আদালতের স্থগিতাদেশ পেয়ে গিয়েছে তিন-তিনটি রাজ্য। আর পশ্চিমবঙ্গ জানিয়ে দিয়েছে, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডই অন্যান্য বারের মতো ২০১২ সালের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নেবে। এই অবস্থায় মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা আগামী বছরেই নেওয়া হবে কি না, সেটা এখন পুরোপুরি নির্ভর করছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপরে।
ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিয়ে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)-র নির্দেশ মানতে চাইছে না অন্তত চারটি রাজ্য। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ। এমসিআইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই স্থানীয় হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পেয়ে গিয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। পশ্চিমবঙ্গের দাবি, ওই পরীক্ষার প্রশ্ন বাংলাতেও করার ব্যবস্থা রাখতে হবে। সেই দাবির কোনও সুরাহা এখনও হয়নি। তার মধ্যেই পশ্চিমবঙ্গ জানিয়ে দিয়েছে, ২০১২ সালে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নেবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডই। সোমবার পুরো পরিস্থিতি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এমসিআই। ৭ ডিসেম্বর এমসিআইয়ের আবেদন শুনবে শীর্ষ আদালত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতেই ২০১২ সাল থেকে সারা দেশে মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এমসিআই। তাদের নির্দেশিকা অনুযায়ী ওই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে শুধু ইংরেজি আর হিন্দিতে। আর পরীক্ষা হবে সিবিএসই-র পাঠ্যক্রমের ভিত্তিতে। নিজেদের রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ এই সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি তোলে। পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য, রাজ্যের গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে বাংলাতেও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হোক। শুধু তা-ই নয়, সিবিএসই-র পাঠ্যক্রমে পরীক্ষা নেওয়ার ব্যাপারেও আপত্তি জানিয়েছে রাজ্য। কিন্তু এমসিআই রাজ্যের আপত্তি এবং আবেদন কোনওটাই মানেনি।
এমসিআই তাদের আর্জি খারিজ করে দেওয়ায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু এমসিআই জানিয়ে দেয়, অভিন্ন প্রবেশিকার মাধ্যমে ভর্তি না-হলে কোনও মেডিক্যাল ছাত্রছাত্রীকে তারা রেজিস্ট্রেশনই দেবে না। এমসিআইয়ের এই সিদ্ধান্তে পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সঙ্কটমোচনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয় এমসিআই-কে।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব পি কে প্রধান বলেছেন, “একাধিক রাজ্য ২০১২ সালে অভিন্ন প্রবেশিকা চাইছে না। এই পরিস্থিতিতে তারা কী করবে, সর্বোচ্চ আদালতের কাছে সেটাই জানতে চেয়েছে এমসিআই। ৭ ডিসেম্বর তাদের আবেদন শোনা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।” |