ে মারল মাওবাদীরা
নিজস্ব সংবাদদাতা • পটনা |
গণ আদালত বসিয়ে মাওবাদীরা পিটিয়ে মারল প্রতিবন্ধী এক রেশন ডিলারকে। ঘটনাটি ঘটেছে কাল রাতে গয়া জেলার ইমামগঞ্জ থানা এলাকার লুঠোয়া গ্রামে। অজয় যাদব নামে ৫৬ বছরের ওই রেশন ডিলার মাওবাদী এক নেতার আত্মীয়। পুলিশ জানিয়েছে, কাল রাত ৯টা নাগাদ প্রায় একশো মাওবাদী ওই গ্রামে ঢোকে। বাড়ি থেকে অজয়কে তারা ডেকে নিয়ে যায়। অজয়ের বাড়ির ১০০ মিটার দূরে বসানো হয় গণ আদালত। কিছুক্ষণ ‘বিচার’-এর পরেই অজয়বাবুকে লাঠি দিয়ে পেটাতে থাকে মাওবাদীরা। বেদম প্রহারে গ্রামবাসীদের চোখের সামনেই মৃত্যু ঘটে প্রতিবন্ধী অজয় যাদবের। অজয় রেশন দোকানের মাধ্যমে দুর্নীতি করছেন দাবি করেই মাওবাদীরা এই ‘শাস্তি’র ব্যবস্থা করে। অজয়ের রেশন দোকানটি বেশ কিছুদিন বন্ধ ছিল। পুলিশে জানতে পেরেছে, মাওবাদীরা ভয় দেখিয়ে খাদ্য দফতরের কর্তাদের দিয়ে তাঁর দোকানটি তিন বছর আগে বন্ধ করিয়ে দেয়। সম্প্রতি আদালতের নির্দেশে ফের দোকান খোলার অনুমতি পান অজয়। মাওবাদীরা এতেই চটে যায় অজয়ের উপরে। কিন্তু কেন মাওবাদীদের রাগ একজন প্রতিবন্ধীর উপরে? পুলিশ সেই বিষয়েও কিছু তথ্য পেয়েছে। অজয়বাবুর এক আত্মীয় মাওবাদী সংগঠনে প্রথম সারির নেতা। যারা তাঁর বিরুদ্ধে গণ আদালত বসায় তারা ওই নেতার বিরুদ্ধ গোষ্ঠী। মগধ রেঞ্জের ডিআইজি এন এইচ খান বলেন, “পুলিশের পক্ষ থেকে তাঁর পরিবারকে ভরসা দেওয়া হয়েছে। অপরাধীদের খোঁজে যৌথ বাহিনী তল্লাশি শুরু করেছে।”
|
গাড়ি থেকে উদ্ধার বিদেশি রাইফেল
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গাড়ির ভিতরে,গোপন কুঠুরি থেকে উদ্ধার হল দুটি জার্মান স্বয়ংক্রিয় রাইফেল। পুলিশ জানায়, কাল সন্ধ্যায় সোনাপুর এলাকায় গুয়াহাটিমুখী একটি ইন্ডিকাকে থামানো হয়। গাড়ির দরজার ভিতরে ও আসনের তলায় কৌশলে লুকোনো ছিল দুটি হেকলার অ্যান্ড কোচ-৩৩ রাইফেল। রাইফেলের সঙ্গে ৯৫০টি ৫.৫৬ মিলিমিটারের কার্তুজও উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয় খদমন দইমারি ও সুভাষ রায় নামে দুই ব্যক্তিকে। দু’জনকে জেরা করে জানা গিয়েছে, তারা ডিমাপুরে, এনএসসিএন অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে রাইফেল ও কার্তুজ কিনেছিল। গারো ন্যাশনালিস্ট লিবারেশন আর্মির জন্য অস্ত্রগুলি কেনা হয়। অন্য দিকে, মেঘালয় সরকার ও কেন্দ্রের সঙ্গে সংঘর্ষবিরতিতে থাকা গারো জঙ্গি সংগঠন এএনভিসি বিভাজিত হয়ে গিয়েছে। গত কাল, সংগঠনের যুদ্ধপন্থী নেতা মাকসট মারাক ঘোষণা করেন, অন্তত ৩০০ এএনভিসি সদস্য সরকার স্বীকৃত শিবির ছেড়ে, অস্ত্র নিয়ে জঙ্গলে ফিরে গিয়েছেন। বিভাজনের জন্য, সরকারকেই দায়ী করেছেন সংগ্রামপন্থীরা। পৃথক ঘটনায়, নাগাল্যান্ডের সানফুরে এলাকায় কাল দিনভর এনএসসিএন আই এম ও খাপলাং গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে জনসন আই নামে এক আই এম সদস্য ও খাপলাং বাহিনীর সার্জেন্ট সিলিশে সাংতামের মৃত্যু হয়। আরও এক খাপলাং সদস্য জখম হয়ন। খাপলাং বাহিনীর দাবি, তারা আই এম গোষ্ঠীর হাত থেকে, প্রচুর অস্ত্রশস্ত্র-সহ শিবিরটি দখল করে নিয়েছে।
|
গঙ্গায় ভেসে গেল ৩ কিশোরী
