টুকরো খবর
পরিচারিকার কাজে ঢুকে চুরি, ধৃত তিন
পরিচারিকার কাজ নিয়ে বাড়িতে ঢুকত ‘দুঃস্থ’ মহিলা। তার পর এক দিন বাড়ির দামি জিনিসপত্র হাতিয়ে চম্পট দিত সে। বেশ কয়েক দিন ধরেই হাওড়া শহরের বিভিন্ন এলাকা থেকে এমন অভিযোগ আসছিল পুলিশের কাছে। শনিবার জগাছা থেকে পুলিশের হাতে ধরা পড়ল তিন মহিলা। পুলিশের দাবি, গৌরী সাউ, শেফালী মাইতি এবং দীপা চক্রবর্তী নামে ওই তিন মহিলাই বিভিন্ন বাড়িতে পরিচারিকা হয়ে ঢুকে চুরি করত। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনায়। এদের পিছনে কোনও বড় চক্র রয়েছে বলে মনে করছে পুলিশ। কয়েক দিন আগে জগাছার মহিয়াড়ি রোডের বাসিন্দা কমলচন্দ্র কুমারের বাড়িতে পরিচারিকার কাজ নিয়েছিল গৌরী। এ দিন সকালে সে শেফালী ও দীপাকে ওই বাড়িতে এনে ‘দিদি’ বলে পরিচয় দিয়ে এক দিন থাকতে দেওয়ার অনুরোধ করে। গৃহকর্ত্রী তা মেনেও নেন। গৃহকর্ত্রী যখন কাজে ব্যস্ত ছিলেন, তখন ওই তিন জন আলমারি খুলে টাকা-পয়সা, সোনার গয়না ও একটি মোবাইল চুরি করে পালায়। গৃহকর্ত্রীর রামরাজাতলা রেল স্টেশন থেকে পুলিশ ওই তিন জনকে ধরে ফেলে। উদ্ধার হয় চুরি যাওয়া সব জিনিস। ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

বকেয়হার ছিনতাই, গুলিবিদ্ধ যুবক
ছিনতাইবাজদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক যুবক। শনিবার সন্ধ্যায় বারুইপুরের পালপাড়ায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আহত যুবকের নাম পরিতোষ মণ্ডল। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এ দিন সন্ধ্যায় পালপাড়ায় শঙ্করী পাল নামে এক মহিলার হার ছিনতাই করে মোটরবাইক চেপে আসা তিন দুষ্কৃতী। হার নিয়ে পালানোর সময় স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করলে দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তারই একটি এসে লাগে পরিতোষের কোমরে। শঙ্করীদেবী বলেন, “ডাক্তার দেখিয়ে তখন বাড়ির কাছাকাছি পৌঁছেছি। তিন যুবক মোটরবাইক নিয়ে গেটের কাছেই দাঁড়িয়েছিল। আচমকা তাদের একজন এসে গলা থেকে হার ছিনিয়ে নেয়।” পুলিশ সূত্রের খবর, ছিনতাইয়ের ঘটনাটি বারুইপুর থানার অন্তর্গত এলাকায় ঘটলেও গুলি চলেছে সোনারপুর এলাকায়। জেলা পুলিশের এক কর্তা জানান, ঘটনার তদন্ত করবে সোনারপুর থানাই।

