অশোকনগর ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব ১৭ নক-আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কল্যাণী মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি। রবিবার অশোকনগর স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে তারা হারিয়ে দেয় স্থানীয় দয়াল দাশগুপ্ত মেমোরিয়াল ক্রিকেট অ্যাকাডেমিকে। টসে জিতে কল্যাণী মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ৩০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২১৬ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন সৌপ্তিক বিশ্বাস। জবাবে ব্যাট করতে নেমে ২১ ওভার ৫ বলে ১০৩ রানে অল-আউট হয়ে যায় দয়াল দাশগুপ্ত মেমোরিয়াল ক্রিকেট অ্যাকাডেমি। কল্যাণীর দলটির হয়ে সৌপ্তিক ২টি উইকেট পান। তিনিই ম্যান অব দ্য ম্যাচ হন। প্রতিযোগিতায় ৮টি দল সামিল হয়েছিল। ম্যান অব দ্য টুর্নামেন্ট রানার্স দলের প্রসেনজিৎ দাস। তিনি মোট ১১৬ রান করেন। ৮টি উইকেট নেন। খেলা দেখতে বহু মানুষ ভিড় করেন। ছবি: শান্তনু হালদার।
|
বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহকুমা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল উজ্জ্বল সঙ্ঘ। খেলাঘর ময়দানে সম্প্রতি এই প্রতিযোগিতায় লিগের শীর্ষস্থান নির্ণয়ের ম্যাচে উজ্জ্বল সঙ্ঘ স্ট্রেট সেটে সহযাত্রী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উজ্জ্বল সঙ্ঘের পিণ্টু মণ্ডল প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। |