l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• সিকিমে পথ দুর্ঘটনা • লাইনচ্যুত মালগাড়ি
• নয়া বিতর্কে আমরি • বিষ মদে মৃত ৯
আ
গুন নিয়ে খেলা
দমকলের গাড়ি ঢুকতেই পারবে না হাটে
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া
বড় বড় হাট। প্রচুর মানুষের সমাগম। প্লাস্টিকের ছাউনির তলায় চলছে বিকিকিনি। হুকিং করে এন্তার আলো জ্বলছে। ইলেকক্টিক, জেনারেটরের তারের জাল ছড়িয়ে মাথার ওপর দিয়ে। অথচ, দমকলের কোনও নির্দিষ্ট পরিকল্পনাই নেই এই বাজার এলাকাগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে। ব্যবসায়ীরাও উদাসীন। কলকাতার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে এতগুলি প্রাণহানির পরেও হুগলির জেলার একাধিক হাটে দেখা গেল এই চিত্র। হুগলিতে জেলার অন্যতম বড় হাট শেওড়াফুলিতে। মূলত কাঁচা সব্জি, আলু, পেঁয়াজের পাইকারি কেনাবেচা চলে এখানে। হাট চত্বরে বেশ কিছু মুদির দোকানও আছে। হাটের মধ্যেই সেই সব দোকানের মালপত্র রাখার গোডাউন। কাঁচা সব্জির গোডাউনও আছে। এই হাট-লাগোয়া জায়গায় দু’টি তেল মিল রয়েছে। প্রতিদিন ভোর থেকে হাট বসে। কয়েকশো কাঁচা সব্জির ডালা রয়েছে হাটে। হাটের পরিধি বাড়তে বাড়তে এখন শেওড়াফুলি স্টেশন ছুঁয়েছে। প্রতিদিনের এই কেনাবেচার সময় রোদ, বৃষ্টি থেকে বাঁচতে একমাত্র আশ্রয় গরিব সব্জি বিক্রেতাদের সস্তার প্লাস্টিক। আর এই অপরিসর হাটে প্লাস্টিকের ও নানা দাহ্য বস্তু নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এখন আলুর জন্যও প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে। বস্তা প্লাস্টিক বা পাটের যা দিয়েই তৈরি হোক না কেন, বিপদের ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে বলে ব্যবসায়ীদের আশঙ্কা।
বিস্তারিত...
উৎসব-বাড়ির অগ্নিনির্বাপক
ব্যবস্থা নিয়ে উদ্বেগ কৃষ্ণনগরে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
অতিথিরা খাওয়াদাওয়া করছেন, নববধূ তখনও বসে রয়েছেন, আত্মীয়স্বজনেরা ঘিরে রয়েছেন তাঁকে। ফুলের গন্ধে, হাসির শব্দে চারিদিকে খুশির হাওয়া। হঠাৎই সে সব বদলে গেল আর্ত চিৎকারে। ছুটোছুটিতে। কোনওমতে নববধূ ও অন্যদের বাড়ি থেকে বার করে আনা হয়। বৌভাতের সেই রাতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল বাড়ি ঘিরে। আমরি কাণ্ডের সামান্য আগে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের গা লাগোয়া একটি অনুষ্ঠান বাড়িতে সেই অগ্নিকাণ্ডের স্মৃতি ওই পরিবারের মনে এখনও জ্বলন্ত। তাঁরা মনে করতে পারেন, কী ভাবে ছাদ থেকে দু’টি গ্যাস সিলিন্ডার ছুঁড়ে দিয়েছিলেন খালের জলে। আর তার ফলেই সেই দিন বড় কোনও বিপদ ঘটেনি। কিন্তু দমকল দফতর জানিয়েছে, সিলিন্ডারগুলো ফেলে না দিলে, সেই দিন সত্যিই মারাত্মক কাণ্ড ঘটে যেতে পারত। দমকল জানিয়েছিল, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। কিন্তু প্রশ্ন হল, অনুষ্ঠান বাড়িগুলোর বিদ্যুতের ব্যবস্থার উপরে নজরদারি থাকবে না? কেন অনুষ্ঠান বাড়িতে সিলিন্ডার থাকবে? কেন অনুষ্ঠান বাড়িতেই রান্নাবান্না করা হবে অগ্নিনির্বাপণের ব্যবস্থা না রেখে, কেন বাড়ি থেকে বোরোনোর একাধিক পথ থাকবে না? কেন অনুষ্ঠান বাড়ির কাছাকাছি জলের ব্যবস্থা রাখা হবে না?
