টুকরো খবর |
বৃদ্ধা খুনে ধৃত কিশোর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বৃদ্ধা খুনে ধরা পড়ল এক কিশোর। ধৃত শেখ কাজেম আলি ওরফে বাপির বয়স ১৪। রবিবার সকালে মেদিনীপুর শহর ঘেঁষা হোসনাবাদ থেকে তাকে ধরে পুলিশ। গত ১ মার্চ শহরের জুগনুতলায় বৃদ্ধা গীতারানি রায়কে খুন করে নানা জিনিস লুঠ করে পালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় ধরা পড়েছে ওই কিশোর। তার কাছে সে দিন খোওয়া যাওয়া মোবাইল ও সিমকার্ড পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “ধৃত কিশোরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। শীঘ্রই বাকি অভিযুক্তদের ধরা সম্ভব হবে।” নিহত গীতারানিদেবী তাঁর ছেলেকে নিয়ে জুগনুতলার বাড়িতে থাকতেন। ছেলে ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজের শিক্ষক। তিনি কলেজে যাওয়ার পরেই বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। বিকেলে বাড়ি ফিরে ছেলে দেখেন, মায়ের দেহ পড়ে রয়েছে। বাড়ির সব কিছু লন্ডভন্ড। তদন্তে পুলিশ জানে, রাজমিস্ত্রির কাজ করে এমন একটি দল এই কাজ করেছে। গীতারানিদেবীর বাড়িতে ‘অপারেশন’ চলাকালীন বাপি রাস্তায় দাঁড়িয়ে নজরদারি চালাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। লুঠের মালপত্রও বয়ে নিয়ে যায় সে। রবিবারই ধৃতকে জুভেনাইল আদালতে তোলা হয়।
|
আলোচনায় সেচমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
গোপ কলেজে মানস ভুঁইয়া |
‘মডার্ন ট্রেন্ড ইন লাইফ সায়েন্স’ শীর্ষক এক সেমিনার হল মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে। দু’দিনের সেমিনার শেষ হল রবিবার। শনিবার উদ্বোধনে ছিলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, অধ্যাপক মাধবন নায়ার, তন্ময় ভট্টাচার্য, অধ্যক্ষ উদয়চাঁদ পাল। ইউজিসি’র সহায়তায় ও মহিলা মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের উদ্যোগেই এই সেমিনার। নিজের বক্তব্যে গবেষণায় আরও জোর দেওয়ার কথা বলেন সেচমন্ত্রী। তাঁর পরামর্শ, “দুই মেদিনীপুরের মধ্যে এটিই একমাত্র মহিলা কলেজ। এখানে মহিলা বিশ্ববিদ্যালয় হতে পারে। কর্তৃপক্ষের উচিত, এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে আবেদন রাখা।” অধ্যক্ষ বলেন, “আমরা আগেই মহিলা বিশ্ববিদ্যালয় গড়ার আবেদন রাজ্য সরকারের কাছে রেখেছি। সম্প্রতি বিধানসভার শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কাছে সেই আবেদনপত্র পেশ করা হয়েছে।”
|
ব্লক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নারায়ণগড় ব্লক তৃণমূলের সম্মেলন হল রবিবার। বেলদার এক চালকল চত্বরে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত ভুঁইয়া, রাধাকান্ত মাইতি, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, ব্লক সভাপতি সূর্য অট্ট। রাজ্যে পরিবর্তনের পর নারায়ণগড়ে নানা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। গোষ্ঠী সংঘর্ষ ছাড়াও একাংশ দলীয় কর্মীর বিরুদ্ধে জোর-জুলুমের অভিযোগ উঠেছে। এ দিন সম্মেলনে জেলা নেতৃত্ব জানান, উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করা হবে না।
|
শহরে ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নেহরু যুব কেন্দ্র ও সুভাষ সঙ্ঘ ব্যায়ামাগারের যৌথ উদ্যোগে শনি ও রবিবার ক্রীড়া প্রতিযোগিতা হল মেদিনীপুর কলেজ মাঠে। উদ্বোধন করেন বিধায়ক মৃগেন মাইতি। ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক সুরজিৎ রায়, নেহরু যুব কেন্দ্রের ইউথ কোঅর্ডিনেটর নন্দিতা ভট্টাচার্য। শনিবার ছিল অ্যাথলেটিক মিটে ২৫০ জন যোগ দেন। রবিবার হয় খো-খো, ভলিবল প্রতিযোগিতা। ছিল রিকশা চালক দৌড়। পুরস্কার বিতরণে হাজির ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো।
|
শাস্ত্রীয় সঙ্গীত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘সুর-আকাশ’ সংস্থার উদ্যোগে রবিবার বেলদায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হল। সংস্থার সদস্য প্রদীপ পট্টনায়েক জানান, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা বাড়াতেই স্থানীয় সিনেমা হল চত্বরে এই অনুষ্ঠান।
|
পুকুরে বন্দুক |
কোতয়ালি থানা এলাকার কোলসাণ্ডা থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গ্রামের একটি পুকুরে অস্ত্রটি পড়েছিল। রবিবার সকালে স্নান করার সময় একজনের পায়ে লাগে বন্দুকটি। খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ এসে বন্দুকটি উদ্ধার করে।
|
কোথায় কী |
সোমবার
আলোচনাসভা। ইউজিসি-র সহায়তায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের উদ্যোগে আলোচনাসভা।
বিষয়: জনকবি নার্গাজুন। রাধাকৃষ্ণন হলে। সকাল ১১টায়। উদ্বোধক: উপার্চায রঞ্জন চক্রবর্তী। |
|