দুই ইতালীয়ের মুক্তি-আলোচনা শুরুই হল না |
ওড়িশায় অপহৃত দুই ইতালীয় নাগরিকের মুক্তির জন্য গত কালের পর আজও ফের ২৪ ঘণ্টার সময়সীমা ধার্য করা হয়েছে। মাওবাদী এক শীর্ষ নেতা স্থানীয় একটি টিভি চ্যানেলকে এ কথা জানান। তবে, অপহৃত ওই দুই ইতালীয়ের মুক্তির ব্যাপারে বুধবারও কোনও সমাধানসূত্র মেলেনি। মাওবাদীদের দাবি, ওই দুই ইতালীয় নিরাপদেই রয়েছেন।
সোমবার মাওবাদীদের তরফে মধ্যস্থতার জন্য সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য নারায়ণ সান্যাল, মানবাধিকার কর্মী দণ্ডপাণি মহান্তি ও বিশ্বপ্রিয় কানুনগো-র নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু, ওড়িশা সরকার আজ জানায়, মধ্যস্থতাকারী হিসেবে যাবজ্জীবন প্রাপ্ত নারায়ণ সান্যালকে সরকার মানছে না। বিশ্বপ্রিয় কানুনগোও জানান, তিনি আলোচনায় থাকতে চান না। তবে ওই ২ মধ্যস্থতাকারীর বদলে অন্য দু’জনের নামও মাওবাদীদের জানাতে বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ফলে আপাতত ওই দুই ইতালীয়ের মুক্তি নিয়ে আলোচনা এখনও বিশ বাঁও জলে।
কানুনগো আজ জানান, অতীত অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন সরকার এই ধরনের আলোচনায় যথেষ্ট আগ্রহ দেখায় না। তাঁর বক্তব্য, গত বছর ফেব্রুয়ারিতে মালকানগিরির তৎকালীন জেলাশাসক আর ভি কৃষ্ণকে অপহরণের সময় যাঁরা মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন, তাঁদের সরকার যে সব কথা দিয়েছিল, তা পরে রাখা হয়নি। তিনি এ-ও জানান, মধ্যস্থতাকারী হিসেবে তাঁর নাম ঘোষণার আগে, তাঁর সঙ্গে কেউ আলোচনা করেনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মাওবাদীদের দাবি মেনে কোনও বন্দিকে মুক্তি দেওয়া হবে না। তাদের দাবি মতো সার্বিক ভাবে মাওবাদী বিরোধী অভিযানও বন্ধ করা হবে না বলেও মন্ত্রক জানিয়েছে। তবে, ওড়িশার ওই বিশেষ এলাকায় সাময়িক ভাবে অভিযান স্থগিত রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।
রবিবার কন্ধমাল ও গঞ্জাম জেলার সীমানা থেকে বসুকো পাওলো ও ক্লদিও কোলানজেলো নামে দুই ইতালীয়কে অপহরণ করে মাওবাদীরা। ওই দুই বিদেশির মুক্তির শর্ত হিসেবে মাওবাদী অধ্যুষিত অঞ্চলে অভিযান বন্ধ ও তাদের নেতাদের মুক্তি-সহ মোট ১৩টি দাবি জানিয়েছিল তারা। ওই দুই ইতালীয়ের মুক্তির ব্যাপারে কাল মাওবাদীদের তরফে ২৪ ঘণ্টার সময়সীমা ধার্য করা হয়েছিল। আজ ওড়িশার মাওবাদী নেতা সুনীল সব্যসাচী পণ্ডার তরফে একটি অডিও রেকর্ডিং-এ জানানো হয়েছে, অপহৃত ওই দুই ইতালীয় নিরাপদেই রয়েছেন। তাঁদের খাবার ও প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে। এরই মধ্যে এই অপহরণ-কাণ্ড নিয়ে বিধানসভায় আলোচনার জন্য আজ বিরোধী দল কংগ্রেসের তরফে একটি মুলতুবি প্রস্তাব আনা হয়। কিন্তু স্পিকার তা খারিজ করে দেন। |