শিশু নিগ্রহের মামলায় প্রশ্ন তুলল শিশুকল্যাণ সমিতি |
শিশু নিগ্রহে কেন জামিনযোগ্য ধারায় মামলা হল, তা নিয়ে পুলিশের কাছে রিপোর্ট চাইল শিশুকল্যাণ সমিতি। ১১ মার্চ নর্দার্ন অ্যাভিনিউয়ের একটি বাড়ি থেকে গুরুতর জখম অবস্থায় ঋষিব্রত মল্লিক (৬) নামে এক শিশুকে উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ ছিল, শিশুটির মা, প্রিয়াঙ্কা মল্লিকই তাকে মারধর করেন। প্রিয়াঙ্কা গ্রেফতার হন। কিন্তু জামিনযোগ্য ধারায় মামলা থাকায় ১২ মার্চ থেকে জামিনে মুক্তি পান তিনি। তাই বুধবার শিশুকল্যাণ সমিতির সদস্যেরা পুলিশের কাছে জানতে চান, কেন প্রিয়াঙ্কার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হল না? পুলিশ জানায়, দীর্ঘ দিন অত্যাচার সহ্য করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়া শিশুটিকে এক স্বেচ্ছাসেবী সংস্থার হেফাজতে রাখার নির্দেশ দেয় শিশুকল্যাণ সমিতি। এ দিন তাকে সমিতির অফিসে আনা হয়। তার দায়িত্ব নিতে চেয়ে আসেন বাবা শ্যামল মল্লিক ও দাদু প্রদ্যোৎ হালদার। কিন্তু কাউকেই শিশুর দায়িত্ব দেওয়া হয়নি। সমিতির সদস্যেরা জানান, শিশুটি এখনও আতঙ্ক কাটিয়ে ওঠেনি। তার মা হাজির না হওয়ায় তাঁর হেফাজত নিয়েও জটিলতা রয়েছে। তাই ৬ এপ্রিল ফের শিশুটিকে সমিতির সামনে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
|
কেটারারকর্মী সেজে বিয়েবাড়ি থেকে গয়নার ব্যাগ চুরি করে পালানো এক দুষ্কৃতী গ্রেফতার হল। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন বুধবার জানান, ধৃতের নাম প্রদীপ হালদার ওরফে ভোম্বল। চুরি যাওয়া গয়নাও মিলেছে। পুলিশ জানায়, ২৯ ফেব্রুয়ারি গয়নার ব্যাগটি চুরি হয়। অন্য দিকে, গড়িয়াহাটের এক বাড়ি থেকে গয়না ও টেপ রেকর্ডার চুরির ঘটনায় সেন্টু হালদার নামে এক যুবক গ্রেফতার হল। পুলিশ জানায়, তার কাছে চুরি যাওয়া জিনিসও মিলেছে।
|
নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত নন, এমন শিক্ষক-শিক্ষিকারাও ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নের কাজ করায় ও এসএফআই সমর্থকদের ‘মদত’ দেওয়ায় অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদের একটি দল। বুধবার সকালে, রামমোহন কলেজে। সাড়ে ১০টা থেকে পৌনে ১টা পর্যন্ত অধ্যক্ষ শাশ্বতী দাশগুপ্ত-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাকে ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। কর্তৃপক্ষের ‘নিরপেক্ষ নির্বাচনের’ আশ্বাসে ঘেরাও ওঠে। ওই কলেজের ছাত্র সংসদ নির্বাচন ৫ এপ্রিল। আগামী বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। শাশ্বতীদেবী বলেন, “আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ। তা সত্ত্বেও একদল পড়ুয়া কিছু অভিযোগে বিক্ষোভ দেখায়। ওদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে।”
|
লেকটাউন থানা এলাকায় একটি নির্মীয়মাণ আবাসনের নিরাপত্তারক্ষী খুনের ঘটনায় তিন জন গ্রেফতার হল। বুধবার, ঘুঁটিয়ারিশরিফ থেকে। ধৃতদের নাম সেলিম মোল্লা, করিম মোল্লা ও সুরজিৎ দাস। পুলিশের দাবি, দুষ্কৃতীরা জেরায় খুনের কথা স্বীকার করেছে। মঙ্গলবার রাতে আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন শ্যামল খান ও বুদ্ধদেব দে। তখন জনা তিনেক দুষ্কৃতী হামলা চালায়। রাতে মৃত্যু হয় শ্যামলের। পুলিশ জেনেছে, প্রোমোটারের থেকে তোলা আদায়ের জন্য তিন দুষ্কৃতী এসেছিল।
|
শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ভূমিমন্ত্রী তথা সিপিএম বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা। কয়েক দিন ধরেই অসুস্থ তিনি। তার মধ্যে বুধবার সকালে দলীয় বৈঠকে যান। পরে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর পরীক্ষা করাতে যান। সেখানে তাঁর অবস্থা দেখে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এর আগে এসএসকেএমে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল রেজ্জাকের।
|
এক মহিলার ঝুলন্ত দেহ মিলল। মঙ্গলবার, কালিকাপুরের ইস্ট এন্ড রোডের একটি বাড়ি থেকে। মৃতার নাম শিপ্রা পাল (৫২)। পুলিশ জানায়, কোনও সুইসাইড নোট মেলেনি। |