পালানোর চেষ্টা করছেন
হাওড়ায় ছুরিবিদ্ধ প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা |
হাওড়া স্টেশনে ছুরিকাহত সুবোধ রায় শুক্রবারও হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তি ঘুম ভাঙলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই তাঁকে ঘুমের ওষুধ দিয়ে রাখা হচ্ছে। তবে এরই মধ্যে রেল পুলিশ তাঁকে জেরার চেষ্টা চালায়। কিন্তু সুবোধবাবুর অসংলগ্ন কথাবার্তার জন্য কোনও সিদ্ধান্তে আসতে পারেনি পুলিশ। সুবোধবাবু পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে তিনি হাওড়া বাসস্ট্যান্ড থেকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এসেছিলেন। তার পর তিনি হাওড়া স্টেশনে ঢোকেন। কিন্তু ঠিক কখন, কোথায় তাঁকে ছুরি মারা হয়, সেই প্রশ্ন করলেই তিনি চুপ করে যাচ্ছেন। হাওড়ার রেল পুলিশ সুপার মিলনকান্তি দাস বলেন, “ওই ব্যক্তির বাড়ির লোক আসার কথা ছিল। এখনও আসেননি। ওঁরা এলে অনেক কিছু পরিষ্কার হতে পারে। তবে একটা ব্যাপার নিশ্চিত, ওই ব্যক্তি চূড়ান্ত মাদকাসক্ত।” সুবোধবাবুর ছুরিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তাঁর দুই ছেলে বিপ্লব ও বাদল শুক্রবার হাওড়ার উদ্দেশে রওনা হয়েছেন। বাদল বলেন, “গ্রামের লোকজনের সঙ্গে ঠাকুরনগরে মেলায় গিয়েছিলেন বাবা। বৃহস্পতিবার সকালে গ্রামের সবাই ফিরেছেন। বাবা ফেরেননি। দুপুরে বাবাকে ফোন করি। তখন বাবা ‘আমি খুব বিপদে আছি’ বলে লাইন কেটে দেন। তার পরে অনেকক্ষণ ফোন ধরেননি।” গাজল থানার সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জামডাঙ্গা গ্রামের বাসিন্দা সুবোধবাবু পেশায় দিনমজুর। প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পরে প্রায় ২০ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন তিনি। ইন্দিরা আবাস যোজনায় পাওয়া একটি ঘরই সম্বল। দীর্ঘদিন ধরে তিনি রোগে ভুগছেন। তাঁর একটি হাতও অসাড় হয়ে গিয়েছে। প্রথম পক্ষের দুই মেয়ে ও এক ছেলে। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। গাজল থানার ওসি সঞ্জয় ঘোষ জানান, সুবোধবাবুর বিরুদ্ধে জেলায় কোনও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ নেই। |
গুরু নানকের নামে অ্যাকাডেমি হবে শহরে। শুক্রবার শহিদ ভগত সিংহের মৃত্যুদিন উপলক্ষে মহাকরণে এক অনুষ্ঠানে তা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কলকাতার বিভিন্ন গুরুদ্বার থেকে শিখ প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। মুখ্যমন্ত্রী জানান, শহরে ভগত সিংহের স্মৃতিসৌধও হবে। রাজারহাটে জমির খোঁজ চলছে। মুখ্যমন্ত্রী বলেন, “ওই অ্যাকাডেমিতে শহিদদের নিয়ে গবেষণার চিন্তাভাবনা চলছে।” শিখ সম্প্রদায়ের প্রতিনিধি দলজিন্দর সিংহের দাবি, স্বাধীনতার পরে এই প্রথম তাঁদের মহাকরণের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল। তিনি জানান, বালিগঞ্জে এক প্রোমোটার তাঁদের শতবর্ষ পুরনো গুরুদ্বারের কিছু জমি দখলের চেষ্টা করছেন। এই অভিযোগও তাঁরা মুখ্যমন্ত্রীকে জানান। |
টেস্টে পাশ করানোর দাবিতে পথ অবরোধ করে গ্রেফতার হলেন পাঁচ ছাত্রী। শুক্রবার দুপুরে বিধান সরণিতে অবরোধ চলে। পরে তাঁরা জামিনে মুক্তি পান। পুলিশ জানায়, সকাল থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিদ্যাসাগর কলেজ ফর উইমেন। অভিযোগ, কলেজে ভাঙচুর ছাড়াও শিক্ষকদের হাজিরা খাতা ছেঁড়া হয়। অধ্যক্ষা শম্পা গুহ বলেন, “পার্ট ওয়ানের টেস্টে ফেল করায় ৯০ জনকে আটকানোর সিদ্ধান্ত হলে ছাত্রীরা ঘেরাও করে। পুলিশ আমাদের বার করে। শুনেছি, কলেজে ভাঙচুর হয়। কারা করেছে জানি না।” তৃণমূল ছাত্র পরিষদের জেলা সম্পাদক শঙ্কুদেব পণ্ডার অভিযোগ, এটি এসএফআই-এর কাজ। এসএফআই-এর জেলা সম্পাদক অভিষেক মিত্র বলেন, “এই ঘটনায় এসএফআই-এর ভূমিকা ছিল না।” |
উন্নয়ন ভবন চত্বরে ঝুপড়িতে আগুন |
সল্টলেকে উন্নয়ন ভবন চত্বরের একটি ঝুপড়িতে শুক্রবার রাতে আগুন লাগে। দমকল জানায়, রাত ১১টা নাগাদ খবর পেয়ে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহতের খবর নেই। দমকল সূত্রের খবর, ওই ঘরে রান্না করা হত। সেখান থেকেই কোনও ভাবে আগুন লেগেছিল। |