ডলারকে রুখতে এককাট্টা টাকা-ইয়েন
টাকার দাম পড়ার প্রবণতা রুখতে এ বার জাপানি দাওয়াই!
আগামী কাল দু’দিনের ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিকো নোডা। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, দু’দেশের মধ্যে মুদ্রা বিনিময় চুক্তি হতে চলেছে। এই চুক্তির ফলে ভারত এবং জাপান বাণিজ্যিক বিনিময়ের সময়ে একে অন্যের মুদ্রা গ্রহণ করতে পারবে। আন্তর্জাতিক বাজারে টাকার দাম পড়ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে টাকায় ডলারের মূল্য। ফলে জাপানের সঙ্গে আমদানি-রফতানির ক্ষেত্রে ডলারের দাম ভারতীয় টাকায় যতই বাড়ুক না কেন, তা অগ্রাহ্য করে জাপানের মুদ্রা ইয়েনের সঙ্গে টাকার বিনিময় মূল্যকেই এখন বেশি গুরুত্ব দেওয়া হবে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, আগের দুই লেনদেনের দিনের পতনের রেশ কাটিয়ে সোমবার ডলারের সাপেক্ষে টাকার দাম বেড়েছে ২৫ পয়সা। দিনের শেষে ১ ডলারের দাম দাঁড়িয়েছে ৫২.৭১/৭২ টাকা। তা ছাড়া, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের সহায়তায় ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও শুরু করেছে টাকা। এই পরিস্থিতিতে ইয়েনের সঙ্গে গাঁটছড়ার পর ভারতীয় মুদ্রার পক্ষে ডলারের সঙ্গে এঁটে ওঠা অপেক্ষাকৃত সহজ হবে বলে মনে করছেন অনেকে।
জাপানের প্রধানমন্ত্রী নোডার আসন্ন সফরে পরিকাঠামো ক্ষেত্রে আরও বেশি লগ্নি টানার জন্যও সক্রিয় হবে মনমোহন সরকার। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মেট্রো প্রকল্পও। ইতিমধ্যেই এ ক্ষেত্রে জাপান লগ্নি করেছে। কিছুদিন আগেই জাপানের এক সরকারি প্রতিনিধিদল কলকাতায় গিয়ে এ বিষয়ে বৈঠক করে এসেছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ভারতে জাপানের বুলেট ট্রেন আমদানি করা যায় কি না, তা নিয়েও দু’দেশের শীর্ষ বৈঠকে কথা হবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিনের কথায়, “আমরা চাই এ বিষয়ে জাপান তার প্রযুক্তি হস্তান্তর করুক।”
বছরের গোড়ায় জাপানের ফুকুসিমা পরমাণু বিদ্যৎ কেন্দ্রে দুর্ঘটনার পর অনেকটাই থমকে গিয়েছিল জাপান-ভারত পরমাণু সংক্রান্ত আলোচনা। পাশাপাশি পরমাণু সম্প্রসারণ বিরোধী চুক্তিতে সই করুক নয়াদিল্লি, এমনটাই চায় জাপান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.