টুকরো খবর |
বিজ্ঞান নিয়ে কবির চিন্তা ছড়িয়ে দিতে নয়া কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষে তাঁর বিজ্ঞান-ভাবনার অনুপ্রেরণায় কলকাতায় এ বার একটি আন্তর্জাতিক বিজ্ঞান ও দর্শন চর্চা কেন্দ্র গড়ে উঠতে চলেছে। বিজ্ঞানী বিকাশ সিংহ বুধবার এ কথা জানিয়েছেন। বিকাশবাবু বলেন, “রবীন্দ্রনাথের গান ও কবিতার পরতে পরতে বিজ্ঞান ও দর্শনের ভাবনা জড়িয়ে আছে। আইনস্টাইনের সঙ্গে কবির আলাপচারিতাতেও পরিষ্কার, বিজ্ঞান ও সাহিত্যের মধ্যে কোনও রকম দূরত্বে বিশ্বাস করতেন না কবি। দেশ-বিদেশের বহু বিজ্ঞানীকেই এই দিকটি আকর্ষণ করে। রবীন্দ্র-ভাবনার মাধ্যমে বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।” দেশ-বিদেশের বিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতা ছাড়াও কিছুটা সরকারি সাহায্য নিয়ে এই প্রতিষ্ঠান গড়া হচ্ছে বলে বিকাশবাবু জানিয়েছেন। উদ্যোগটি মনে ধরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এ দিন বিকেলে মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিকাশবাবু। দু’তিন মাসের মধ্যেই ‘টেগোর সেন্টার অফ ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ফিলজফি’ নামে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু করার কথা। মুখ্যমন্ত্রীকেও প্রতিষ্ঠানের এক জন পৃষ্ঠপোষক হিসেবে ওই উদ্বোধনী পর্বে আমন্ত্রণ জানিয়েছেন বিকাশবাবু। দেশ-বিদেশে স্বশাসিত প্রতিষ্ঠানটির শাখা গড়ে উঠবে বলে জানান তিনি। বিকাশবাবু বলেন, বিশিষ্টজনের বক্তৃতা বা আলোচনাসভার আয়োজন ছাড়াও বিজ্ঞান, দর্শন ও কৃষ্টির সমন্বয়ের দিকগুলি স্কুল-কলেজে তুলে ধরার কাজে উদ্যোগী হবে এই প্রতিষ্ঠান। তাঁর কথায়, “রবীন্দ্রনাথ শুধু বাঙালির নয়, সারা পৃথিবীর। এই প্রতিষ্ঠান সেই বার্তা ছড়িয়ে দেবে।”
|
ফের শিক্ষক নিগ্রহ পঞ্জাবে, চলল লাঠি |
সংবাদসংস্থা • চণ্ডীগড় |
|
সরপঞ্চের হাতে হেনস্থা হওয়া শিক্ষিকা বারীন্দ্র কৌরের দেখা করলেন
পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল। বুধবার। ছবি: পিটিআই |
|
শিক্ষিকাকে চড় মারার ঘটনার পরে এ বার পুলিশের বিরুদ্ধে শিক্ষকদের উপর লাঠি চালানোর অভিযোগ উঠল। আজ পঞ্জাবের মুক্তসর জেলায় এই ঘটনা ঘটে। এক মহিলা-সহ তিন জন এই ঘটনায় জখম হয়েছেন।
মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের একটি সভায় ‘এডুকেশন গ্যারান্টি স্কিম’-এর (ইজিএস)-এ অন্তর্ভুক্ত শিক্ষকরা অকালি দলের নেতা ও দউলা গ্রামের পঞ্চায়েত প্রধান বলবিন্দর সিংহের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সোমবার স্থায়ী চাকরির দাবি করায় বারীন্দ্র কৌর নামে এক শিক্ষিকাকে বলবিন্দর চড় মেরেছিলেন বলে অভিযোগ। বলবিন্দরকে গত কাল পুলিশ গ্রেফতার করলেও পরে
তাঁকে ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয়। ইজিএস-এর অন্তর্ভুক্ত শিক্ষকদের দাবি, অবিলম্বে ওই পঞ্চায়েত প্রধানকে জেলে পাঠাতে হবে। ইজিএস নেতা প্রীতপাল সিংহের অভিযোগ, বিক্ষোভকারী শিক্ষকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। সে সময়ই
পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি শুরু হয়। তখনই পুলিশ শিক্ষক-শিক্ষিকাদের উপরে লাঠি চালায়
বলে অভিযোগ।
|
টোল রক্ষীকে ধাক্কা, ফের বিতর্কে সিধু |
সংবাদসংস্থা • নেলোর |
ফের বিতর্কে নভজ্যোৎ সিংহ সিধু। অন্ধ্রপ্রদেশের নেলোরে একটি হাইওয়ে টোল গেটের রক্ষীকে ধাক্কা মারার অভিযোগ উঠল এই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। অমৃতসরের সাংসদ সিধু আজ চেন্নাই থেকে ভেঙ্কটচলম যাচ্ছিলেন। হাইওয়ের ওই টোল গেটে যেখানে গাড়ি দাঁড়ানোর কথা, সেখানে সিধুর গাড়ি থামেনি। নেলোর পুলিশ সূত্রে খবর, গেটে প্রহরারত রক্ষী সিধুর গাড়িকে থামতে ইশারা করেন। কিন্তু গাড়ি থামেনি। তখন ওই রক্ষী গাড়ি লক্ষ করে লাঠি ছোড়েন। গাড়ির কাচে সেটা লাগতেই গাড়ি থেকে নেমে আসেন সিধু। প্রথমে রক্ষীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তার পরেই ওই রক্ষীকে ধাক্কা মারেন। শুধু তাই নয়, ওই রক্ষী এবং ওখানে প্রহরারত আর এক রক্ষীকে জোর করে গাড়িতে তুলে রওনা দেন সিধু। টোলের কর্মীরা সিধুর গাড়ির পিছনে ধাওয়া করেন। অবশেষে পুলিশ এসে ওই দুই রক্ষীকে উদ্ধার করে। তবে পুলিশের সঙ্গেও সিধু বচসায় জড়িয়ে পড়েন। সিধুর দাবি ছিল, তাঁকে ও তাঁর গাড়িকে আক্রমণ করার দায়ে ওই টোল গেটের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে।
|
অসমে নতুন দল |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অসমে আত্মপ্রকাশ করল নতুন একটি রাজনৈতিক দল। তিনবারের বিধায়ক হলিরাম টেরাং-এর নেতৃত্বে আজ, গুয়াহাটির জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে নতুন দল গঠিত হয়। দলের নাম অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে, সম্ভবত ‘ডেমোক্র্যাটিক ফ্রন্ট’ বা ‘পিপল্স ফ্রন্ট’ নামে কাজ করবে হলিরামের দল। নবগঠিত রাজনৈতিক দলটি, আসন্ন কার্বি আংলং জেলা পরিষদের নির্বাচনে অংশ নিতে চলেছে। হলিরাম জানান, নতুন দল গড়া তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। এতদিনে, সমমনস্ক মানুষদের জড়ো করতে পেরে তিনি আনন্দিত। তাঁর মতে, “অন্য দলগুলি সাধারণ মানুষের দাবি পূরণে ব্যর্থ। কংগ্রেসের স্বেচ্ছাচারের বিরুদ্ধেও কেউ সেভাবে রুখে দাঁড়ায় নি। তাই আমরা সেই শূন্যস্থান পূরণ করব।”
|
লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা, মৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ট্রেনের সঙ্গে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল তিন জনের। মৃতেরা সকলেই ছিলেন ডাম্পারে। গুরুতর জখম হয়েছেন ট্রেনের চালক ও সহকারী চালক। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কামরূপের রামপুর এলাকায়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারির সীতু সিংহ হাজোং জানান, প্রহরীহীন লেভেল ক্রসিংটিতে যান চলাচল খুবই কম। আজ দুপুরে ধুবুরি থেকে গুয়াহাটিমুখী আপ ফকিরগ্রাম-কামাখ্যা প্যাসেঞ্জার ২৫৬ নম্বর ছয়গাঁও ক্রসিং পার হচ্ছিল। তখনই সামনে উঠে আসে একটি ডাম্পার। চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ডাম্পারটি। লাইনচ্যুত হয় ট্রেনের ইঞ্জিনও। সংঘর্ষের তীব্রতায় ইঞ্জিন থেকে পড়ে যান চালক কাসিম আলি। তিনি ও সহকারী চালক প্রাঞ্জল শর্মা গুরুতর জখম হয়েছেন। ডাম্পারের চালক প্রদীপ রায় ও সহকারী সামসুদ্দিন হক ঘটনাস্থলেই মারা যান। আরও একজন খালাসির মৃত্যু হয়েছে। মালিগাঁও, গুয়াহাটি, রঙ্গিয়া থেকে রেলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। ধাক্কার জেরে ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে।
