|
|
|
|
বিনোদন |
জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
|
জুরি বোর্ডের সিদ্ধান্তে হতাশ অসম
রাজীবাক্ষ রক্ষিত • গুয়াহাটি |
|
আবার ‘বিতর্কে’ মাজুলি ও সঞ্জয় ঘোষ। মাজুলিতে এসে সঞ্জয় ঘোষের নিখোঁজ হয়ে যাওয়ার প্রেক্ষিতকে ঘিরেই বিদ্যুৎ কটকি তৈরি করেছিলেন ‘এখন নেদেখা নদীর হিপারে’। অসমিয়া ছবি। কিন্তু কেন্দ্রীয় জুরি বোর্ড ছবিটিকে অসমিয়া বলে মানতে নারাজ। কারণ ছবিটিতে কিছু কিছু হিন্দি সংলাপের ব্যবহার, ছবির প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে চিত্রগ্রহণ হয়েছে মাজুলি কিংবা অসমের বাইরে, মুম্বইয়ে। আর এই নিয়েই বিতর্কে সরগরম অসম। ক্ষুব্ধ পরিচালকের প্রশ্ন, “ছবির গুণমান নিয়ে আপত্তি জানিয়ে বাতিল করা হলে মেনে নিতাম, কিন্তু জুরিরা যে যুক্তি দিয়েছেন তা মানা যায় না। সেন্সর বোর্ড যাকে অসমিয়া ছবি হিসাবে গণ্য করেছে, জুরিরা তাকে নস্যাৎ করেন কী ভাবে?”
কেন্দ্রীয় জুরি বোর্ডের সদস্য হীরেন বোরা জানান, তিনটি অসমিয়া ছবি পুরস্কারের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ‘বাকর পুতেক’ ও ‘সমীরণ বরুয়া আহি আছে’ প্রথম পর্যায়েই বাতিল হয়ে যায়। টিঁকে থাকে বিদ্যুৎ কটকির ছবি, ‘এখন নেদেখা নদীর হিপারে’। কিন্তু কেন্দ্রীয় জুরিরা দাবি করেন, ছবিটি অসমিয়া ছবি নয়। যদিও অসমিয়া জুরি সদস্য স্পষ্টই জানিয়েছিলেন, ছবিটি অবশ্যই অসমিয়া।
এনএফডিসি প্রযোজিত এই ছবিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। মাজুলিতে এসে সমাজকর্মী সঞ্জয় ঘোষের নিখোঁজ হয়ে যাওয়ার প্রেক্ষিতে তৈরি হওয়া ছবিটি দ্বিভাষিক। মূল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় সুরি, বিদিতা বাগ, প্রীতি জাঙ্ঘিয়ানি, রাজ জুৎসি, ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
পরিচালক জানান, ডাবিং নয় দুটি ভাষায় ছবিটি শুটিং করা হয়েছিল। তৈরি হওয়ার পরে প্রায় দু’বছর কেটে গেলেও ছবিটি মুক্তি পায়নি। ছবিটির অসমিয়া সংস্করণ পুরস্কারের জন্য পাঠানো হয়। কিন্তু জুরি বোডের্র দাবি, ছবিতে বহু হিন্দি সংলাপ ব্যবহৃত হয়েছে। মাজুলির পাশাপাশি, মুম্বইয়েও শু্যটিং করা হয়েছে। পরিচালক বিদ্যুৎবাবু বলেন, “গল্পের ও চরিত্রদের প্রয়োজনেই কিছু হিন্দি সংলাপ রাখা হয়েছিল। শু্যটিং করতে হয়েছে মুম্বইয়ে। আজকাল হামেশাই বলিউডের ছবির বিদেশে শু্যটিং হচ্ছে, ইংরাজি সংলাপ ব্যবহৃত হচ্ছে, তা বলে কী হিন্দি ছবি ইংরাজি ছবি হিসাবে গণ্য হবে!”
অসমিয়া চিত্র পরিচালক জহ্নু বরুয়া বলেন, “অবশ্যই এটি অসমিয়া ছবি। কিছু হিন্দি সংলাপ ব্যবহার হলেই তা হিন্দি ছবি হয় না বা আঞ্চলিক চরিত্র হারিয়ে ফেলে না।” সমালোচক উৎপল বরপুজারির যুক্তি:, ভিন্ন ভাষা ব্যবহার হওয়ায় অসমিয়া ছবিটি বাতিল হলে, ইংরাজি, কন্নড়, বাংলা, কাশ্মীরি ভাষা ব্যবহৃত হওয়া ‘আই অ্যাম’ কোন যুক্তিতে সেরা হিন্দি ছবি হয়? ছবিতে এক গাঁধীবাদীর চরিত্রে অভিনয় করা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘‘ছবিটির প্লট, ভিত্তি, ভাষা অসমিয়া। কোন যুক্তিতে জুরিরা এটিকে অসমিয়া নয় বললেন, তা বুঝতে পারছি না।” নায়িকা বিদিতা বাগের কথায়, “ছবিটি নিয়ে যা চলছে তাতে বিরক্ত লাগছে। আমরা যথেষ্ট কষ্ট করে, আবেগ দিয়ে ছবিটি বানিয়েছি। অদ্ভুত যুক্তি দিয়ে অসমকে বঞ্চিত করা হল।”
|
|
|
কুস্তির আখড়া নয়, একটি নির্মীয়মাণ বাংলা ছবির শুটিংয়ের মহড়া। আছেন পরিচালক
সুমন মুখোপাধ্যায়। রবিবার ভোরে, গঙ্গার জগন্নাথ ঘাটে। ছবি: অশোক মজুমদার |
|
|
|
|
|