টুকরো খবর |
ডিঙাপুরে ধৃতের সংখ্যা বেড়ে ৬, তদন্তে তৃণমূলও |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সোমবার রাতে চন্দ্রকোনার ডিঙাপুরে ধানের গোলায় আগুন লাগানোর ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় যুক্ত অভিযোগে মঙ্গলবারই ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত মোট ৬ জনের মধ্যে জখম ৪ জন ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার অন্য দু’জনকে ঘাটাল আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জন্য জেল-হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতদের জেরা করে এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে গোলমালে যুক্ত হিসাবে ৪০ জনের নাম পেয়েছে পুলিশ। তাঁদের অনেকেই ‘পলাতক’। বুধবার তাঁদের অনেকের বাড়িতেই তল্লাশি চালায় পুলিশ। ডিঙাপুর সংলগ্ন উপর-চালতাবাঁধি গ্রামের শেখ আইজুল নামে এক অভিযুক্তকে না পেলেও তাঁর বাড়ি থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় বুধবারও পুলিশি টহল চলছে। বসেছে পুলিশ পিকেট।
পুরো ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ সাধারণ মানুষ এবং তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থকরা। অভিযোগ, চন্দ্রকোনা-১ ব্লকে মাঝেমধ্যেই গোষ্ঠী-সংঘর্ষের ঘটনা ঘটলেও জেলা তৃণমূল নেতৃত্ব কোনও কড়া ব্যবস্থা নেননি। ফলে একের পর ঘটনা ঘটেই চলেছে। বেড়ে চলছে দলীয় কোন্দলও। যদিও ডিঙাপুরের ঘটনায় দলীয় ভাবে তদন্ত শুরু করেছে তৃণমূল। দলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “ঘটনায় দলের যে কোনও স্তরের নেতৃত্বের প্ররোচনার প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকেও নিরপেক্ষ ভাবে তদন্তের কথা বলা হয়েছে। পুলিশি-তদন্তে দল নাক গলাবে না।”
|
ভর্তির দাবিতে বিক্ষোভ স্কুলে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ডিআই অফিসে বিক্ষোভ। নিজস্ব চিত্র। |
অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ স্কুলে সন্তানদের ভর্তির দাবিতে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। স্কুলে ও জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে বুধবার বিক্ষোভও দেখানো হয়। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, জেলা বিদ্যালয় পরিদর্শকের নির্দেশ মেনেই তাঁরা লটারির মাধ্যমে ছাত্রী ভর্তি করেছেন। আর কিছুই করার নেই। কিন্তু সরকারি নির্দেশে লটারির মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তির পাশাপাশিই এটাও বলা রয়েছে যে, একই স্কুলে প্রাথমিক বিদ্যালয় থাকলে সেই স্কুলের ছাত্র বা ছাত্রীকে মাধ্যমিক স্তরেও ওই স্কুলেই ভর্তি নিতে হবে। যে সমস্ত ছাত্রীরা অলিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে পড়েছে অথচ লটারিতে ভর্তির সূযোগ পায়নি তাদের অভিভাবকেরাই বিক্ষোভ দেখান। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাঁকুড় বলেন, “এমন ১৭ জন ছাত্রী রয়েছে বলে আমি জানতে পেরেছি। কিন্তু নির্দেশিকা নিয়ে আমাদেরও একটু ধোঁয়াশা রয়েছে। নির্দেশের ব্যাখ্যা চাওয়া হয়েছে স্কুলশিক্ষা দফতরে।” কোনও ছাত্রছাত্রী কোথাওই ভর্তির সুযোগ না পেলে কোনও না কোনও স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে বলে জেলা বিদ্যালয় পরিদর্শক আশ্বাস দিয়েছেন।
|
গরঙ্গায় সিপিএম কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএম কর্মীদের বাড়িতে হামলা, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটে গড়বেতা-৩ ব্লকের গরঙ্গা গ্রামে। হামলায় জখম দুই সিপিএম কর্মীকে দারিগেরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় পাশ্ববর্তী মগলবাধি গ্রামের বটতলায় সিপিএম কর্মী তরণী মাঝির সঙ্গে কয়েক জন তৃণমূল কর্মীর বচসা বাধে। তরণীবাবু সিপিএমের স্থানীয় জোনাল কমিটির সম্পাদক সনাতন মাঝির আত্মীয়। অভিযোগ, বচসার মধ্যেই তরণীবাবুকে মারধর করা হয়। স্থানীয় কয়েকজন এর প্রতিবাদ করলে বিষয়টি তখনকার মতো মিটে যায়। অভিযোগ, পরে রাতে বেশ কিছু তৃণমূলকর্মী সনাতন মাঝি, তরণী মাঝি-সহ ৬ জন সিপিএম কর্মীর বাড়িতে হামলা চালায়। দীপক পাল ও লক্ষ্মণ ঘোষ নামে দুই সিপিএম কর্মী জখম হন। |