নিজস্ব সংবাদদাতা • পটনা |
এক সপ্তাহের মধ্যে ফের পটনার গঙ্গায় দুর্ঘটনা। আজ দুপুরে চৈত্র ছট্পুজো পালনে গঙ্গায় নেমে গঙ্গায় ভেসে গেল তিন কিশোরী। পরে মৃত অবস্থায় তাদের দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাটি ঘটেছে পটনার দিঘা থানা এলাকায় নকসাতিয়ারা ঘাটে। থানার ওসি এস কে চৌবে জানান, পার্বণ উপলক্ষে আজ সকাল থেকেই গঙ্গার ঘাটে বেশ ভিড় ছিল পুণ্যার্থীদের। গঙ্গায় পুজো দিয়ে স্নান করতে নেমে জলের টানে অনেক দূরে ভেসে যায় তিন কিশোরীই। পরে মৃত অবস্থায় মেলে তাদের দেহ। একজনের পরিচয় জানা গিয়েছে। অনসুল কুমার (১৪) নামে ওই কিশোরীর বাড়ি রাজীবনগরে। দু’দিন আগে একই ভাবে তিন যুবক গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল।
|
পিটিয়ে-পুড়িয়ে খুন দু’জনকে
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
নিজেদের গোষ্ঠীর তথাকথিত গণ-বিচার প্রক্রিয়ার আগেভাগেই দুই ব্যক্তিকে পিটিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ‘মৃত্যুদণ্ড’ কার্যকর করল এক দল আদিবাসী যুবক। পুলিশ জানায়, কাল বিকালে ঝড়খণ্ডের দুমকা জেলার রামগড় থানার হেতগ্রাহাণ এলাকায় হাজার খানেক গ্রামবাসীর উপস্থিতিতে ঘটে এই কাণ্ড। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন হাজারখানেক গ্রামবাসী। দুমকা জেলার পুলিশ সুপার হেমন্ত টোপো জানিয়েছেন, নিহত দুজনের নাম ভীম কিস্কু (৪০) এবং শঙ্কর মুর্মু (৩৫)। ‘অপরাধী’সাব্যস্ত করে পিটিয়ে মারার পর ক্ষিপ্ত জনতা নিহত দু’জনের ঘর জ্বালিয়ে দেয়। মৃতদেহ দুটি ছুড়ে ফেলা হয় ওই আগুনে। প্রাণ বাঁচাতে নিহত দুই ব্যক্তির পরিজনেরা গ্রাম ছেড়ে পালিয়েছেন। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা-সহ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
|
পাওলোর মুক্তি নিয়ে জল্পনা নবীন-মাওবাদী সমঝোতার
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
অপহৃত ইতালির পর্যটক পাওলো বোসুস্কোর মুক্তি নিয়ে মাওবাদী এবং ওড়িশা সরকারের মধ্যে ‘সমঝোতা’ হয়েছে বলে আজ একটি বিশেষ সূত্রে খবর পাওয়া গিয়েছে। তবে মাওবাদীদের অন্য আর এক গোষ্ঠীর হাতে বন্দি ওড়িশার বিজেডি বিধায়ক ঝিনা হিকাকার মুক্তি নিয়ে এখনও বিশ বাঁও জলে রাজ্য সরকার। এই ব্যাপারে আলোচনার জন্য কাল রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মাওবাদীদের আহ্বান জানালেও তাদের তরফে এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি। পাওলোর মুক্তির জন্য কাল রাতে স্বরাষ্ট্র সচিব ইউ এন বেহরার নেতৃত্বে সরকারের এক প্রতিনিধি দল কথা বলে মধ্যস্থতাকারী বি ডি শর্মা এবং দণ্ডপাণি মহান্তির সঙ্গে। প্রায় ৯০ মিনিট চলে আলোচনা। সেখানে দু’পক্ষই ‘সমঝোতার’ রফাসূত্রে পৌঁছেছে বলে জানা গিয়েছে। আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমও জানিয়েছেন, ওড়িশায় দুই অপহৃতের মুক্তির জন্য আলোচনাই হল এক মাত্র রাস্তা।
|
বিয়ের প্রমাণ নয় ভিডিও, ফতোয়া দেওবন্দের
সংবাদসংস্থা • মুজফ্ফরনগর |
