স্কুলেরই এক প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দশ বছর কারাদণ্ড হল প্রধান শিক্ষকের। ২০০৪ সালের ৩০ নভেম্বর বর্ধমানের কালনায় দেবীপুর গ্রামে জয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছিল। অশোক রায় ওরফে কাজল নামে ওই প্রধান শিক্ষক বর্তমানে অবসরপ্রাপ্ত। শনিবার বর্ধমান আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল তাঁকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, এবং ১০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ শুনিয়েছেন।
মামলার সরকারি আইনজীবী সদন তা বলেন, “ঘটনার দিনই বালিকার বাবা কালনা থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন। তাতে বলা হয়েছিল, পড়ানোর নাম করে দুপুর সাড়ে ১২টা নাগাদ স্কুলেরই একটি ঘরে মেয়েটিকে নিয়ে যান প্রধান শিক্ষক। পরে ডাক্তারি পরীক্ষায় প্রমাণ হয়, ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল।” ২০০৪ সালের ১ ডিসেম্বর অশোকবাবু গ্রেফতার হন। আড়াই মাস জেল হাজতে থাকার পরে তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, গত ২ নভেম্বর ওই ছাত্রীর বিচারকের কাছে দেওয়া গোপন জবানবন্দি এবং ডাক্তারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। নাবালিকা আদালতকে জানিয়েছে, প্রধান শিক্ষক আগেও দু’তিন বার তার সঙ্গে এমন কাণ্ড করেছেন। সাজাপ্রাপ্তের আইনজীবী কাশীনাথ তা অবশ্য বলেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আমার মক্কেল উচ্চ আদালতে আপিল করবেন।” |