সুরাহার একটা পথ সবেমাত্র খুলছিল। দীর্ঘ টালবাহানার পর ভারতের বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপে দুই বাঙালি শিশুকে তাদের কাকার হাতে তুলে দিতে রাজি হয়েছিলেন নরওয়ে কর্তৃপক্ষ। ২৩ মার্চ স্ট্যাভেঞ্জার আদালতে এই নিয়ে শুনানিও রয়েছে। এই অবস্থায় হঠাৎ ঘুরে গেল ঘটনাপ্রবাহের মোড়। শিশু দু’টির বাবা অনুরূপ ভট্টাচার্য দাবি করেছেন যে, কেবলমাত্র সংস্কৃতিগত পার্থক্যের জন্যই নরওয়ে কর্তৃপক্ষ তাঁদের শিশুদের সরিয়ে নিয়ে যাননি। বরং তাঁর স্ত্রী সাগরিকারই ‘গুরুতর মানসিক সমস্যা’ রয়েছে। স্ত্রীর সঙ্গে তিনি আইনি বিচ্ছেদ চান বলেও জানিয়েছেন অনুরূপবাবু।
বস্তুত, শুধুমাত্র সংস্কৃতিগত পার্থক্যই প্রবাসী বাঙালি দম্পতির দুই সন্তানকে সরিয়ে আনার একমাত্র কারণ নয় বলে এর আগে যুক্তি দিয়েছিলেন নরওয়ে কর্তৃপক্ষও। ‘গোপনীয়তা’র স্বার্থে এর চেয়ে বেশি কিছু জানাননি তাঁরা। এক সাক্ষাৎকারে অনুরূপবাবু এ সম্পর্কে খুব স্পষ্ট ভাবে কিছু না জানালেও পারিবারিক জটিলতার জন্য স্ত্রীকেই দায়ী করেছেন। তাঁর বক্তব্য, “ও (সাগরিকা) অত্যন্ত ছেলেমানুষ। সংবাদমাধ্যমের নজরে থাকতে থাকতে ওর মাথা ঘুরে গিয়েছে। এত দিন পর্যন্ত পারিবারিক সমস্যা আড়াল করার সব চেষ্টাই করেছি।” অনুরূপবাবু জানান, সোমবার রাতে কিছু বিষয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সময় তাঁকে কার্যত আক্রমণ করেন সাগরিকা। যদিও এই সমস্ত ঘটনা প্রসঙ্গে সাগরিকা কোনও মন্তব্য করেননি।
|
পাকিস্তানে নিষিদ্ধ ‘এজেন্ট বিনোদ’ |
এই শুক্রবারই বিশ্ব জুড়ে সিনেমা হলগুলিতে আসতে চলেছে স্যাফ আলি খান অভিনীত ‘এজেন্ট বিনোদ’। কিন্তু পাকিস্তানে সিনেমাটি দেখানোর অনুমতি দিল না দেশের সেন্সর বোর্ড। পাকিস্তানে সিনেমাটির পরিবেশক আইএমজিসি গ্লোবালের তরফে জানানো হয়েছে, সিনেমাটিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই নিয়ে কয়েকটি দৃশ্য আছে। এই দৃশ্যগুলি নিয়ে আপত্তি তুলেছে পাক সেন্সর বোর্ড। আইএমজিসি গ্লোবালের চেয়ারম্যান আজমেদ রশিদ বলেন, “সিনেমার দৃশ্যগুলিতে আইএসআইকে খাটো করে দেখানো হয়েছে। এটা এই দেশ ও দেশের সংস্কৃতির পক্ষে অপমানজনক। আর সেই কারণেই সিনেমাটি নিষিদ্ধ করেছে সেন্সর বোর্ড।” যদিও পাক সেন্সর বোর্ড ও সরকারের তরফে এ নিয়ে কোনও কথা বলা হয়নি। |