বিস্তারিত...
মালদহে সরানো হল শুল্ক দফতর
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
বাংলাদেশে পণ্য রফতানির ছাড়পত্র মালদহ শুল্ক দফতরে সরিয়ে নেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামলেন দক্ষিণ দিনাজপুরের রফতানিকারিরা। সোমবার থেকে হিলি আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে লাগাতার বহির্বাণিজ্য বন্ধের ডাক দিয়েছে হিলি এক্সপোটার্স অ্যাণ্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক অশোক মন্ডলের অভিযোগ, “রফতানি বাণিজ্যের শুরু থেকেই হিলি শুল্ক দফতর বাংলাদেশে রফতানি পণ্যের ছাড়পত্র দিয়ে আসছে। হঠাৎ করে প্রায় ১৪০ কিলোমিটার দূরে মালদহ শুল্ক দফতর থেকে ওই ছাড়পত্র নেওয়ার নির্দেশের প্রতিবাদে আমরা ধর্মঘটে নামতে বাধ্য হয়েছি।” হিলি শুল্ক দফতরের আধিকারিক দেবব্রত সরকার বলেন, “মালদহের বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নির্দেশে রফতানি পণ্যের ছাড়পত্র এখন থেকে ব্যবসায়ীদের মালদহ থেকে নিতে হবে। হিলি শুল্কদফতর থেকে দেওয়া যাবে না।” পুনরায় হিলি শুল্ক দফতর থেকে ছাড়পত্র দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রফতানিকারিদের বহির্বাণিজ্য বন্ধের জেরে আমদানি-বাণিজ্যের পাশাপাশি সরকারি রাজস্ব আয়েও ধাক্কা খেয়েছে। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দূর্গাদাস গোস্বামী বলেন, “সমস্যার কথা কেউ জানাননি খোঁজ নিয়ে দেখছি।”
বিস্তারিত...
কর্মী থেকে মই, দুর্গাপুরে
সবেরই অভাব দমকলের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার! দুর্গাপুরে দমকলের অবস্থা অনেকটা এমনই। পঞ্চাশের দশকে দুর্গাপুরের লেবারহাটে দমকলের দফতর তৈরি করা হয়। যোগাযোগের সুবিধার জন্য ১৯৮৩ সালে তা শহরের সিটি সেন্টারে একটি নতুন বাড়িতে তুলে আনা হয়। বর্তমানে এই দফতরে মোট ৫টি ইঞ্জিন রয়েছে। একটি ১২ হাজার, একটি ন’হাজার, দু’টি সাড়ে তিন হাজার এবং একটি এক হাজার লিটার জলধারণ ক্ষমতা সম্পন্ন। দমকলের নিয়ম অনুযায়ী একটি ইঞ্জিন রয়েছে এমন দফতরে কর্মী-আধিকারিক মিলিয়ে প্রায় ৬০ জন থাকা উচিত। কিন্তু ৫টি ইঞ্জিন থাকা দুর্গাপুর দফতরে রয়েছেন মাত্র ১২০ জন কর্মী। সব থেকে আধুনিক ইঞ্জিনটি ২০১০ সালের ২৫ মার্চ বুদবুদ সেনা ছাউনিতে বিস্ফোরণের আগুন নেভাতে যাওয়ার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। ক্রেনের সাহায্যে সেটিকে ফিরিয়ে আনা হয় দুর্গাপুরে। তার পর থেকে সেটি আর চালু হয়নি। অথচ ওই ইঞ্জিনে আগুন নেভানোর সব ধরনের আধুনিক ব্যবস্থা ছিল।
বিস্তারিত...
