|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
দুর্বল কাজে অভিঘাত গড়ে ওঠেনি |
বিশ্বভারতীর ‘কলাভবন’ দৃশ্যকলার আধুনিকতার ইতিহাসে এক আলোকিত অধ্যায়কে বিস্তৃত করেছে। ‘নন্দন শান্তিনিকেতন’ সংস্থার উদ্যোগে অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল কলাভবনের প্রাক্তনী ৪৯ জন চিত্রী ও ভাস্করের কাজ নিয়ে সম্মেলক প্রদর্শনী। শিল্পীদের মধ্যে প্রবীণতম সুখময় মিত্র (প্রয়াত)। অন্যান্য শিল্পীদের মধ্যে মৌমিতা সরকার, দীনকর কৌশিক, সুখেন গঙ্গোপাধ্যায়, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, তপন মিত্র, ইন্দ্রাণী সাঁধুখান প্রমুখ শিল্পীর ছবি প্রদর্শনীকে বর্ণময় করেছে। কিন্তু সুষ্ঠু পরিকল্পনার অভাবে ও কিছু দুর্বল কাজের জন্য প্রদর্শনীটি যথেষ্ট অভিঘাত সৃষ্টি করতে পারেনি। |
|
প্রদর্শনী
চলছে
কৌশিক হল: ‘কালারস অব স্প্রিং’ আজ শেষ।
ফরচুন পার্ক: ‘সকল রসের ধারা’ কাল শেষ।
বিড়লা অ্যাকাডেমি:
রতন দাস, গৌতম দে প্রমুখ কাল শেষ।
মলয়চন্দন, বরুণ প্রমুখ কাল শেষ।
অ্যাকাডেমি: ‘তুলিকলম’ ২৭ মার্চ পর্যন্ত।
চয়ন রায়, প্রাণগোপাল ঘোষ ২৭ মার্চ পর্যন্ত।
শেখর দাস, অঞ্জন সেনগুপ্ত প্রমুখ ২৭ মার্চ পর্যন্ত।
অর্ণব, সারথি প্রমুখ ২৭ মার্চ পর্যন্ত।
হ্যারিংটন স্ট্রিট: সমীর রায়, তাপস বিশ্বাস প্রমুখ ৩০ মার্চ পর্যন্ত।
সৃজনী আর্ট গ্যালারি: সন্দীপ চৌধুরী ৩১ মার্চ পর্যন্ত। |
|
|
|
|
|