ভিডিও রেকর্ডকে বিয়ের প্রমাণ হিসেবে গণ্য হবে না বলে ফতোয়া দিল মাদ্রাসা দারুল-উলুম দেওবন্দ। শরিয়তি আইনে বিয়ের ভিডিও রেকর্ডিং করাকেও বেআইনি কাজ বলে ধরা হবে বলে ফতোয়ায় জানিয়েছে তারা। মত্ত অবস্থায় তালাক দিলেও তাতে বৈধ ভাবেই বিবাহবিচ্ছেদ হতে পারে বলে সম্প্রতি ফতোয়া দিয়েছিল দেওবন্দ। ভিডিও রেকর্ডিং বিয়ের প্রমাণ হতে পারে কি না তা দেওবন্দের কাছ থেকে জানতে চেয়েছিলেন এক পাকিস্তানি নাগরিক। তারই জবাবে দেওবন্দ জানিয়েছে, দু’জন সাক্ষীর উপস্থিতি ছাড়া বিয়ে বৈধ হতে পারে না। ভিডিও রেকর্ডিং কোনও প্রমাণ নয়।
|
কর্নাটকে বাতিল ডিজির নিয়োগ
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের পদে ‘সাদ্দাম হুসেনের’ চেয়েও নৃশংস শঙ্কর বিদারির নিয়োগ বাতিল করল কর্নাটক হাইকোর্ট। আদালতের মতে, চন্দন দস্যু বীরাপ্পনের বিরুদ্ধে অভিযানে বিদারির নেতৃত্বাধীন বিশেষ টাস্ক ফোর্স সাদ্দাম বা মুয়াম্মর গদ্দাফির বাহিনীর চেয়েও নৃশংস আচরণ করেছিল। প্রবীণ আইপিএস এ আর ইনফ্যান্টের বদলে ডিরেক্টর জেনারেল পদে বিদারির নিয়োগ নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছিল। তাঁর নিয়োগ বাতিল করে দেয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যায় ডি ভি সদানন্দ গৌড়ার সরকার। হাইকোর্টের রায়ের পরে আপাতত ইনফ্যান্টকেই ডিরেক্টর জেনারেলের দায়িত্ব দেবে রাজ্য। তবে তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আর অশোক।
|
বর্ধনের জায়গায় সুধাকর
নিজস্ব সংবাদদাতা • পটনা |
|
পার্টি কংগ্রেসে সুধাকর। ছবি: পিটিআই |
আভাস আগেই ছিল। সেই মতোই সিপিআইয়ের ২১তম পার্টি কংগ্রেসে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন বর্ষীয়ান নেতা এ বি বর্ধন। এলেন অন্ধ্রপ্রদেশের নেতা সুধাকর রেড্ডি। শনিবার পটনায় পার্টি কংগ্রেস শেষে বর্ধন নিজেই বলেন, “সুধাকর রেড্ডি দলের পরবর্তী সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হয়েছেন। তাঁর হাতে সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।” এরপরেই রেড্ডি সাংবাদিকদের বলেন, “পূর্বসূরিকে অনুসরণ করেই চলব। বর্ধনের দীর্ঘদিনের অভিজ্ঞতা সঙ্গে নিয়েও চলার চেষ্টা করব।” আগামী দিনে দলকে তৃণমূল স্তর পর্যন্ত শক্তিশালী করে গড়ার কথাও তিনি জানান। পাশাপাশি বলেন, “বিহারে দলীয় সংগঠনকে আরও মজবুত করে গড়ে তুলতে হবে। সেই কারণেই পার্টি কংগ্রেস পটনায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।”
|
নিয়ম ভেঙেই কারাবাস শুরু করলেন জাগির
সংবাদসংস্থা • পাটিয়ালা |
অন্যান্য অপরাধীর মতো জেলের গাড়িতে নয়, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যক্তিগত এসি গাড়ি চড়েই আজ পাটিয়ালা সেন্ট্রাল জেলে পৌঁছলেন পঞ্জাবের সদ্য পদত্যাগী মন্ত্রী বিবি জাগির কৌর। তিনি জেলে ঢোকার পর ‘মন্ত্রী’কে সম্মান জানাতে পায়ে হাত দিয়ে প্রণামও করেন এক পুলিশকর্মী। