চলতি মাস থেকেই সোম থেকে শুক্র, ৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত যাত্রীরা এই পরিষেবা পাবেন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এর জন্য বাড়তি ৩৪টি ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পরে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি বি মূর্তি এই খবর জানিয়ে বলেন, “সপ্তাহে পাঁচ দিনই টানা ১১ ঘণ্টা যাত্রীরা ৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন। এর ফলে ভিড় কিছুটা হলেও এড়ানো যাবে।” নতুন ব্যবস্থায় ট্রেনের সংখ্যা ২৩৬ থেকে বাড়িয়ে ২৭০-এ নিয়ে যাওয়া হচ্ছে। মূর্তি বলেন, “মেট্রোর স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার কাজও প্রায় শেষের পথে।” যাত্রীদের জন্য এ দিন আরও একটি সুখবর দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর ছ’নম্বর এসি রেকটি নোয়াপাড়া টার্মিনালে চলে এসেছে। আগামী তিন সপ্তাহের মধ্যেই সেটিকে লাইনে নামানো হবে। বাকি সাতটি এসি রেক-ও তামিলনাড়ুর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে ধাপে ধাপে চলে আসবে বলে মূর্তি জানিয়েছেন। তিনি বলেন, “আরও ১৪টি এসি রেক কেনার জন্য এ বছর জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে দরপত্র ছাড়া হয়েছে।”
|
প্রত্যেক ব্যবসায়ীকে তাঁর বরাদ্দ জায়গা দিয়েই হাতিবাগান বাজার গড়তে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী চান ওই বাজার পুনরায় গড়ে উঠুক। সব ব্যবসায়ীকে বরাদ্দ জায়গা দিয়ে মালিকপক্ষ বাজার পুনর্গঠন করতে চাইলে পুরসভা সব রকম সাহায্য করবে।” মালিকপক্ষ রাজি না হলে সরকার বাজার অধিগ্রহণের চিন্তা করবে বলে পুরমন্ত্রক সূত্রের খবর। এ দিনই বিকেলে ফের আগুন লাগে ওই বাজারের ফলপট্টিতে। গ্যাস কাটার দিয়ে বিপজ্জনক অংশ ভাঙতে গিয়েই বিপত্তি বলে জানায় পুলিশ। অন্য দিকে, পুরসভার নির্দেশ অগ্রাহ্য করে সকাল থেকে মাছ ও সব্জি বিক্রি শুরু করেন কিছু ব্যবসায়ী। পুরসভা সূত্রের খবর, বারণ সত্ত্বেও ব্যবসা চালু করায় ভাঙার কাজ ব্যাহত হয়। পুরসভার তরফে তাঁদের সতর্ক করা হয়। বিপজ্জনক কাঠামো না সরানো পর্যন্ত নিরাপত্তার কারণে ব্যবসা বন্ধ রাখতে পুলিশকেও চিঠি দিয়েছে পুরসভা। এ দিকে, এ দিনও নন্দরাম মার্কেটের ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া নিয়ে পুরসভায় আলোচনা হয়। মেয়র বলেন, “দীর্ঘদিন ধরে ওঁদের লাইসেন্স দেওয়া আটকে আছে। সোমবার দমকল, সিইএসসি ও পুলিশের একটি দল ফের নন্দরাম পরিদর্শন করেন। ওই রিপোর্ট দেখে এ সপ্তাহের মধ্যেই ফয়সালা করা হবে।” যদিও দমকল সূত্রে খবর, “পুরো কাজ এখনও হয়নি।”
|
নোনাডাঙায় নতুন করে যাঁরা যত্রতত্র জমি দখল করে আছেন, তাঁদের ক্ষেত্রে উচ্ছেদ প্রক্রিয়া চলবে। কিন্তু পুরনোদের ক্ষেত্রে তা প্রয়োগ হবে না। মঙ্গলবার বিধাননগর উন্নয়ন ভবনে এ কথা জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এ দিন নোনাডাঙার অধিবাসীদের এক প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে উচ্ছেদ স্থগিতের আবেদন জানান। পুরমন্ত্রী বলেন, “ওখানে গরিব মানুষের জন্য বাড়ি বানাবে রাজ্য। ফলে যত্রতত্র জমি দখল মানা যাবে না। নোনাডাঙার প্রতিনিধিদের জানিয়ে দিয়েছি।”
|
আগাম বিজ্ঞপ্তি না দিয়ে বিধাননগর পুরভবনে আয়কর আধিকারিকদের ‘হানা’ অন্যায় বলে দাবি করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার উন্নয়ন ভবনে এ কথা বলেন তিনি। গত সপ্তাহে আয়কর আধিকারিকেরা বিধাননগর পুরসভায় যান। এটিকে আয়কর দফতরের অভিযান বলতে নারাজ পুরমন্ত্রী। তিনি বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আয়কর দফতরের আধিকারিকেরা পুরভবনে খোঁজ নিতে পারেন, কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিতে হবে। রাতে হানা দিয়ে অন্যায় করেছেন তাঁরা।”
|
বরাহনগরের এমএমকে রোডে মঙ্গলবার রাতে নিজের ঘর থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম গরিমা ঘোষ (১৬)। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, কমার্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল গরিমার। কিন্তু প্রয়োজনীয় নম্বর না-থাকায় সে কমার্স পড়তে পারছিল। সেই কারণে মেয়েটি আত্মহত্যা করেছে বলেই মনে করছে পুলিশ। |