নরওয়ে-কাণ্ডে নয়া সিদ্ধান্ত
নিজস্ব সংবাদদাতা • লন্ডন |
প্রবাসী বাঙালি দম্পতি অনুরূপ ও সাগরিকা তাঁদের দুই সন্তানকে অরুণাভাসের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে আনন্দবাজারকে জানিয়েছেন তাঁদের আইনজীবী। এ বিষয়ে ভারতীয় দূতাবাসেও কথা বলেছেন তাঁরা। ভারত সরকার তাঁদের এই লড়াইয়ে পাশে দাঁড়াবে, এই আশাও প্রকাশ করেন অনুরূপদের আইনজীবী। কূটনৈতিক পথে ওই দম্পতির সন্তান অভিজ্ঞান ও ঐশ্বর্যাকে ভারতে ফেরানোর কাজ এগিয়েছিল। কিন্তু, অনুরূপ ও সাগরিকার মধ্যেই সমস্যা ও বিবাদের জেরে অনিশ্চিত হয়ে পড়ে বিষয়টি। এমনকী শিশু দু’টিকে তাদের কাকা অরুণাভাসের হাতে তুলে দিতেও রাজি হয়নি নরওয়ে। স্ট্যাভানগের শহরে শিশু কল্যাণ সমিতির তত্ত্বাবধানে রয়েছে অভিজ্ঞান-ঐশ্বর্যা। পুরসভার আধিকারিক টমাস বোরে ওলসেন জানান, নতুন করে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।
|
|
শান্তির বার্তা। আফগানিস্তানে মাজার-ই-শরিফে এএফপি-র ছবি।
|
|
ম্যাঞ্চেস্টারে রানি দ্বিতীয় এলিজাবেথ। শুক্রবার রয়টার্সের ছবি। |
|