টুকরো খবর |
শহরে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
কেরানিতলায় অবরোধ। নিজস্ব চিত্র। |
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংগঠনের ইউনিট খুলতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন রাজ্য সভাপতি রাহুল রায়। অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজেও সংগঠনের কর্মী-সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন। এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে প্রায় এক ঘণ্টা মেদিনীপুর শহরের কেরানিতলায় পথ অবরোধ করে ছাত্র পরিষদ। অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন পথচলতি সাধারণ মানুষ। ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল অবশ্য বলেন, “বাধ্য হয়েই আমরা অবরোধ করেছি। বিশ্ববিদ্যালয় ও কলেজে-কলেজে কর্মী-সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন। অথচ, পুলিশ-প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করছে না।”
|
বসন্ত উৎসব
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি বসন্ত উৎসব হল খড়্গপুরের বাবুলাইনে। খড়্গপুর ডিভিশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান-আবৃত্তি পরিবেশন করেন সংস্থারই লোকজন। অনুষ্ঠান পরিচালনায় সংস্থার সম্পাদক রতন পাল। সঞ্চালনায় লীনা গোপ ও শ্রীতমা গুপ্ত। উপস্থিত ছিলেন খড়্গপুরের ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ ও তাঁর স্ত্রী মানসীদেবী-সহ রেলের আধিকারিকেরা।
|
বাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গ্রামের একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় সোমবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত ধেড়ুয়ার চুয়াশোলে। খবর পেয়ে মেদিনীপুর থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শুরুতে স্থানীয় গ্রামবাসীরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর আগুন আয়ত্তে আসে। ঠিক কী কারণে ওই বাড়িতে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ। |
|