টাটাদের সঙ্গ এড়ালেন শুভেন্দু
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
আমরি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে রতন টাটা যতই প্রশংসা করুন, ‘টাটা’ প্রশ্নে ছুতমার্গ ছাড়ছে না তৃণমূলের নেতারা। আজ দিল্লিতে কেন্দ্রীয় আবাসন ও শহুরে দারিদ্র্য দূরীকরণ মন্ত্রকের একটি অনুষ্ঠানে যৌথ ভাবে টাটা গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে পুরস্কার নেওয়ার কথা ছিল তৃণমূল সাংসদ তথা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি (এইচডিএ)-এর চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর। কিন্তু দিনভর রাজ্যেই রইলেন তিনি। শুভেন্দুবাবুর অনুপস্থিতিতে ওই পুরস্কার গ্রহণ করেন এইচডিএ-এর সিইও পি উলগানাথন। যথারীতি শুভেন্দুবাবুর অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় জল্পনা শুরু হয়েছে। আমরি কাণ্ডের পরে রতন টাটা টুইট করে মমতার পদক্ষেপকে প্রশংসা করায় মনে করা হচ্ছিল দু’পক্ষের মধ্যে বরফ কিছুটা গলেছে। কিন্তু টাটাদের সঙ্গে এক মঞ্চে থাকতে হবে বলে যে ভাবে আজ শুভেন্দু দিল্লির অনুষ্ঠানে গরহাজির রইলেন, তাতে স্পষ্ট টাটা প্রশ্নে তৃণমূলের অবস্থান আগের মতোই রয়েছে। প্রসঙ্গত, জওহরলাল নেহরু জাতীয় নগর পুনর্নবীকরণ (জেএনএনইউআরএম) প্রকল্পে পরিস্রুত পানীয় জল সরবরাহ করার জন্য সারা দেশের মধ্যে প্রথম হয়েছে হলদিয়া। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ওই প্রকল্পে রয়েছে এইচডিএ, টাটা গোষ্ঠী ও মালয়েশিয়ার একটি সংস্থা।
বিস্তারিত...
জেলাশাসকের কাছে নালিশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
মনোনয়ন জমা দিতে না-পেরে মঙ্গলবার জেলাশাসকের কাছে অভিযোগ জানাল এসএফআই। তাদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আজ, বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে কলেজ ক্যাম্পাসে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার দাবি জানিয়ে এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “মঙ্গলবারও আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। টিএমসিপি’ই সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। সুবিচারের আশায় আমরা জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছি।” জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত’র বক্তব্য, “অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।” ২০০৮ সাল পর্যন্ত রাজ কলেজের ছাত্র সংসদের ক্ষমতায় ছিল এসএফআই-এআইএসএফ নেতৃত্বাধীন ‘বাম ছাত্র ঐক্য’। জঙ্গলমহলে অশান্তির কারণে গত দু’বছর রাজ কলেজের ছাত্র সংসদে নির্বাচন হয়নি। আগামী ২০ ডিসেম্বর রাজ কলেজের ছাত্র সংসদের নির্বাচন হওয়ার দিন ধার্য হয়েছে। গত সোমবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া। চলবে বুধবার পর্যন্ত। সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করলেও মঙ্গলবার মনোনয়পত্র জমা দিতে পারেনি এসএসআইয়ের নেতৃত্বাধীন ‘বাম ছাত্র ঐক্য’।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
টানা দেড় দিন
ঘেরাও রেজিস্ট্রার
ঘর-ভাড়ায় বিতর্ক স্কুলে
দক্ষিণবঙ্গ
দেওয়ালে ফাটল, ভাঙা ছাদ, আতঙ্ক নিয়েই চলছে স্কুল
আরামবাগে এক দিনেই
শেষ সরকারি তৎপরতা
বর্ধমান
মনোনয়ন জমা দিল
যুযুধান দুই গোষ্ঠী
মালগাড়ি উল্টে ট্রেন
বিপর্যস্ত লুপ লাইনে
পুরুলিয়া
স্কুল-ভোটে জিতল
কংগ্রেস ও তৃণমূল
সংস্কারের দাবিতে রাস্তা কাটলেন বাসিন্দারা
মুর্শিদাবাদ
টুপি-মুখোশহীন
‘নিধিরাম’ দমকল
ময়ার পরে পদ্মার
কোপে বয়রা গ্রাম
মেদিনীপুর
সন্ধ্যার পরে বাস
বন্ধ লালগড় রুটে
ফের পিছোল
জ্ঞানেশ্বরী মামলা
কলকাতা
২৫.৪/১৭.৪
আজকের দিনে
•
১৫০৩:
ফরাসি জ্যোতিষী
নস্ত্রাদামুর জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.