স্ত্রীকে খুন করার দায়ে যাবজ্জীবন কারাবাস হল স্বামীর। আসামির নাম শেখ আহম্মদ আলি। ছাতনা থানার দাতারামে তার বাড়ি। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা দায়রা বিচারক অনুপ চৌধুরী এই রায় দেন। সরকার পক্ষের আইনজীবী অমিয় চক্রবর্তী জানান, ২০০৯-র ৯ অক্টোবর শেখ আহম্মদ আলি তাঁর স্ত্রী আমিনা বিবির মাথায় কুড়ুলের কোপ মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পারিবারিক গণ্ডগোলের জেরে এই খুন বলে পুলিশ জানতে পারে। ঘটনার পরে আগম্মদ আলি বাড়ি থেকে পালায়। আমিনার মামাতো দাদা শেখ আব্দুল হক তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ওই বছর ৩০ নভেম্বর পুলিশ আহম্মদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে বুধবার রাতে আটক হওয়া যুবককে খুনের অভিযোগে গ্রেফতার করল পুরুলিয়ার মানবাজার থানা। দীপক সিং সর্দার নামের ওই যুবকের বাড়ি পুরুলিয়ার মানবাজার থানার নডিহা গ্রামে। ওই যুবককে বুধবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে পুলিশ। |