সাত সপ্তাহেও হদিস মিলল না কাদেরের
নিজস্ব সংবাদদাতা |
পার্ক স্ট্রিট ধর্ষণ-কাণ্ডের সাত সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তিন অভিযুক্ত ধরা পড়েছে গত ১৮ ফেব্রুয়ারি। কিন্তু মূল অভিযুক্ত কাদের খানের এখনও হদিস পেল না পুলিশ। সম্প্রতি তার শহরে ফেরার কথা রটলেও পুলিশের একটি মহলের দাবি, ঘটনার পর থেকে কাদের আর কলকাতায় ফেরেনি। বরং তাকে বাংলাদেশে দেখা গিয়েছে বলে খবর রয়েছে তাঁদের কাছে। অপর ২অভিযুক্ত আলি ভাই ও জনি ব্যাঙ্ককে গা ঢাকা দিয়ে রয়েছেন বলেও তাঁদের সন্দেহ। এ দিন ধর্ষণ-কাণ্ডে ধৃত নিশাদ আলম ওরফে রুমান খান, নাসির খান ও সুমিত বজাজকে আরও ১২ দিনের জেল হেফাজত দিল আদালত। শনিবার ব্যাঙ্কশাল কোর্টের মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে ৩ অভিযুক্তকে পেশ করার পর জামিনের আর্জি জানান তাদের আইনজীবীরা। সরকারপক্ষের আইনজীবী বিরোধিতা করে বলেন, অভিযোগকারিণী মহিলা হুমকি ফোন পাচ্ছেন। তাই ধৃতেরা জামিন পেলে তদন্তে প্রভাব পড়তে পারে। পার্ক স্ট্রিটের ঘটনায় গ্রেফতারের ১৯ ফেব্রুয়ারি এই ৩ জনকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ৩ মার্চ থেকে জেল হেফাজতে রয়েছে তারা। |
আগুনে পুড়ে মৃত্যু তরুণীর
|
গরফায় এক অগ্নিদগ্ধ তরুণীর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম জয়ন্তী মিত্র (৩৫)। শুক্রবার রাতে ওই তরুণীর বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার থেকে কোনও ভাবে আগুন লেগে গিয়েছিল ওই তরুণীর গায়ে। তাতেই মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের খবর, গরফার পাটুলি মাঠ এলাকায় একটি বাড়িতে মা সন্ধ্যা মিত্র এবং বোন বাসন্তীর সঙ্গে বাস করতেন ওই তরুণী। শুক্রবার রাতে পুলিশ ওই বাড়িতে গিয়ে দেখে, ঘরের ভিতরে একটি সোফার উপরে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণী। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সোফাটিও। উদ্ধার করা হয়েছে একটি ওভেন এবং গ্যাস সিলিন্ডার। পুলিশ বাসন্তীর কাছ থেকে জেনেছে, ঘটনার সময় সন্ধ্যাদেবী বাড়ি ছিলেন না। তাঁরা দু’বোন রান্না করছিলেন। হঠাৎই ওভেন থেকে জয়ন্তীর গায়ে আগুন ধরে যায়। নিজেকে বাঁচাতে শৌচাগারে ঢুকে যান বাসন্তী। পরে তিনি বেরিয়ে এসে প্রতিবেশীদের খবর দেন। |
ফের উড়ো ফোনে বোমাতঙ্ক ছড়াল। এ বার সল্টলেকের সেক্টর ফাইভের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসে। শনিবার তল্লাশি চালিয়ে সেখানে সন্দেহজনক কিছু মেলেনি বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এ দিন বিকেলে ওই তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসে ফোন করে এক ব্যক্তি বলেন, ওই বহুতলে বোমা রয়েছে। এর জেরেই আতঙ্ক ছড়ায়। |
মহিলার দেহ উদ্ধার কুদঘাটে |
কুদঘাটে শনিবার এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম মঞ্জিরা চন্দ্র (৪৫)। বাড়ি রিজেন্ট পার্ক এলাকায়। এ দিন বিকেল ৪টে নাগাদ স্থানীয় ইটপুকুর থেকে ওই দেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের খবর, দেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারাই থানায় খবর দেন। খবর যায় ওই মহিলার বাড়িতেও। পরে তাঁর পরিবারের সদস্যেরা এসে তাঁর দেহটি শণাক্ত করেন। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। |