দেবজ্যোতি কর্মকার সম্পাদিত দর্পণ সাহিত্য পত্রিকার ২৬ তম সংখ্যা প্রকাশিত হয়েছে। গত রবিবার করিমপুর বাজার ব্যবসায়ি সমিতির হলঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই পত্রিকার সাম্প্রতিক জীবনানন্দ সংখ্যা প্রকাশ হয়। এবারের সংখ্যায় কলকাতা-সহ বিভিন্ন জেলার কবি ও লেখকদের ২৩টি কবিতা ও ৯টি প্রবন্ধ রয়েছে। ওই অনুষ্ঠানে ছিল স্বরচিত কবিতা পাঠের আসর ও জীবনানন্দের উপরে আলোচনা। ছিল করিমপুরের মালঞ্চ সংস্থার শিল্পীদের সঙ্গীত।
|
বহরমপুর থেকে প্রকাশিত সৈয়দ খালেদ নৌমান সম্পাদিত অর্কেস্ট্রা কবিতা পত্রিকার বইমেলা সংখ্যা প্রকাশিত হয়েছে। ২১ বর্ষ তৃতীয় ওই সংখ্যায় দুই বাংলার ৭৭ জন প্রবীণ ও তরুণ কবির কবিতা ছাড়াও রয়েছে ৯টি ভিন্ন স্বাদের প্রবন্ধ।
|
সম্প্রতি প্রকাশিত হয়েছে দেবাশিস ঠাকুরের ‘গসপেল’ নামে ছোট গল্পের সংকলন। অন্য ধারার ওই সংকলনে রয়েছে সাতটি ছোট গল্প। প্রতিটি গল্পে নতুন ভাষার প্রয়োগ করেছেন।
|
বহরমপুর বইমেলায় প্রকাশিত হয়েছে সুশান্ত বিশ্বাসের লেখা ‘মুর্শিদাবাদের কারুশিল্প’ গ্রন্থটি। ব্যক্তি জীবনে তিনি কারুশিল্পীও। নারকেল ছোবড়া দিয়ে অপরূপ শিল্পসৃষ্টির জন্য রাজ্য ও জেলা স্তরে শিল্প দফতর থেকে তাঁকে পুরস্কৃতও করা হয়েছে। ওই শিল্পকর্মে জড়িত থাকার জন্য জেলার বিভিন্ন কারুশিল্প সম্বন্ধে গভীর ভাবে তিনি জেনেছেন এবং শিল্পীদের সঙ্গেও পরিচিত হয়েছেন। সেই অন্তরঙ্গ অভিজ্ঞতার আলোকে সৃষ্টি ওই গ্রন্থ।
|
আগামী ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে সেমিনার ও নাটক মঞ্চস্থ হবে যুগাগ্নির মহলা কক্ষে। সেমিনারের বিষয়‘বর্তমান সময়ে গ্রুপ থিয়েটার’। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ফরাক্কা নাট্যাঙ্গনের পরিচালক কুনাল চক্রবর্তী। অভিনীত হবে দেবাশিস সান্যালের পরিচালনায় যুগাগ্নির নাটক ‘দলছুট’।
|
মুর্শিদাবাদ জেলা বার্ষিক সমাবর্তন উৎসবের আয়োজন করে বঙ্গীয় সঙ্গীত পরিষদ সংস্থা। গত ১৮ মার্চ বহরমপুর রবীন্দ্রসদনে ওই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ভাকুড়ি স্বরবাণী সঙ্গীতালয়ের ছাত্রছাত্রীরা। এছাড়াও জেলা সঙ্গীত চর্চার প্রচার ও প্রচারের জন্য প্রকাশকুমার সাহাকে বিশেষ সম্মাননা জানানো হয়। এছাড়াও অরবিন্দ বিশ্বাস স্মৃতি পুরস্কার প্রদান করা হয় দিলীপকুমার রায়চৌধুরীকে।
|