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করার পাশাপাশি মন্ত্রীর জন্য কেন নিয়ম ভাঙা হল, এই প্রশ্ন ইতিমধ্যেই তুলতে শুরু করেছে নানা মহল। নিজের মেয়ে হরপ্রীতকে গর্ভপাত করতে বাধ্য করার পাশাপাশি তাঁর খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার জাগিরকে পাঁচ বছরের সশ্রম কারাবাসের সাজা দেয় সিবিআই বিশেষ আদালত। দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি পদত্যাগও করেছেন। তবে জাগিরের এই শাস্তিকে স্বাগত জানালেও সন্তুষ্ট নন তাঁর জামাতা কমলজিৎ সিংহ। কারণ আদালত তাঁকে খুনের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে কেবলমাত্র খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার জন্য এই শাস্তি দিয়েছে। কমলজিৎই প্রথম অভিযোগ করেন, তাঁর স্ত্রী হরপ্রীতকে গর্ভপাত করতে বাধ্য করার পাশাপাশি তাঁর অস্বাভাবিক মৃত্যুর জন্যও দায়ী জাগির।
|
জগনের বিরুদ্ধে চার্জশিট পেশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ওয়াই এস আর কংগ্রেস দলের সভাপতি তথা সাংসদ ওয়াই এস জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির মামলায় আজ চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিট পেশ করা হয়েছে হায়দরাবাদে সিবিআইয়ের আদালতে। এ বার গ্রেফতার করা হতে পারে তাঁকে। জগনের বিভিন্ন সংস্থায় লগ্নি হওয়া টাকার উৎস নিয়ে তাঁকে প্রশ্ন করা হতে পারে। ৬৮ পাতার চার্জশিটে মূল অভিযুক্ত রেড্ডি-সহ তেরো জনের নাম প্রকাশ করেছে সিবিআই। তাঁদের মধ্যে রয়েছেন জগনের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বিজয় সাই রেড্ডি, সংবাদ সংস্থা জাগতি প্রকাশনী বরখাস্ত হওয়া আইএএস অফিসার বি পি আচার্য-সহ একাধিক আমলা, ও রাজনীতিক। অভিযুক্তদের মধ্যে বিজয় রেড্ডিকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। আয়কর বিভাগ সূত্রে খবর, বাস্তবে জাগতি প্রকাশনীর লগ্নিকারীদের কোনও অস্তিত্ব নেই। হাইকোর্টের নির্দেশে ২০১১-র অগস্টে রেড্ডি-সহ আরও ৭৩ জনের বিরুদ্ধে মামলা শুরু করে সিবিআই। তখন জগনের সম্পত্তির পরিমাণ ছিল ৩৬৫ কোটি টাকা।
|
মদ্যপের গাড়ি উল্টে মৃত্যু তরুণীর
সংবাদসংস্থা • মুম্বই |
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জেরে প্রাণ হারালেন এক তরুণী। গুরুতর আহত তাঁর দুই বন্ধুও। গত কাল বাইরে খাওয়া-দাওয়ার জন্য ছয় বন্ধু মিলে বেরিয়েছিলেন একটি গাড়িতে। সকলেরই বয়স কুড়ির আশপাশে। অভিযোগ, গাড়ি চালাচ্ছিলেন তাঁদের যে সঙ্গী তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। রাত দু’টো নাগাদ জুুহুর এক কলেজের সামনে গাড়িটি প্রথমে সোজা ধাক্কা মারে এক গাছে। তার পর রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে সেটি সামনে থাকা একটি অটোয় ধাক্কা মেরে উল্টে যায়। পুলিশ জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিবানী রাওয়াত নামের ওই তরুণীর মৃত্যু হয়।
|
রেলে নয়া ভাড়া আজ থেকেই
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রেলের এসি প্রথম ও দ্বিতীয় শ্রেণির বর্ধিত ভাড়া কার্যকর হতে চলেছে আগামী কাল থেকে। রেল বাজেটে ঘোষণা অনুযায়ী এসি প্রথম শ্রেণিতে প্রতি কিলোমিটারে ৩০ পয়সা, দ্বিতীয় শ্রেণিতে ২০ পয়সা ও তৃতীয় শ্রেণিতে ভাড়া বাড়বে ১০ পয়সা। প্ল্যাটফর্ম টিকিটের দামও চার টাকা থেকে বেড়ে হচ্ছে পাঁচ টাকা। রেল সূত্রে খবর, যাঁরা ১ এপ্রিল ও তার পরের টিকিট ইতিমধ্যেই কেটে নিয়েছেন যাত্রার সময় টিকিট পরীক্ষক