নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রাজ্য ক্রেতা সুরক্ষা আদালতের স্থায়ী বেঞ্চ গড়ার দাবিতে রাস্তায় নামতে চলেছে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন। আজ, শুক্রবার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ব্যাপারে শিলিগুড়ি শহরে একটি মিছিলের আয়োজনও করা হয়েছে। অ্যাসোসিয়েশনের বক্তব্য, শিলিগুড়িতে ক্রেতা সুরক্ষা সংক্রান্ত মামলার সংখ্যা বাড়ছে। অথচ ২০ লক্ষ টাকার বেশি মূল্যের মামলার জন্য বিচারপ্রার্থীদের কলকাতায় দৌড়তে হচ্ছে। তাতে মামলার খরচ বেড়ে যাচ্ছে। আবার খরচের ভয়েই অনেকেই আপিলের জন্য রাজ্য ক্রেতা সুরক্ষা আদালতে যেতে সাহস পাচ্ছেন না। অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ মিত্রুকা বলেন, “রাজ্য ক্রেতা সুরক্ষার আদালতের কলকাতার বাইরে স্থায়ী বেঞ্চ গড়ার বিধান রয়েছে। পূর্বতন রাজ্য সরকার এই ব্যাপারে সন্মতিও দিয়েছে। শিলিগুড়িতে ক্রেতা সুরক্ষা দফতরের যে পরিকাঠামো রয়েছে তাতে অনায়াসেই রাজ্য আদালতের স্থায়ী বেঞ্চ চালু করা যেতে পারে। দ্রুত এই বেঞ্চ চালুর দাবি জানাচ্ছি।” এই ব্যাপারে সমিতির তরফে গত সেপ্টেম্বরেই রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী-সহ মন্ত্রিসভার বিভিন্ন মহলে দাবি পেশ করা হয়েছে। অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ রায় বলেন, “শিলিগুড়ির সামগ্রিক পরিকাঠামো, মামলার সংখ্যা বিচার করেই এই দাবি পেশ করা হয়েছে। রাজ্য সরকার আমাদের দাবি মেনে ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি।” এদিন অ্যাসোসিয়েশনের তরফে এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সাংবাদিক বৈঠকে অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক প্রবীর শিকদার, সুস্মিতা বসু, শিবানী চক্রবর্তী, সুশান্ত নিয়োগী-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজ্য, কেন্দ্র ও ভূমি সংক্রান্ত ট্রাইব্যুনালও দ্রুত গড়ার দাবি জানান তাঁরা। |