দারিদ্রসীমার নতুন সংজ্ঞা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু দেশে দরিদ্র মানুষের সংখ্যা যে কমছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। দারিদ্রের নয়া পরিসংখ্যান নিয়ে দেশ জোড়া বিতর্কের মধ্যে এমনই দাবি করলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়া। শনিবার তিনি বলেন, দারিদ্রসীমার যে মাপকাঠি নির্ধারণ করা হয়েছে, তা নিয়ে হয়তো প্রশ্ন উঠেছে। যদি দেশের মানুষ মনে করেন যে, দারিদিরসীমা আরও উপরে হওয়া উচিত, তা হলে অবশ্যই তা করতে পারি আমরা। কিন্তু তা বলে কেউ কেউ যে বলছেন, দেশে গরিব মানুষের সংখ্যা কমেনি, সেই দাবি সম্পূর্ণ ভুল। যে মাপকাঠির ভিত্তিতেই হিসাব করা হোক না কেন, দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমা নিয়ে কোনও সন্দেহ নেই।
|
স্বর্ণশিল্পের উপর প্রস্তাবিত শুল্ক না বাড়ানোর আর্জি জানিয়ে শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে সংসদেও তৃণমূল বিষয়টি নিয়ে সরব হবে বলে পার্থবাবু জানিয়েছেন। শনিবার পার্থবাবু বলেন, “কেন্দ্রীয় বাজেটে স্বর্ণশিল্পের উপর শুল্ক বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা পুনর্বিবেচনার জন্য প্রণববাবুর কাছে অনুরোধ করেছি। না হলে ক্ষুদ্র ও মাঝারি স্বর্ণশিল্পীরা ক্ষতিগ্রস্ত হবেন।” কেন্দ্রীয় বাজেটে স্বর্ণশিল্পের উপর অতিরিক্ত শুল্কের ঘোষণার পরেই রাজ্যে ধর্মঘট শুরু করেন বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ীরা। পার্থবাবুর কথায়, “শুক্রবার স্বর্ণশিল্প বাঁচাও কমিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। আপাতত ধর্মঘট তুলে নিয়েছেন তাঁরা। তবে বিষয়টি ফের কেন্দ্রের নজরে আনতে রেলমন্ত্রী মুকুল রায় ও লোকসভায় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে।” |