নামের তালিকা দিলেন হাতিবাগানের ব্যবসায়ীরা
নিজস্ব সংবাদদাতা |
হাতিবাগান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ১১৫০ জন ব্যবসায়ীর নামের তালিকা জমা পড়ল পুলিশের কাছে। শুক্রবার ওই বাজারের ব্যবসায়ী সমিতি তালিকাটি তৈরি করেছে। তালিকায় ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে ৬৫ কোটি টাকা। যদিও তাঁরা আদৌ ক্ষতিপূরণ পাবেন কি না, সে ব্যাপারে শনিবার কলকাতা পুর কর্তৃপক্ষ নিশ্চিত কিছু জানাতে পারেননি। শ্যামপুকুর থানায় তালিকা জমা দেওয়ার খবর পেয়ে ওই বাজারের ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেয়েছিলেন। যদিও পুলিশ সূত্রের খবর, ডায়েরি করতে এ সব তথ্য প্রয়োজন হয়। সে কারণেই ওই তালিকা করতে বলা হয়েছিল। যদিও ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে এ দিনও আশাবাদী বাজারের ব্যবসায়ীরা। তাঁদের একটাই বক্তব্য, “মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টি মানবিকতার সঙ্গে ভাবা হবে।” এ ব্যাপারে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “বাজারটি গড়তে পুরসভা ওঁদের পাশে আছে।” তবে পুরসভা ওই বাজার গড়ে দেবে কি না, সে বিষয়টি পরিষ্কার করে কেউই বলতে পারেননি। এ দিন সকাল থেকেই বাজারের ভেতর থেকে পোড়া মালপত্র বের করার কাজ চলেছে। সাফাই অভিযানের পাশাপাশি চলে বিল্ডিংয়ের বিপজ্জনক অংশ ভাঙার কাজও। এ দিকে, কলকাতার বাজার গুলিতে অগ্নি সুরক্ষা বিধি নিয়ে পুরসভায় একটি বৈঠক হয়। সেখানে দমকলমন্ত্রী জাভেদ আহমেদ খান, মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ পুলিশ, সিইএসসি-র পদস্থ অফিসারেরা উপস্থিত ছিলেন। |
হকার উচ্ছেদ নিয়ে শনিবার গোলমাল বাধল পাটুলি বাজার এলাকায়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ‘বেআইনি’ হকার সমস্যা রয়েছে। এ দিন দুপুরে অভিযান চালাতে গেলে ওই এলাকার হকারেরা বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের বচসাও হয়। পরে ৪১ জন হকারকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের খবর, দক্ষিণ শহরতলির সংযোজিত এলাকা কলকাতা পুলিশের আওতায় আসার পর থেকেই ওই এলাকায় হকার-রাজ নিয়ে অভিযোগ জমা পড়ছিল। যেখানে-সেখানে মালপত্র নিয়ে বসে পড়ায় সংযোজিত এলাকায় যান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছিল। এর আগে কয়েক বার উঠিয়ে দেওয়া হলেও ফের হকাররা রাস্তার ধারে দোকান সাজিয়ে বসে পড়েছিলেন বলে পুলিশের দাবি। |
প্রয়াত হলেন সাংবাদিক প্রতাপকুমার রায়। বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার রাতে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। শনিবার বেলা সাড়ে ১০টা নাগাদ কলকাতার এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী রুবি রায় ও দুই বিবাহিতা কন্যাকে রেখে গিয়েছেন তিনি। প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী প্রতাপবাবু তাঁর কর্মজীবনে বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। এক সময় তিনি আজকাল পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। এ ছাড়া, ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি, অডিট ব্যুরো অব সার্কুলেশন, সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সর্বোচ্চ পদেও ছিলেন তিনি। |