অভিনেত্রীকে অপহরণ ও খুনের অভিযোগ উঠল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দোস্ত মহম্মদ খোসা ও তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে। স্বপ্না তথা জেবা খান নামে ওই অভিনেত্রীর বাবা মিসাল খান জানান, গত বছরের ২২ জুন স্বপ্নাকে খোসার বাড়িতে পৌঁছে দিয়েছিল তাঁর ছেলে। এর পর থেকেই স্বপ্নার হদিস মিলছে না। লাহৌর হাইকোর্টের নির্দেশে আজ পুলিশ খোসার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মিসালের দাবি, ২০১০-এর জুনে খোসা তাঁর মেয়েকে বিয়ে করেন। তাঁদের একটি মেয়েও রয়েছে।
|
আজ, রবিবার নির্বাচন মায়ানমারে। এই প্রথম নির্বাচনে লড়তে চলেছেন আউং সান সু চি। সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বারবার গ্রেফতার হয়েছেন তিনি। বহু বছর নজরবন্দি রাখা সত্ত্বেও দমানো যায়নি। কাওমু কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন নোবেলজয়ী সু চি। তাঁর মুখ আঁকা টি-শার্ট পরে সারা দেশে এখন ঘুরছেন অসংখ্য তরুণ-তরুণী। সু চির জয়ের ব্যাপারে এক রকম নিশ্চিত তাঁর দলের কর্মী ও সমর্থকরা। |