সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে। পুলিশ জানিয়েছে, মৃত শোভন যশ (২০) নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিএসসি(অনার্স)-র প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি বর্ধমান শহরের শ্রীপল্লিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে শোভন ও তাঁর পাঁচ বন্ধু মিশন থেকে বকখালি বেড়াতে আসেন। একটি হোটেলে ওঠেন ওই ৬ জন। দুপুর সাড়ে ১২টা নাগাদ চার জন সমুদ্রে স্নান করতে যান। তাঁদের মধ্যে শোভনও ছিলেন। চারজনের মধ্যে সাঁতার জানতেন তীথর্ঙ্কর গুণ নামে এক ছাত্র। তীর্থঙ্কর এ দিন পুলিশকে জানান, তাঁরা সকলেই একসঙ্গে সমুদ্রে নেমেছিলেন। হঠাৎই চোরাবালিতে তাঁরা তলিয়ে যেতে থাকেন। |
সাঁতার জানা থাকায় কোনওমতে নিজেকে সামলে বাকিদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু বাকি দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও শোভনকে দেখতে পাননি। স্থানীয় লোকজনই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় খবর দেন। স্থানীয় বাসিন্দা কৌশিক মণ্ডল বলেন, “পুলিশ এবং আমরা কয়েকজন মিলে খোঁজাখুঁজি শুরু করি। পুলিশ জানায়, ঘণ্টা দুয়েক পরে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে শোভনের দেহ উদ্ধার হয়। বন্ধুরাই তাঁকে শনাক্ত করেন। অন্য ছাত্ররা পুলিশকে জানিয়েছেন, তাঁরা সকলেই বাড়িতে এবং মিশনকে জানিয়েই বককালিতে বেড়াতে এসেছিলেন। ফেরার কথা ছিল রবিবার বিকেলে। পুলিশ জানিয়েছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এবং মৃত ছাত্রের বাড়িতে খবর পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। |