চিনের মতো দেশকে দাবিয়ে রাখা সম্ভব নয়। ভারত চিন ও আমেরিকা, দু’দেশের সঙ্গেই ভাল সম্পর্ক রাখতে চায়। দক্ষিণ কোরিয়ায় পরমাণু নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সম্মেলনে যোগ দিতে আজ সোলে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী।
ওই সম্মেলনে হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চিনের প্রেসিডেন্ট হু জিনতাও। সম্প্রতি কয়েকটি ঘটনায় চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ধাক্কা খেয়েছিল। ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আমেরিকা চিনকে কিছুটা চাপে রাখতে চায় বলেও ধারণা কোনও কোনও শিবিরের। কিন্তু, স্পষ্টতই কূটনীতিতে ভারসাম্য বজায় রাখতে চায় ভারত।
জঙ্গিদের হাতে পরমাণু অস্ত্র ও প্রযুক্তি পৌঁছনো রুখতে কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নিয়ে আলোচনা হবে সোলের সম্মেলনে। তার আগেই পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতীয় সামরিক বাহিনীর উচ্চপদস্থ অফিসাররা। তাঁদের মতে, পাক প্রশাসনের বহু অফিসার জঙ্গিদের প্রতি সহানুভূতিসম্পন্ন। তাঁরাই জঙ্গিদের হাতে প্রয়োজনীয় অস্ত্র বা প্রযুক্তি তুলে দিতে পারেন। |