শুভ সংখ্যা: ৩, ৫ ও ৯। শুভ দিন: বুধ, শুক্র ও শনি। শুভ রং: সাদা, ছাই ও সবুজ। শুভ রত্ন:হিরে, পান্না ও পীত পোখরাজ।
স্বাস্থ্য ভালই থাকবে। গুরুজনের রোগভোগ নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সুনজরে পড়বেন। পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। স্বনিযুক্তেরা ঋণ শোধের সুযোগ পাবেন। অপ্রিয় সত্য প্রকাশ করে কোনও মতেই শত্রু বাড়াবেন না। চাটুকার ও ঋণগ্রহীতা থেকে দূরে থাকুন। ব্যবসায় আশানুরূপ অগ্রগতি। ব্যবসা সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তা পাবেন। প্রিয়জনের উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। দাম্পত্য সম্প্রীতি বজায় থাকবে।
সতর্ক থাকুন
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
ছিটেফোঁটা। সারাদিন জ্বরের রুগীর মত গরমের ঝোঁকে ছট্ফট্ কলকাতার শুকনো গরম শরীরে মঙ্গলবার সন্ধ্যের পর কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছিল। কিন্তু মাটি ভেজাবার আগেই সেই জলের ফোঁটা শুকিয়ে গেল। অথচ আবহাওয়া অফিস এই আশ্বাস দিয়েছিলেন বিকেলে হয়তো ‘উদ্দাম উল্লাসে’ কালবৈশাখী দেখা দেবে, বজ্র পড়বে, বৃষ্টি হবে। সূর্যাস্তের সময় অবশ্য পশ্চিম আকাশে মেঘ দেখা দিয়েছিল। কিন্তু ঝড় ওঠেনি। অবশেষে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটায় উঠেছিল এলোমেলো হাওয়া আর টুপ টুপ করে কিছু বৃষ্টির ফোঁটা। এরপর মেঘের দল বিদায় নিল। দেখা দিল পূর্ণিমার ভরা চাঁদ।
-আনন্দবাজার পত্রিকা, ২১ মার্চ ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.