|
|
|
|
খুচরো ব্যবসায় বাধা সস্তার রাজনীতি, অভিযোগ শিল্পের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ব্যবসার নিজস্ব চাহিদা পূরণে বাধা সেই জনপ্রিয়তা কুড়োনোর রাজনীতি। বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি আসার রাস্তা বন্ধ হয়ে যাওয়াকে এ ভাবেই ব্যাখ্যা করছে শিল্পমহল। বণিকসভা বেঙ্গল চেম্বারের অভিযোগ, বাস্তব হিসেব-নিকেশকে অগ্রাহ্য করে ব্যবসার জন্য সম্পূর্ণ অযৌক্তিক জায়গা তৈরি করছে রাজনীতি। যেমন, হিমঘর গড়তে খুলে দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগের দরজা। কিন্তু বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় তা এখনও ব্রাত্য। অথচ সবাই জানেন, ওই সব হিমঘর চেন লাভজনক হওয়ার প্রধান শর্তই হল সেখানে সংগঠিত খুচরো ব্যবসার লাগাতার বিপুল চাহিদা। এই ক্ষেত্রে বিদেশি সংস্থা পা রাখলে যা তৈরি হওয়া সম্ভব। ভারতের খুচরো ব্যবসার বাজারকে অন্তত আংশিক ভাবে (খাদ্য, বিশেষত কৃষি পণ্য বাদে) খুলে দেওয়ার আর্জি জানিয়েছে দেশি রিটেল সংস্থাগুলিও।
এ দিন একটি লিখিত বিবৃতিতে বণিকসভাটির অভিযোগ, ফল, শস্য, সব্জি ইত্যাদির অপচয় রুখতে আধুনিকতম প্রযুক্তির হিমঘর চেন তৈরি যে একান্ত জরুরি, তা বিলক্ষণ জানে কেন্দ্র। এও জানে যে, তা গড়ার মতো প্রযুক্তি বা বিপুল অর্থ খুব বেশি ভারতীয় সংস্থার হাতে নেই। আর সেই কারণেই এই পরিকাঠামো নির্মাণে বিদেশি লগ্নির দরজা খুলে দিয়েছে তারা। কিন্তু এ ক্ষেত্রে লগ্নি তেমন আসেনি। কারণ, সংগঠিত রিটেল ক্ষেত্রের তরফ থেকে নিরন্তর বিপুল চাহিদা নিশ্চিত না-হলে, হিমঘর চেনের মতো ব্যয়বহুল পরিকাঠামোয় লগ্নি করবে না বিদেশি সংস্থা। বণিকসভাটির মতে, হিমঘর তৈরিতে বিদেশি পুঁজি টানতে যে পরিমাণ চাহিদা থাকা জরুরি, তা তৈরি করতে প্রয়োজন রিটেল বহুজাতিকগুলির আর্থিক জোর। সেই কারণেই এ দেশে ৪৫ হাজার কোটি ডলারের খুচরো ব্যবসার বাজার (বিশ্বে প্রথম পাঁচের মধ্যে) ওয়ালমার্ট, টেস্কো, ক্যারেফোরের মতো বহুজাতিকের জন্য খুলে দেওয়া উচিত বলে মনে করছে তারা। খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির পথ আপাতত না-খোলায় হতাশ সিআইআই, ফিকি, অ্যাসোচ্যামের মতো বণিকসভাও।
পিটিআইয়ের খবর, ভারতের খুচরো ব্যবসার বাজার নিদেনপক্ষে আংশিক ভাবে খুলে দিতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে ভারতী-ওয়ালমার্ট, ফিউচার গোষ্ঠী-সহ এ দেশের খুচরো ব্যবসা সংস্থাগুলি। রিটেল ক্ষেত্রে সংস্কারের সুবিধা পেতে খাদ্যপণ্যের মতো সংবেদনশীল ক্ষেত্রকে এখনকার মতো বাইরে রাখতে তৈরি তারা। এ নিয়ে অর্থ ও বাণিজ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছে খুচরো ব্যবসা সংস্থাগুলির সংগঠন আরএআই। |
|
|
|
|
|