|
জন্মদিন পালন করবেন না সনিয়া |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নিজের জন্মদিন পালন করবেন না কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, সে জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৯ ডিসেম্বর সনিয়া গাঁধীর জন্মদিন। দলের সদস্যদের ওই দিন দিল্লিতে না আসার অনুরোধ জানিয়েছেন তিনি। কংগ্রেসের সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী জানান, জন্মদিনে সনিয়াকে শুভেচ্ছা জানাতে বহু দূর থেকে প্রচুর টাকা খরচ করে সমর্থকরা আসেন। এটা সনিয়া চান না। গত বছর সনিয়ার অনুরোধ সত্ত্বেও তাঁর জন্মদিনে ১০ জনপথে ভিড় করেছিলেন সমর্থকরা।
|
নিজের মা, ভাই বোনকে কুপিয়ে খুন |
সংবাদসংস্থা • জাজপুর |
ধারালো অস্ত্র দিয়ে মা, ভাই ও বোনকে কুপিয়ে খুন করল এক ব্যক্তি। আজ সকালে ওড়িশার জাজপুর জেলার কাটিকাটা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়ে নিহতেরা ঘুমিয়ে ছিলেন। তখনই আততায়ী সৌভাগ্য রঞ্জন পাঢ়ী ধারালো অস্ত্র দিয়ে কোপায় মা উষারানি, বোন মধুস্মিতা এবং ভাই দীপ্তি রঞ্জনকে। প্রতিবেশীরা জানিয়েছেন, সৌভাগ্য উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও বেকার। মানসিক অবসাদে ভুগছিল সে। তিন মাস আগে সৌভাগ্যের বাবা আত্মহত্যা করেন। মাঝে মাঝেই টাকার জন্য বাড়িতে অশান্তি করত সৌভাগ্য। ঘটনার পর থেকেই সৌভাগ্য পলাতক।
|
চিদম্বরমকে বাধা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সংসদে পি চিদম্বরমকে ‘বলতে’ দেবে না বিজেপি। তাঁদের সেই অবস্থানে এ দিনও অনড় ছিলেন সুষমা স্বরাজরা। এ দিন দিল্লি পুরসভা বিল নিয়ে বলতে ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম। তাঁর বক্তব্য শুরু হওয়া মাত্র শোরগোল শুরু করে দেন বিজেপি সাংসদরা। ‘জবাবে’ কংগ্রেস সাংসদরাও পাল্টা হট্টগোল শুরু করেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ৯ দিন পর শুরু হয়েও সংসদের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়। চিদম্বরম তখন দলের সাংসদদের চুপ করতে বলেন। এবং বিজেপির হট্টগোলের মধ্যেই বিলটি পাঠ করেন। সেটি পাশও হয়ে যায়।
|
জেসিআই চাঙ্গা করতে সায় কেন্দ্রের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া (জেসিআই)-র পুনরুজ্জীবন প্রকল্পে সায় দিল কেন্দ্র। ন্যূনতম সহায়ক মূল্যে পাট কেনার দরুন ক্ষতি ভর্তুকির মাধ্যমে মিটিয়ে দেবে তারা। বুধবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির বৈঠকে। সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে পাট কেনার জন্য জুট কর্পোরেশনকে আর্থিক সহায়তা জোগানোর দরুন পাট চাষিদের স্বার্থ সুরক্ষিত হবে। |
|