দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে পারবীরহাটা নেতাজি সঙ্ঘ ১০৮ রানে হারিয়েছে গলসি উদয়ন সঙ্ঘকে। প্রথমে নেতাজি নির্ধারিত ২৮ ওভারে ২১১-৬ করে। সাগর বাল্মীকি ৫টি ছয় ও ১৩টি বাউন্ডারির সাহায্যে করেন ১১৬। বিবেক সিংহ করেন ৩৯। গলসির অয়ন কোলে ২৯ রানে ৩ উইকেট দখল করেন। পরে গলসি ২৮ ওভারে ১০৩-৮ করে। রামসপ্তক গঙ্গোপাধ্যায় করেন ৩০। নেতাজির শুভম চট্টোপাধ্যায় ৯ রানে ২টি ও বিবেক সিংহ ১৮ রানে ২ উইকেট দখল করেছেন। সোমবার সুব্রত স্মৃতি সঙ্ঘ ২০৫ রানে হারিয়েছে কল্পতরু সঙ্ঘকে। প্রথমে সুব্রত ৩৫ ওভারে ২৫৪ রান করে। দলের সূর্যেন্দু বসু ৩৬ ও বিকাশ ভার্মা ২৯ রান করেন। শেখ বাপ্পা ৪৩ রানে ৪ উইকেট দখল করেছেন। জবাবে কল্পতরু ২০ ওভারে ৪৯ রান করে। দীপঙ্কর বারুই ২০ রানে তিন উইকেট পান।
|
আন্তঃ ইসিএল টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাঁকোলা এরিয়া। মঙ্গলবার বাঁকোলা মাঠে ফাইনালে কাজোড়া এরিয়াকে ৭ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করে কাজোড়া ৯ উইকেট হারিয়ে ১১৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে জয়ের রান তুলে নেয় বাঁকোলা। ফাইনালের সেরা ও প্রতিযোগিতার সেরা নির্বাচিত হন যথাক্রমে বিজয়ী দলের রাজীব পান্ডে ও কুন্দন পন্ডিত।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল লিগে মঙ্গলবারের খেলায় জয়ী হয় ডিসিআরসি। তারা নেহেরু স্টেডিয়ামের খেলায় ৩-১ সেটে হারায় ওয়ারিয়া বয়েজ ক্লাবকে।
|
দুর্গাপুরে ডিসিসি মাঠে চলছে অনূর্ধ্ব ১৪ ক্রিকেট। ছবি: বিশ্বনাথ মশান। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট লিগে মঙ্গলবারের প্রথম খেলায় ডিসিসি ৭৭ রানে নবদিগন্ত স্পোর্টস অ্যাকাডেমিকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে ডিসিসি ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। অতীত দাস ৮৬ রান করেন। জবাবে ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি তুলতে পারেনি নবদিগন্ত। |