টুকরো খবর
ডোমজুড়ে যুবককে গুলি করে খুন
গুলি করে এক যুবককে খুন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ রথতলার কাছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম সুরজিৎ দত্ত (২৪)। তিনি একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। পুলিশ সূত্রের খবর, রথতলা এলাকার বাসিন্দা সুরজিৎ কাজ সেরে এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ির কিছুটা আগে একটি মোটরবাইকে চড়ে দুই যুবক এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। বাসিন্দারা তাঁকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে তিনি মারা যান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমঘটিত কোনও পুরনো সম্পর্কের জেরে এই খুন। পুলিশ জানিয়েছে, স্থানীয় এক তরুণীর সঙ্গে বছর দেড়েক আগে সুরজিতের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর জন্য তাঁকে দায়ী করে ওই তরুণীর বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন। সুরজিতকে গ্রেফতার করে পুলিশ। দু’মাস পরে মুক্তি পান তিনি। খুনের পর সুরজিতের পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে যে তাঁকে তরুণীটির বাব মাঝেমধ্যেই দেখে নেওয়ার হুমকি দিতেন। তিনিই ভাড়াটে খুনি লাগিয়ে সুরজিতকে খুন করিয়েছেন। জেলার পুলিশ সুপার জানান, ওই তরুণীর বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্কুলভোটে জয়ী কংগ্রেস-তৃণমূল জোট
আরামবাগ বয়েজ স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতল কংগ্রেস-তৃণমূল জোট। তৃণমূলেরই এক বহিষ্কৃৃত নেতার গোষ্ঠীর সঙ্গে তাদের লড়াই হয়। পাশাপাশি বিজেপি ৩টি আসনে প্রার্থী দিয়েছিল। একটি আসনে লড়েন নির্দল প্রার্থী। রবিবার ভোট হয়। ৬টি আসনেই জয়ী হন জোটপ্রার্থীরা। বামফ্রন্ট কোনও প্রার্থী দেয়নি। গত দু’দশক ধরে এই স্কুলের পরিচালন সমিতির দখল রয়েছে বামেদের হাতে। এ দিন নির্বাচনকে ঘিরে উত্তেজনা থাকায় পুলিশের পাশাপাশি র্যাফ মোতায়েন করা হয়।

জেলাশাসককে স্মারকলিপি
আমতা ২ ব্লককে বন্যা কবলিত এলাকা বলে ঘোষণা, কুলিয়াঘাটে সেতু তৈরি, বোরো ধানের জন্য আমতা ২ ব্লক এলাকায় পর্যাপ্ত জলের ব্যবস্থা প্রভৃতি দাবিতে সোমবার হাওড়ার জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল কংগ্রেস। আমতার দলীয় বিধায়ক অসিত মিত্রের নেতৃত্বে এলাকার স্থানীয় নেতা কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। অসিতবাবুর দাবি, সমস্যাগুলিকে গুরুত্ব দেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে।

ডোমজুড়ে ক্রীড়া
হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবং সদর মহকুমা প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষাকেন্দ্র সমূহের পরিচালনায় ২৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল ডোমজুড় প্রাচ্য ভারতী স্টেডিয়ামে। শুক্রবার প্রতিযোগিতায় ১৬টি চক্রের ৪০০ ছাত্রছাত্রী যোগ দেয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।

আরামবাগে ফুটবল
আরামবাগের বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় রবিবার ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল জুবিলি পার্ক মাঠে। ৮আট দলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গোঘাটের বালির রিঙ্কু একাদশ। ফাইনালে তারা ৩-১ গোলে হারিয়ে দেয় নদিয়ার বড়ুয়া একাদশকে। রিঙ্কু একাদশের হাতে ‘বীণাপাণি স্মৃতি ট্রফি’ তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।

গ্রন্থাগারের শতবর্ষ শিয়াখালায়
হুগলির শিয়াখালার উত্তরবাহিনী গ্রন্থাগারের শতবর্ষ উদ্যাপনের সমাপ্তি অনুষ্ঠান সম্প্রতি হয়ে গেল। গত এক বছর ধরে বিভিন্ন অনিুষ্ঠানের মাধ্যমে বিশেষ এই বছরটি পালিত হয়। গ্রন্থাগারের সম্পাদক শঙ্কর বন্দ্যোপাধ্যায় জানান, সমাপ্তি অনুষ্ঠানে গ্রন্থাগারের ইতিহাস নিয়ে আলোচনা করে বিশিষ্টজনেরা। নাচ, গান, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ম্যাজিক দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীমকুমার রায়, বেলুড় বেদান্ত মঠের স্বামী পরমাত্মানন্দ, কবি অরুণ চক্রবর্তী, চণ্ডীতলা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সনৎ সানকি প্রমুখ। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী-সহ কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন।

পোস্টার ঘিরে চাঞ্চল্য
এক ছাত্রীকে খুনের হুমকি দিয়ে স্কুল গেটে আটকানো একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল শিবপুরের দেশবন্ধু বালিকা বিদ্যালয়ে। পুলিশ জানায়, সোমবার সকালে স্কুলে ঢোকার সময়ে লোহার গেটে নীল কালি দিয়ে লেখা পোস্টারটি দেখেন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা। পোস্টারটি দেখে কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, পোস্টারটি লেখা নবম শ্রেণির এক ছাত্রীর উদ্দেশে। ছাত্রীটিকে জিজ্ঞাসাবাদ করে হুমকি-দাতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.