মেচি টপকে নেপালে, গুলিবিদ্ধ বুনো হাতি |
পাকা ধানের লোভে নকশালবাড়ি লাগোয়া নেপালের বামনডাঙি এলাকায় ঢুকে ফের একটি বুনো মাকনা হাতি গুলিবিদ্ধ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নকশালবাড়ির কলাবাড়ির জঙ্গল থেকে তিনটি বুনো মাকনা হাতি মেচি নদী পেরিয়ে নেপালে ঢোকে। রাতে গুলির শব্দও শুনতে পান স্থানীরা। বুধবার সকালে নদীর চরে একটি হাতিকে খোঁড়াতে দেখে বনকর্মীদের সন্দেহ দৃঢ় হয়। কার্শিয়াং বন বিভাগের কর্মীরা খবর পেয়ে হাতিটিকে কলাবাড়ির জঙ্গলে ফেরাতে উদ্যোগী হন। উত্তরবঙ্গের মুখ্য বনপাল রবীন্দ্র কৃষ্ণমূর্তি ঘটনার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পানিঘাটার রেঞ্জ অফিসার ভূপেন বিশ্বকর্মার নেতৃত্বে এদিন সন্ধ্যা নাগাদ হাতিটিকে কলাবাড়ির জঙ্গলে ফেরানো হয়। কার্শিয়াঙের ডিএফও ওয়াই টি এডেন বলেন, “নেপালেই হাতিটি জখম হয়েছে। তাকে নজরে রাখা হয়েছে। প্রয়োজনে চিকিৎসা হবে।” কলাবাড়ির জঙ্গলে ১০-১২টি মাকনা হাতি ঘোরাফেরা করছে। সেগুলির মধ্যেই তিনটি হাতি নেপালে ঢোকে। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ বলেন, “বনকর্তাদের জখম হাতিটির চিকিৎসা করতে বলা হয়েছে। নেপালে ফের যাতে হাতির উপরে হামলা না-ঘটে সেই ব্যাপারে যোগাযোগ হবে। বনমন্ত্রীকেও উদ্যোগী হওয়ার প্রস্তাব দেব।” এদিকে, নকশালবাড়ি এবং বৈকুণ্ঠপুর এলাকাতেও মাকনা হাতির তাণ্ডবে নাজেহাল বাসিন্দারা। পাকা ধানের লোভে রোজই মাকনা হাতি নকশালবাড়ি এবং বৈকুণ্ঠপুরের জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে। মঙ্গলবার রাতে ফারাবাড়ি এলাকায় বুনো হাতির হামলায় দলবাহাদুর ছেত্রী নামে এক ব্যক্তি জখম হন। বৈকুণ্ঠপুরের ডিএফও ধর্মদেব রাই জানান, হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা হচ্ছে। এদিন ঘটনার কথা জেনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ফারাবাড়ির বাসিন্দাদের আশ্বাস দেন, বিষয়টি বনমন্ত্রীকে জানানো হবে। অন্যদিকে, নকশালবাড়িতে একটি বুনো মাকনা হাতি সাতভাইয়া ডিভিশনে হামলা চালিয়ে তিনটি বাড়ি ভেঙে দেয়। ওই তিনটি বাড়ি থেকে চাল বার করে খেয়ে নেয়। খবর পেয়ে এদিন সকালে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ-সহ বনকর্মীরা সেখানে যান। ক্ষতিপূরণের ব্যাপারেও আশ্বাস দেন বন কর্মাধ্যক্ষ।
|
কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ স্টেশনে। বুধবার রেল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে বস্তা বন্দি প্রায় ১৫০টি জ্যান্ত কচ্ছপ উদ্ধার করে। |