ভদ্রেশ্বরে অনাস্থা
দলেরই কাউন্সিলরদের একাংশের আনা অনাস্থা নিয়ে ভোটের পরেও তৃণমূল পরিচালনাধীন ভদ্রেশ্বর পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে ‘ধন্দ’ কাটল না। ২২ সদস্যের পুরসভার এক তৃণমূল কাউন্সিলর সম্প্রতি মারা যান। এ দিনের অনাস্থায় বামফ্রন্টের দু’জন অনুপস্থিত ছিলেন। অনাস্থার পক্ষে ১০ এবং বিপক্ষে ৯টি ভোট পড়ে। এক পক্ষের বক্তব্য, ‘একই পরিস্থিতি’তে চাঁপদানি পুরসভার একটি পুরনো মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী, মোট কাউন্সিলরদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যে পক্ষে থাকবেন, পুর-বোর্ড তাঁরাই চালাবেন। সেক্ষেত্রে অনাস্থার দিন অনুপস্থিত কাউন্সিলরেরাও বিবেচিত হবেন। অন্য পক্ষের মত, অনাস্থায় জেতা মানে তাঁরাই সংখ্যাগরিষ্ঠ। জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা বলেন, “অনাস্থা ভোটের ফল সংক্রান্ত পুরো বিষয়টি রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে জানানো হবে। তাদের নির্দেশ অনুয়ায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।”

ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ধৃত শিক্ষক
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার পিয়ালি-নতুন পল্লি গ্রামের ঘটনা। ধৃতের নাম প্রমোদ প্রসাদ। তিনিও ওই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী প্রমোদবাবুর বাড়িতে পড়তে যায়। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে প্রমোদবাবু শিক্ষক ছাত্রীকে শারীরিক নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন চলে আসেন। প্রমোদবাবু পালাতে গেলে গ্রামবাসীরা তাঁকে ধরে ফেলেন। নেড়া করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রমোদবাবুকে গ্রেফতার করে।

‘বড়মা’র কাছে মুকুল
বনগাঁয় মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের নামে প্রস্তাবিত রেলের স্টেডিয়ামের কাজ শীঘ্রই শুরু হবে বলে আশ্বাস দিলেন রেলমন্ত্রী মুকুল রায়। মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বীণাপাণিদেবীর (বড়মা) কাছ থেকে আশীর্বাদ নিতে শনিবার গাইঘাটার ঠাকুরনগরে আসেন তিনি। মুকুলবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশেই এসেছি। মানুষকে বুঝিয়ে, তাঁদের সঙ্গে নিয়ে শীঘ্রই স্টেডিয়ামের কাজ শুরু হবে।” ২০১০ সালে শিলান্যাস হওয়া প্রকল্পের কাজ কয়েকটি পরিবারের পুনর্বাসন সংক্রান্ত জটিলতায় থমকে রয়েছে বলে রেল সূত্রের খবর। এ ব্যাপারে সিপিএমের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন মুকুলবাবু। সিপিএম অভিযোগ উড়িয়ে দিয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। জখম ৩ জন। হাওড়ার উলুবেড়িয়ায় দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে। দুর্ঘটনায় পাঁচলা মোড়ের কাছে মুম্বই রোডে গাড়ির সঙ্গে লরির সংঘর্ষে মৃত্যু হয় গাড়ির আরোহী শাহানারা বেগমের (২৪)। জখম হয় দু’টি শিশু-সহ তিন জন। পুলিশ জানিয়েছে, হতাহতেরা সকলেই উত্তর ২৪ পরগনার বারাসতের ন’পাড়ার বাসিন্দা। গাড়িটি দিঘা থেকে ফিরছিল। উলুবেড়িয়াতেই সকালে পাঁচলা-বাউড়িয়া রোডে লরির ধাক্কায় মৃত্যু হয় গণেশ দাস (৩৮) নামে এক সাইকেল আরোহীর। তিনি ওই এলাকারই বাসিন্দা।

বকেয়া মেটানোর দাবিতে অবরোধ
বকেয়া বেতন মেটানো-সহ কয়েকটি দাবিতে বি টি রোড অবরোধ করলেন ‘ডাকব্যাগ কমর্চারী সমিতি’র সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ পানিহাটি এলাকায় বেঙ্গল কেমিক্যালের কাছে অবরোধ শুরু হয়। অবরোধে প্রায় ৬০ জন সামিল হন। মিনিট পঁয়তাল্লিশ অবরোধ চলে। পুলিশকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কথা বললে অবরোধ উঠে যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.