কলেজে ঘেরাও ভারপ্রাপ্ত অধ্যক্ষ |
দুঃস্থ ছাত্রছাত্রীদের টাকা পাইয়ে দেওয়ার নাম করে অন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন এসএফআই পরিচালিত ছাত্রসংসদের এক সদস্য। এই অভিযোগে বুধবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রায় এক ঘণ্টা ঘেরাও করে রাখলেন ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। ঘটনাটি রামপুরহাট কলেজের। ওই দুই ছাত্র সংগঠনের ইউনিট সভাপতি সুমন মণ্ডলের দাবি, “ওই ছাত্র অধ্যক্ষের কাছে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। ওই টাকা ফিরিয়ে দেবেন বলেও জানিয়েছেন।” অভিযোগ অস্বীকার করে ছাত্র সংসদের সহ-সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “নির্বাচনের আগে ওই দুই ছাত্র সংগঠন রাজনীতি করছে।” কলেজের অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “কী ঘটেছে আমার জানা নেই। আমি কলেজের কাজে বাইরে আছি।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমল রায়ের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
|
অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু |
মেয়ের বাড়ি থেকে নবান্নের নেমন্তন্ন খেয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার বিকেল সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে নানুরের উদয়পুর গ্রামের কাছে, নানুর-বোলপুর সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম তমালকৃষ্ণ পাল (৫৬)। বাড়ি উদয়পুর গ্রামেই। স্থানীয় সূত্রের খবর, এ দিন হাটবেলুটি গ্রামে মেয়ের শ্বশুরবাড়ি থেকে তিনি সাইকেলে বাড়ি ফিরছিলেন। গ্রামে ঢোকার মুখে পিছন থেকে একটি অ্যাম্বুল্যান্স তাঁকে ধাক্ক মারে। ঘটনাস্থলেই তমালবাবুর মৃত্যু হয়। পুলিশ চালক-সহ অ্যাম্বুল্যান্সটিকে আটক করেছে। অন্য দিকে, বুধবার বিকেলে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া মফস্সল থানার শিমুলিয়া গ্রামের অদূরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক পুলিশকর্মী।
|
স্কুল পরিদর্শকের মৃত্যু, তদন্ত দাবি |
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক অবর বিদ্যালয় পরিদর্শকের (প্রাথমিক)। যদিও গত ২৩ নভেম্বর সিউড়িতে সর্বশিক্ষা মিশনের কাজকর্ম, হিসেব-নিকেশ সংক্রান্ত সভায় সুজিত সাহা-সহ জেলার সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শককে অপমান করা হয়েছিল অভিযোগ ওঠে। অবর বিদ্যালয় পরিদর্শকদের দাবি, ৩০ নভেম্বর সুজিতবাবুকে রামপুরহাট মহকুমা প্রশাসনিক ভবনে ফের অপমান করা হয়। শুধু তাই নয় বুধবার সর্বশিক্ষা মিশনের কাজকর্ম নিয়ে ফের সভা ডেকেছিল প্রশাসন। জেলা প্রাথমিক অবর বিদ্যালয় পরিদর্শকদের সভাপতি কাকলি জোয়ারদার দাবি করেন, “পর পর দু’বার সুজিতবাবুকে অপমান করা হয়েছে। বুধবার ফের তাঁকে অপমানিত হতে হবে এই আশঙ্কায় তাঁর মৃত্যু হয়েছে। তাই আমরা তদন্তের দাবি জানাচ্ছি।” যদিও রামপুরহাট হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হৃদরোগে মৃত্যু হয়েছে রামপুরহাটের গাঁধীপার্ক এলাকার বাসিন্দা সুজিতবাবুর। জেলা সর্বশিক্ষা মিশন প্রকল্প আধিকারিক প্রবীর বিশ্বাস বলেন, “কাজে ভুল হলে আমাদেরকেও কথা শুনতে হয়। কিন্তু তাঁর মৃত্যুর জন্য যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়।” |