ওই অতিরিক্ত ভাড়া তাঁদের থেকে নিয়ে নেবেন। নতুন এই ভাড়ার তালিকা বিভিন্ন স্টেশনে লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলের এক অফিসার। দীনেশ ত্রিবেদী রেল মন্ত্রী থাকাকালীন সমস্ত শ্রেণিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিলেও পরবর্তী রেলমন্ত্রী মুকুল রায় তা প্রত্যাহার করে নেন। বর্ধিত ভাড়া চালু থাকে কেবল মাত্র উচ্চশ্রেণিতে। এর ফলে আগামী অর্থবর্ষে রেলের অতিরিক্ত ৪০০ কোটি টাকা আয় হবে বলে রেল মন্ত্রকের আশা।
|
বিদ্যুৎ চেয়ে জয়ার চিঠি
সংবাদসংস্থা • চেন্নাই |
কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ প্রকল্পে সায় দেওয়ার পর এ বার ওই প্রকল্পে যত বিদ্যুৎ উৎপন্ন হবে তার পুরোটা রাজ্যকেই দেওয়ার আবেদন জানিয়ে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। তাঁর মতে, রাজ্যে বিদ্যুৎ পরিষেবা বেহাল। কুড়ানকুলামের পরমাণু বিদ্যুৎ প্রকল্প কাজ শুরু করলে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। তা রাজ্যকে ব্যবহার করতে দেওয়াই উচিত হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী বিষয়টিকে ইতিবাচক মনোভাব দিয়ে বিবেচনা করবেন বলেও আশাবাদী জয়া।
|
আফস্পা সংশোধনী বিবেচনায়: চিদম্বরম
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আফস্পা আইনে সংশোধনীর প্রস্তাব এখন মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বিবেচনাধীন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। আজ এক সাংবাদিক বৈঠকে চিদম্বরম জানান, বিতর্কিত আফস্পা আইনে অন্তত তিনটি সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু সেই প্রস্তাব এখনও মন্ত্রিসভার বিবেচনাধীন থাকায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কিছু করার নেই বলেও জানান তিনি। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক ক্রিস্টফ হেনস এই আফস্পা আইনকে “রাজ্যের অতিরিক্ত ক্ষমতার বহিঃপ্রকাশ” বলে মন্তব্য করেছিলেন। সেই সঙ্গে তিনি আরও জানান যে, এই আইন কখনও গণতন্ত্রের শরিক হতে পারে না। হেনসের সেই মন্তব্যের প্রেক্ষিতে চিদম্বরম জানান, এই আইনের পক্ষে আর বিপক্ষে দু’তরফেই বিভিন্ন মত আছে। আর সেই কারণেই এই আইনের সংশোধনী আনা যাচ্ছে না। কিন্তু বিচারপতি জীবন রেড্ডির দেওয়া রিপোর্ট এবং এই সংক্রান্ত অন্য রিপোর্ট দেখে স্বরাষ্ট্র মন্ত্রক আফস্পা আইনে অন্তত তিনটি সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে বলে জানান চিদম্বরম। যদিও ঠিক কী কী ক্ষেত্রে এই সংশোধনী তা নিয়ে মুখ খোলেননি চিদম্বরম। তবে মন্ত্রক সূত্রের খবর, আগাম গ্রেফতারি পরোয়ানা জারি করা, সেনাবাহিনীর গুলিচালনার ক্ষমতা কেড়ে নেওয়া এবং একটি অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করা নিয়ে এই সংশোধনী প্রস্তাব রাখা হয়েছে।
|
কাশ্মীরের বিস্ফোরণে গ্রেফতার ইঞ্জিনিয়ার
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