ফুটবল টুর্নামেন্ট শুরু |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
শুরু হল সৌমিত্র পাল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। বুধবার সকালে মেদিনীপুর শহরের পালবাড়ি মাঠে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, ডেবরার বিধায়ক রাধাকান্ত মাইতি, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো প্রমুখ। সুকুমারবাবুই টুর্নামেন্টের উদ্বোধন করেন। সব মিলিয়ে ১৬টি দল টুর্নামেন্টে যোগ দিয়েছে। খেলা শেষ হবে শুক্রবার। ওই দিনই এক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করা হবে। শহরের মহাতাবপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগেই এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের শেষ দিনে দু’টি প্রীতি-ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ম্যাচে আইনজীবীদের সঙ্গে খেলতে মাঠে নামবেন মেদিনীপুর আদালতের বিচারকেরা। অন্য ম্যাচে মুখোমুখি হবে মেদিনীপুর পুরসভা ও খড়্গপুর পুরসভা। সংস্থার সভাপতি আশিস চক্রবর্তী বলেন, “খেলায় হার-জিত থাকেই। যে কোনও একটি দল চ্যাম্পিয়ন হবে। কিন্তু, খেলাকে কেন্দ্র করে এত উৎসাহ, এত সমাগম, এটাই প্রাপ্তি।”
|
জলাধার উপচে জল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
জলাধার থেকে প্রচুর পরিমাণে জল উপচে পড়ায় বুধবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয় মেদিনীপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বেহারা পাড়ায়। আশপাশের এলাকার কয়েকটি বাড়িতে জল ঢুকে যায়। যে কোনও সময়ে জলাধার ভেঙে পড়তে পারে, এই আশঙ্কা ছড়িয়ে পড়ে। মেদিনীপুর শহরে বেশ কয়েকটি জলাধার রয়েছে। তবে, অধিকাংশ জলাধারই দীর্ঘ দিন সংস্কার হয়নি। ফলে, বিভিন্ন জায়গায় ছোট ছোট ফাটল ধরেছে বলে অভিযোগ। ৭ নম্বর ওয়ার্ডের জলাধারটিরও সংস্কারের প্রয়োজন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। শহরের সিপাইবাজারের জলাধার থেকে এর আগে চাঙর খসে পড়েছে। এ দিন সকালে বেহাড়া পাড়ার জলাধারের উপর থেকে প্রচুর পরিমাণে জল পড়তে থাকে। পুরপ্রধান প্রণব বসু অবশ্য বলেন, “বাড়তি জলের কারণেই এই পরিস্থিতি। কেন এমন হল তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
গরঙ্গায় সিপিএম কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএম কর্মীদের বাড়িতে হামলা, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটে গড়বেতা-৩ ব্লকের গরঙ্গা গ্রামে। হামলায় জখম দুই সিপিএম কর্মীকে দারিগেরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় পাশ্ববর্তী মগলবাধি গ্রামের বটতলায় সিপিএম কর্মী তরণী মাঝির সঙ্গে কয়েক জন তৃণমূল কর্মীর বচসা বাধে। তরণীবাবু সিপিএমের স্থানীয় জোনাল কমিটির সম্পাদক সনাতন মাঝির আত্মীয়। অভিযোগ, বচসার মধ্যেই তরণীবাবুকে মারধর করা হয়। স্থানীয় কয়েকজন এর প্রতিবাদ করলে বিষয়টি তখনকার মতো মিটে যায়। অভিযোগ, পরে রাতে বেশ কিছু তৃণমূলকর্মী সনাতন মাঝি, তরণী মাঝি-সহ ৬ জন সিপিএম কর্মীর বাড়িতে হামলা চালায়। দীপক পাল ও লক্ষ্মণ ঘোষ নামে দুই সিপিএম কর্মী জখম হন।
|
বিশ্ববিদ্যালয় ক্রীড়া |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
নিজস্ব চিত্র। |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২৬তম বার্ষিক আন্তঃমহাবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হল বুধবার। উদ্বোধন করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে ছৌ-নাচ পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া-প্রাঙ্গণে দু’দিন ব্যাপী প্রতিযোগিতায় ৩৪টি মহাবিদ্যালয়ের প্রায় ৪৫০ প্রতিযোগী যোগ দিচ্ছেন।
|
বাস উল্টে জখম ১৪ |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
বুধবার সকালে চন্দ্রকোনা শহরের রাধাবল্লভপুরে চন্দ্রকোনা-মেদিনীপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেলে ১৪ জন অল্পবিস্তর জখম হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা চলছে চন্দ্রকোনা হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মেদিনীপুরগামী ওই বাসটিকে আটক করা হয়েছে। তবে, চালক পলাতক। |
|