নতুন বাসরুটে যুক্ত হল পাহাড় ও জঙ্গলমহল। শিলিগুড়ি থেকে ঝাড়গ্রাম বাস-সার্ভিস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)। শুক্রবার বিকেল তিনটেয় শিলিগুড়ি ডিপো থেকে প্রথম বাসটি ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দেয়। ঝাড়গ্রামের বলরামডিহির পৌর ময়দান থেকে থেকে শিলিগুড়িগামী বাসটি ছাড়বে আজ, শনিবার বিকেলে। এনবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর সি মুরুগন জানিয়েছেন, ঝাড়গ্রাম ও শিলিগুড়ির মধ্যে নিয়মিত চলাচল করবে একজোড়া ডিলাক্স বাস। প্রতিদিন বিকেল তিনটেয় ঝাড়গ্রাম ও শিলিগুড়ি থেকে দু’টি বাস ছাড়বে। ৭০৫ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে সময় লাগবে সাড়ে ১৭ ঘন্টা। |
ঝাড়গ্রাম-শিলিগুড়ির ভাড়া ৩০৫ টাকা। এ দিন শিলিগুড়িতে আনুষ্ঠানিক ভাবে ঝাড়গ্রামগামী বাসটির যাত্রা শুরু করান এনবিএসটিসি-র শিলিগুড়ির ডিভিশনাল ম্যানেজার উত্তম গণ। ইসলামপুর, রায়গঞ্জ, মালদহ, মোড়গ্রাম, দুর্গাপুর, বাঁকুড়া ও শিলদা হয়ে আজ, শনিবার সকাল সাড়ে ৮ টায় বাসটির ঝাড়গ্রামে পৌঁছনোর কথা। প্রথম দিন ৩৫ আসন বিশিষ্ট ডিলাক্স বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। তবে এঁদের কেউই ঝাড়গ্রাম যাবেন না। ৬ জন যাবেন দুর্গাপুর, ৪ জন বাঁকুড়া। বাকিরা উত্তরবঙ্গেরই বিভিন্ন এলাকার যাত্রী বলে এনবিএসটিসি সূত্রে জানানো হয়েছে। |