টুকরো খবর
কর প্রস্তাব নিয়ে সব পরামর্শ খতিয়ে দেখবেন প্রণব
বাজেটে উল্লিখিত কর প্রস্তাবগুলি নিয়ে বিভিন্ন মহল থেকে আসা পরামর্শ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। শনিবার ক্যালকাটা চেম্বার অফ কমার্স আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। ভোডাফোনের ব্যাপারে প্রণববাবু বলেন, “আয়কর আইনে সংশোধন ১৯৬১ থেকে করার প্রস্তাব করা হলেও এটা মনে করার কোনও কারণ নেই যে, ফয়সালা হয়ে যাওয়া সমস্ত পুরনো মামলাই ফের শুর করা হবে।” কী ধরনের আর্থিক এবং রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তিনি এ বারের বাজেট পেশ করেছেন, এ দিন তা ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, “বাজেট সংসদে পাশ করাতে হবে। তাই সংসদের বর্তমান অবস্থার কথা মাথায় রেখেই কোনও নাটকীয় প্রস্তাব আনা থেকে বিরত থেকেছি।” পণ্য-পরিষেবা কর শীঘ্রই চালু করা প্রসঙ্গে তিনি বলেন, “এই ব্যবস্থায় পণ্য এবং পরিষেবা করের মধ্যে সমন্বয় আনতে হবে। তাই পরিষেবা কর এবং উপাদন শুল্ক দুটিই ২% করে বাড়ানো হয়েছে।”

এয়ার ইন্ডিয়ার আর্থিক পুনর্গঠন পরিকল্পনায় সায়
এয়ার ইন্ডিয়াকে চাঙ্গা করতে আর্থিক পুনর্গঠন পরিকল্পনায় সায় দিল ঋণদাতা ব্যাঙ্কগুলির জোট। এসবিআইয়ের নেতৃত্বে ১৯টি ব্যাঙ্কের এই কনসোর্টিয়াম বা জোটের সঙ্গে চারটি চুক্তিতে সই করেছে সংস্থা। সংশ্লিষ্ট সূত্রে খবর, সংস্থাকে বাড়তি মূলধন জোগানোর ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন আসার পরেই পুনর্গঠন প্রকল্প কার্যকর করা হবে। ব্যাঙ্কগুলির সঙ্গে চুক্তির মধ্যে অন্যতম, এয়ার ইন্ডিয়ার ১০,৫০০ কোটি টাকার কার্যকরী মূলধনকে দীর্ঘ মেয়াদি ঋণে রূপান্তরিত করা। এ জন্য বার্ষিক সুদ দিতে হবে ১১%।

ব্যবসা সম্প্রসারণে
ব্যবসা বাড়াতে বাজারে নয়া পণ্য আনার কথা জানাল ওয়ার্লপুল। সংস্থার দাবি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, এয়ার কন্ডিশনার, জলশোধক, ‘নিও আই চিল’ এবং ‘আইস ম্যাজিক’ ব্র্যান্ডের রেফ্রিজারেটর এবং রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম এনেছে তারা। দেড় বছরের মধ্যে রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনের সিংহভাগ বাজার দখলই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংস্থা।

বিমান জ্বালানির দাম বাড়ল
বিমান জ্বালানির দাম ৩% বাড়ল। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, মধ্যরাত্রি থেকে দিল্লিতে দাম বেড়ে হল কিলোলিটারে ৬৭,৮০০.৩০ টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.