সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আই লিগের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের খেলা হবে। বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সদস্যও। তিনি বলেন, “এআইএফএফ জানিয়েছে শিলিগুড়িতে আই লিগের দ্বিতীয় ডিভিশনের মূল পর্বের ম্যাচগুলি হবে। এআইএফএফ-এর দুই প্রতিনিধি সুন্দর রাজন, দেবু মুখোপাধ্যায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করে গিয়েছিলেন। তার পরেই এ দিন তাঁদের ওই সিদ্ধান্তের কথা জানান।” আই লিগের দ্বিতীয় ডিভিশনের মূলপর্বের খেলাটি শিলিগুড়িতে হবে। দুই সেরা দল প্রথম ডিভিশনে উঠবে। শীঘ্রই কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ডাকছে ক্রীড়া পরিষদ। এ দিন খেলার প্রস্তুতির জন্য ৫ টি সাব কমিটি গড়ার বিষয় ঠিক হয়েছে। মহকুমা ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল জানান, অভ্যর্থনা, মাঠ, পরিবহণ, খাবার, থাকার ব্যবস্থা বিষয়ক ৫ টি সাব কমিটি গঠন করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, এআইএফএফ-এর সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট সুব্রত দত্তের সঙ্গে তাঁর কথা হয়েছিল। বড় ম্যাচ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। সরকারি স্তরেও সাহায্যের আশ্বাস দিয়েছেন। অনূর্ধ্ব ১৯ জাতীয় ফুটবল লিগের খেলা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে করানোর বিষয়ে তারা ভাবনাচিন্তা করছেন বলে জানিয়েছেন।
|
টিভি স্বত্ব থেকে পাওয়া টাকার ভাগ চেয়ে সরব হচ্ছিল ক্লাবগুলি। সেটা থামিয়ে দিতে কলকাতা লিগের পুরষ্কার অর্থ আড়াই গুণ করে দিল আই এফ এ। এখন থেকে লিগ চ্যাম্পিয়ন হলেই সেই দল পাবে ২৫ লাখ টাকা। আগে যা ছিল ১০ লাখ। রানার্স পাবে ২০ লাখ। আগে যা ছিল ৭ লাখ। তিন নম্বর স্থানাধিকারী ক্লাব পাবে সাড়ে সতেরো লাখ। আগে যা ছিল ৫ লাখ। আই এফ এ শিল্ড জিতলেও এ বার চ্যাম্পিয়ন ক্লাব পাবে ২৫ লাখ। আই লিগ বাদ দিয়ে দেশের আর কোনও টুর্নামেন্টে এত টাকা পুরস্কার অর্থ নেই, বলে দাবি আই এফ এ কর্তাদের। এ দিন গভর্নিং বডির সভায় জানান হয়, গত আর্থিক বছরে সংস্থার লাভ করেছে ৪৪ লাখ টাকা।
|
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে রবিবার হয়ে গেল শিক্ষার্থী সাংবাদিকদের নিয়ে মুকুল দত্ত স্মৃতি ক্রীড়া সাংবাদিকতা কর্মশালা। আনন্দবাজার ক্রীড়া বিভাগের এক সময় প্রধান দায়িত্বে থাকা মুকুল দত্তের নামে বাৎসরিক কর্মশালার প্রয়োজনীয়তা নিয়ে বলেন সিএসজেসি সচিব পূর্ণেন্দু চক্রবর্তী। কলকাতা, যাদবপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে ক্রীড়া সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করেন শ্যামসুন্দর ঘোষ, লোকেন্দ্রপ্রতাপ শাহি, ধীমান দত্ত, সুমিত মুখোপাধ্যায়, ধীমান সরকার, রূপক সাহা, নীতিন প্যাটেল, শুভাশিস মৈত্র। |