সরকারি হারে মজুরি দেওয়ার দাবি-সহ কয়েক দফা দাবিতে রঘুনাথপুর মহকুমা হাসপাতালের সামনে অবস্থান-বিক্ষোভ ও রিলে অনশন শুরু করেছেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার থেকে মহকুমা হাসপাতালের সামনে ‘সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকা কর্মী ঐক্য কেন্দ্র’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি হয়েছে। তাতে যোগ দিয়েছেন হাসপাতালের ৩০ জন অস্থায়ী কর্মী। সংগঠনের স্থানীয় নেতা বিদ্যুৎ চৌধুরীর অভিযোগ, হাসপাতালের অস্থায়ী কর্মীরা দৈনিক ন্যূনতম ৩০ টাকা থেকে ১০০ টাকা মজুরি পান। অথচ সরকারি নির্ধারিত মজুরির হার অনেক বেশি। সংগঠনের আরও দাবি, অস্থায়ী কর্মীদের সপ্তাহে একদিন সবেতন ছুটি দিতে হবে ও নিয়োগের সময়ে অভিজ্ঞতার ভিত্তিতে অস্থায়ী কর্মীদেরকেই নিয়োগে অগ্রাধিকার দিতে হবে। বিদ্যুৎবাবু বলেন, “আমরা নিজেদের কাজ করার পরেই এই কর্মসূচিতে যোগ দিয়েছি। আমাদের দাবি হাসপাতালের সুপারকে জানানো হয়েছে।” রঘুনাথপুর মহকুমা হাসপাতালের সুপার সুভাষচন্দ্র ঘাঁটা বলেন, “অস্থায়ী কর্মীরা তাঁদের কাজ করেই আন্দোলন করছেন। ওঁদের দাবি মেটানোর বিষয়ে সংশ্লিষ্ট মহল ও আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।”
|
স্বাস্থ্যকেন্দ্রে সর্বক্ষণের চিকিৎসক থাকা-সহ একগুচ্ছ দাবিতে সিপিআই (এমএল)-র নেতৃত্বে মঙ্গলবার পাণ্ডবেশ্বর থেকে মহকুমাশাসক (দুর্গাপুর)-এর কার্যালয় পর্যন্ত সাইকেল মিছিল করলেন বাসিন্দারা। বিক্ষোভ দেখানোর পরে মহকুমাশাসকের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। সিপিআই (এমএল)-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়, পাণ্ডবেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই। ৩৬ গন্ডা থেকে ডিভিসি মোড় পর্যন্ত ৮কিলোমিটার রাস্তা বেহাল। কেন্দা পঞ্চায়েত-সহ বিস্তীর্ণ এলাকায় পরিশ্রুত জল সরবরাহের ব্যবস্থা নেই। কেন্দা পঞ্চায়েত এলাকায় রাস্তায় আলো না থাকায় সন্ধ্যার পরে যাতায়াতে অসুবিধা হয়। জামুড়িয়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদ শূন্য। মহকুমাশাসক আয়েষা রানি এ জানান, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
স্বাস্থ্যপরীক্ষার তালিকা থেকে বাদ আমরি |
প্রতি বছরের শেষে রাজ্যের আইএএস এবং আইপিএস অফিসারদের স্বাস্থ্যপরীক্ষা আবশ্যিক করেছে রাজ্য সরকার। সরকারি বা বেসরকারি কোন কোন হাসপাতালে ওই পরীক্ষা করা যাবে, তার একটা তালিকাও নির্দিষ্ট আছে। সোমবার এক নির্দেশ জারি করে সরকার সেই তালিকা থেকে এএমআরআই (আমরি)-এর নাম বাদ দিয়েছে। ই-মেলের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। মহাকরণ সূত্রের খবর, ১৫টা হাসপাতালের নাম ছিল ওই তালিকায়। অফিসারেরা ১৯০০ টাকার বিনিময়ে স্বাস্থ্য পরীক্ষা করাতেন সেখানে। পরে সরকার ওই টাকা ফেরত দিয়ে দিত। রাজ্য প্রশাসনের একাংশের বক্তব্য, “ঢাকুরিয়ায় আমরি-র অগ্নিকাণ্ডে ৯৩ জনের মৃত্যুর ঘটনায় সরকার মামলা করেছে হাসপাতাল-কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে অফিসারেরা ওই হাসপাতালের পরিষেবা নিক, এটা সরকার চাইছে না।”
|
দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির পক্ষ থেকে সম্প্রতি দু’টি বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও অস্ত্রোপচার শিবির আয়োজিত হল। সংস্থার সম্পাদক কাজল রায় জানান, মোট ৩২ জনের চোখে অস্ত্রোপচার করানো হয়। |