বিজবেহেরা গাড়ি বিস্ফোরণ মামলায় এক ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল পুলিশ। আরও দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ওই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় এক জনের। আহত হন ২১ জন। ঘটনার যুগ্ম তদন্ত চালায় অবন্তীপুরা ও অনন্তনাগ জেলার পুলিশ। বেশ কয়েকটি ফোনের কললিস্ট পরীক্ষা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল ঘটনায় নিহত মহম্মদ আব্বাসের সঙ্গে জঙ্গিদের কোনও যোগাযোগ নেই। কিন্তু পরে জানা যায় লস্কর-ই-তইবা গোষ্ঠীর সক্রিয় জঙ্গি ছিল সে। সেনার গাড়ি বা কোনও ভিভিআইপির গাড়িতে হামলা চালানোই ছিল তার উদ্দেশ্য।
|
'৭৫ জন মাওবাদীর আত্মসমর্পণ অন্ধ্রে
সংবাদসংস্থা • বিশাখাপত্তনম |
৭৫ জনেরও বেশি মাওবাদী আত্মসমর্পণ করল অন্ধ্রপ্রদেশে। আজ বিশাখাপত্তনমের পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারীরা বিএসএনএল টাওয়ারে বিস্ফোরণ, অন্ধ্রপ্রদেশ বন উন্নয়ন নিগমের কোয়ার্টার্সে বিস্ফোরণ-সহ একাধিক নাশকতার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন এক পুলিশকর্তা।
|
ব্রহ্মোসের উৎক্ষেপণ সফল চাঁদিপুরে
সংবাদসংস্থা • বালেশ্বর |
ওড়িশার চাঁদিপুর থেকে আরও উন্নত প্রযুক্তিসম্পন্ন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল শুক্রবার। শব্দের চেয়েও দ্রুত গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি ২৯০ কিলোমিটার দূরের নিশানাতেও আঘাত হানতে সক্ষম। ২০০ থেকে ৩০০ কেজি ওজনের বোমা বহনে সক্ষম ও ভূ-পৃষ্ঠ থেকে উৎক্ষেপণযোগ্য এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি সকাল ১০টা নাগাদ পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হয়। ডুবোজাহাজ এবং আকাশ থেকে উৎক্ষেপণ করার জন্য আধুনিক প্রযুক্তিসম্পন্ন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন এক প্রতিরক্ষা বিজ্ঞানী।
|
আগরতলায় আজ শুরু ওড়িশা উৎসব
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
কাল থেকে আগরতলায় শুরু হচ্ছে ‘ওড়িশা উৎসব’। ওড়িশা সমাজ ত্রিপুরা এবং ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দফতরের যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব চলবে আগরতলা নজরুল কলাক্ষেত্র ও পূর্বাশা প্রাঙ্গণে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে ওড়িশা হস্তশিল্প, তাঁতশিল্প সামগ্রীর প্রদর্শনী। তা ছাড়াও, থাকছে পুস্তক প্রদর্শনী ও রকমারি খাদ্য সম্ভারের আয়োজন। দেখানো হবে বেশ কয়েকটি ওড়িশা চলচ্চিত্র।
|
ভূকম্প কাশ্মীরে
সংবাদসংস্থা • শ্রীনগর |
মৃদু ভূমিকম্পে আজ কেঁপে উঠল কাশ্মীর উপত্যাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। কাশ্মীরের বির্পযয় বিভাগের কর্তা আমন আলি জানান, কম্পনের উৎস স্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
|
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। আজ দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে রাঁচির চুটিয়া থানার অদূরে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম শ্যাম গুপ্ত (১২)। বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ক্ষিপ্ত হেয়ে উত্তেজিত জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি চলে রাস্তা অবরোধও। |
|