এ বার আইএসসি, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলের ভিত্তিতেই স্নাতক স্তরে ভর্তির পথ খুলে দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে স্নাতক পর্যায়ের পঠনপাঠনের জন্য আইএসসি, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে।
এত দিন আন্তর্জাতিক স্কুলের ডিগ্রি (‘এ-লেভেল’ এবং ‘ইন্টারন্যাশনাল বাকা লরিয়েট’) কিংবা ‘স্যাট’-এর নম্বরের ভিত্তিতে অক্সফোর্ডে পড়ার জন্য আবেদন করা যেত। এখন তার সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাতেও ভর্তির জন্য আবেদন করা যাবে। ২০১৩ সাল থেকেই তাঁরা এই নতুন নিয়ম চালু করছেন বলে শুক্রবার খড়্গপুর আইআইটি-র এক অনুষ্ঠানে জানান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যান্ড্রু হ্যামিল্টন।
অক্সফোর্ডের উপাচার্য ভারতে এসেছেন আরও বেশি ভারতীয় ছাত্রকে তাঁর বিশ্ববিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করতে। ইতিমধ্যেই তিনি মুম্বই ও দিল্লির কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এ দিন খড়্গপুর আইআইটি-র হীরক জয়ন্তী উপলক্ষে বক্তৃতা দেন হ্যামিল্টন। আজ, শনিবার তিনি কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যাবেন। হ্যামিল্টন এ দিন বলেন, “কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনায় বসব। প্রেসিডেন্সির ছাত্রছাত্রী, প্রাক্তনীদের সঙ্গেও দেখা করব।” অক্সফোর্ডে ছাত্র ভর্তির দায়িত্বে থাকা কয়েক জন আধিকারিকও তাঁর সঙ্গে এসেছেন বলে জানান উপাচার্য। ভর্তি সম্পর্কে পড়ুয়াদের কোনও প্রশ্ন থাকলে ওই আধিকারিকেরা তার উত্তর দেবেন।
ভারতের জাতীয় স্তরের এই সব বোর্ড (আইএসসি, সিবিএসই)-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে তাঁরা যে যথেষ্ট
অ্যান্ড্রু হ্যামিল্টন |
গুরুত্ব দিচ্ছেন, অক্সফোর্ডের উপাচার্য এ দিন তা স্পষ্ট করে দেন। অক্সফোর্ডে পড়াশোনার জন্য এশিয়ার খুব কম দেশেরই স্কুল বোর্ডকে এই মর্যাদা দেওয়া হয়েছে। হ্যামিল্টন জানান, এই ব্যাপারে পর্যালোচনার জন্য ২০১১ সালে একটি কমিটি গড়া হয়েছিল। কমিটি বিষয়টি খতিয়ে দেখে জানায়, ভারতের এই দু’টি বোর্ডের পরীক্ষায় যাঁরা ৯০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হচ্ছেন, তাঁদের মানের সঙ্গে অক্সফোর্ডের তুলনা চলতে পারে। সেই রিপোর্টের ভিত্তিতেই অক্সফোর্ড আগামী বছর স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে। এর ফল কী হল, তিন বছর পরে ফের তা নিয়ে পর্যালোচনা হবে। হ্যামিল্টন বলেন, “কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, কিংস কলেজ-সহ বেশ কিছু নামী কলেজ ইতিমধ্যেই কোনও কোনও বিষয়ে ভারতের ওই দু’টি বোর্ড থেকে স্নাতক স্তরে ছাত্রছাত্রী নিতে শুরু করেছে। এ বার সেই পথে হাঁটবে অক্সফোর্ডও। আইএসসি, সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে ৯০ শতাংশ প্রাপকেরা অক্সফোর্ডে স্নাতক স্তরের সব বিষয়েই ভর্তির জন্য আবেদন জানাতে পারবেন।”
উপাচার্য জানান, অন্য দেশ থেকে অক্সফোর্ডে পড়তে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যার বিচারে ভারতের স্থান ষষ্ঠ। এ বছরের অক্টোবর থেকেই আইএসসি কিংবা সিবিএসই-তে ৯০ শতাংশ নম্বর পেয়ে পাশ করা ছাত্রছাত্রীরা তাঁদের আবেদনপত্র পাঠাতে পারবেন অক্সফোর্ডে। তার পরে ওই বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় পাশ করলেই ছাত্রছাত্রীরা সেখানে পড়ার সুযোগ পাবেন।
হ্যামিল্টন জানান, বিজ্ঞান বিভাগের যে-সব বিষয়ে আলাদা প্রবেশিকার ব্যবস্থা নেই, সে-ক্ষেত্রে বোর্ডের পরীক্ষায় পাওয়া ৯০ শতাংশ নম্বরের সঙ্গে আইআইটি-র প্রবেশিকা পরীক্ষার নম্বরকেও গুরুত্ব দেবেন তাঁরা। তিনি বলেন, “অক্সফোর্ডের ৯০০ বছরের ঐতিহ্য বজায় রাখার জন্য সব দেশ থেকেই ভাল মানের ছাত্রছাত্রী নিতে আমরা উৎসাহী। তা ছাড়া ভারতীয় পঠনপাঠনের মান যথেষ্ট উন্নত হয়েছে বলে মনে করছি আমরা।” |