ক্যাফের মালিক খুন, সিউড়িতে থানায় বিক্ষোভ |
সিউড়িতে ক্যাফের মালিক খুনের ঘটনায় যুক্ত সন্দেহে যে সাত জনকে আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদের পরে তাদের ছেড়ে দেওয়া হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ দিকে শুক্রবার আটকদের ছেড়ে দেওয়ার দাবিতে এ দিন তাদের পড়শি মহিলারা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, চাঁদা আদায়ের নামে কে বা কারা ওই ক্যাফের মালিককে খুন করেছে, পুলিশ তাদেরকে গ্রেফতার করুক। এদেরকে অন্যায় ভাবে আটক বা গ্রেফতার করা চলবে না। তাদের ছেড়ে দেওয়া হয়। শুক্রবার জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষ হলেই ছড়ে দেওয়া হবে। তবে ওই খুনের ঘটনার তদন্ত চলছে।” প্রসঙ্গত, বুধবার রাত পৌনে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে প্রতুল চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে কে বা কারা কাফের মধে খুন করেছে। তাঁর পরিবার পুলিশের কাছে দাবি করেছিলেন, মঙ্গলবার রাতে কয়েক জন প্রতুলবাবুর কাছে চাঁদা চাইতে এসেছিল। তাঁদের দাবি মতো তিনি চাঁদা দিতে রাজি হননি। সেই কারণে চাঁদা আদায়কারীরা তাঁকে খুন করেছে। ডিআইজি (বর্ধমান রেঞ্জ) বাসব তালুকদার বলেন, “ময়না তদন্তের রিপোর্ট হাতে পাইনি। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে। পুলিশ তদন্ত করছে।”
|
১৫ কেজি গাঁজা ও দু’টি বাইক-সহ দু’জন যুবককে ধরল ইলামবাজার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ পরে ওই দলের আরও এক সদস্যকেও ধরেছে। দুবরাজপুর থানার খোসমহম্মদপুরের বাসিন্দা গোলাপজাম শেখ, হীরাপুর থানার বিশ্বরূপ দে এবং রাজেন শ্রীবাস্তবকে পুলিশ বাইক ও মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগে আটক করেছে। এসপি হৃষিকেশ মিনা বলেন, “আটক যুবকদের বিরুদ্ধে গাড়ি চুরি-সহ নানা অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে গাড়ি পাচার চক্রের সঙ্গে এদের যোগ রয়েছে।” পুলিশ সূত্রে খবর, বাইক চুরি এবং মাদক দ্রব্য পাচার রুখতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ওই দলে রয়েছেন ইলামবাজার থানার ওসি ত্রিদিব প্রামাণিকও। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ইলামবাজার চেকপোস্ট এলাকা থেকে দুই বাইক চালককে আটকায় পুলিশ। তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা মেলে। পরে জিজ্ঞাসাবাদে অন্য জনকে ধরা হয়। পুলিশ বাইক দু’টি আটক করেছে। ওই যুবকদের বিরুদ্ধে বিভিন্ন এলাকা থেকে বাইক চুরির অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
|
মদ খাওয়া নিয়ে বচসা, খুন যুবক |
মদ খাওয়া নিয়ে কথা কাটাকাটি এবং বচসার জেরে খুন হলেন এক আদিবাসী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুকল হাঁসদা (৪০)। বৃহস্পতিবার রাতে বোলপুর থানার ইতোন্ডা গ্রামের ঘটনা। শুক্রবার বোলপুর মহকুমা হাসপাতালে দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ইটভাটার শ্রমিক শুকল হাঁসদা বোলপুর থানার ইতোন্ডা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে ইটভাটার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ইতোন্ডা গ্রামের পাশে একটি ভাটিতে শুকল মদ খেতে ঢোকেন বলে জানা গিয়েছে। মদ খাওয়ার সময় তার সঙ্গে কিছু লোকের বিতণ্ডা হয়। অভিযোগ, স্থানীয় ওই লোকেরাই শুকলকে লাঠি, রড দিয়ে পিটিয়ে খুন করে। রাতে ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। মৃতের পরিবার খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
|
ভাঙলা কাঁদরের উপরে সেতুর দাবিতে চলা আমরণ অনশন তুলে নিলেন আন্দোলনকারীরা। অনশনকারী রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা গোপালপুর গ্রামের বাসিন্দা বিনোদ মণ্ডল, অনুপম পাণ্ডেরা বলেন, “জেলা প্রশাসনের কাছ থেকে লিখিত ভাবে সেতু নির্মাণের প্রতিশ্রুতি পাওয়ার পরে শুক্রবার আমরা অনশন তুলে নিয়েছি। ৬ মাসের মধ্যে সেতু নির্মাণে কোনও পদক্ষেপ দেখা না গেলে ফের বৃহত্তর আন্দোলনে নামব।” প্রসঙ্গত, সেতুর দাবিতে মাড়গ্রাম থানার দুনিগ্রাম পঞ্চায়েতের সাতটি গ্রামের ১৮ জন বাসিন্দা রামপুরহাট ২ ব্লক অফিসের সামনে রাস্তার ধারে অনশন শুরু করেছিলেন। অনশন চলাকালীন কয়েক জন অসুস্থ হয়ে পড়েছিলেন। শুক্রবার কংগ্রেস বিধায়ক অসিত মালের প্রতিনিধি মহম্মদ সফিউদ্দিন বিধায়কের পাঠানো বার্তা অনশনকারীদের পড়ে শোনান। তাতে আগামী ৬ মাসের মধ্যে সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। এ দিন সকালে রামপুরহাট ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ২ ব্লকের বিডিও সোমা সাউ, পঞ্চায়েত সমিতির সভাপতি সুপর্ণা কোনাই-সহ আরও অনেকে ঠান্টা জল, ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করান। |