দেশ জুড়ে প্রচারে ১১ মন্ত্রীর দল গড়লেন মনমোহন
রমাণু চুক্তির মতোই খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি নিয়েও দেশ জুড়ে প্রচার শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার তথা কংগ্রেস। এই কাজে মন্ত্রিসভার নবীন ও প্রবীণ মিলিয়ে ১১ জনের একটি দল তৈরি করেছেন মনমোহন সিংহ। রাজ্য সংগঠনগুলিকেও এ ব্যাপারে প্রচারে নামার নির্দেশ দিতে চলেছে কংগ্রেস হাইকম্যান্ড।
সংসদে অচলাবস্থা সত্ত্বেও এই সিদ্ধান্ত থেকে যে পিছু হটা যাবে না, সেটা আজও কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশ জুড়ে প্রচারের জন্য দল তৈরি করে সনিয়া-মনমোহন বুঝিয়ে দিলেন, পুরোদমে প্রচারে নামতেই তৈরি হচ্ছেন তাঁরা।
কে কে আছেন এই দলে? সরকারি সূত্রে জানা গিয়েছে, অভিজ্ঞ অম্বিকা সোনি, সলমন খুরশিদ যেমন আছেন, তেমনই রয়েছেন নবীন জিতিন প্রসাদ। আছেন বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মাও। ঠিক হয়েছে, এক দিকে দলের রাজ্য সংগঠনগুলি প্রচার সভা করবে। আর উল্টো দিকে, এই দলের সদস্যরা আলোচনাচক্র, টিভিতে বিতর্ক এবং সাক্ষাৎকারের মাধ্যমে দল ও সরকারের মত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। ছাপানো হবে প্রচার পুস্তিকাও। ঠিক যে ভাবে পরমাণু চুক্তি নিয়ে প্রচার করেছিল দল ও সরকার।
তাৎপর্যপূর্ণ ভাবে, শিল্পমহল এবং কৃষকদের কাছ থেকে এ দিন এই ব্যাপারে সমর্থন পেয়েছে সরকার। দল ও সরকারের শীর্ষ নেতাদের বক্তব্য, খুচরো বিতর্কে শিল্পমহলের সঙ্গে বড় কৃষক সংগঠনগুলি যে ভাবে সমর্থন জানাচ্ছে, তা ইতিবাচক বাতাবরণ তৈরি করবে। বিশেষ করে ভারত কৃষক সমাজ, সর্বভারতীয় কৃষক সংগঠন এখন খোলাখুলি সমর্থন জানানোয় কংগ্রেস ও সরকারের নেতারা উজ্জীবিত। সর্বভারতীয় কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক চেঙ্গাল রেড্ডির কথায়, “কৃষকরা সংগঠিত নয়। তাদের অর্থের জোর নেই। তাই অনেক রাজনৈতিক দলই তাদের কথা ভাবছে না। শুধু ব্যবসায়ীদের কথা বলছে।” একই সঙ্গে তাঁর অভিযোগ, “এক শ্রেণির দালাল ও এই ব্যবসায়ীদের কারণে কৃষিপণ্য চাষির ঘর থেকে যখন উপভোক্তার কাছে পৌঁছচ্ছে, তখন দাম তিন-চার গুণ বেড়ে যাচ্ছে।” চেঙ্গাল মনে করেন, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ এলে কৃষকরা যেমন যোগ্য দাম পাবে, তেমনই পাইকারি ও খুচরো মূল্যের ফারাক কমে উপকৃত হবেন উপভোক্তারা। পাশাপাশি, রতন টাটাও আজ কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ট্যুইট করেছেন, “রাজনৈতিক মতান্তর দেশের অগ্রগতির পথে বাধা হওয়া উচিত নয়।” এ সবের পাশাপাশি রাহুল গাঁধী যুব কংগ্রেস সমাবেশে আর্থিক প্রস্তাবেও কৃষিপণ্যের বাজারকে খুলে দেওয়া উচিত উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে, সংসদকে কোনও ভাবে অবহেলা করা চলবে না।
দলের ভিতরে ও বাইরে এই সমর্থনে উজ্জীবিত কংগ্রেস নেতাদের মতে, এ ধরনের মন্তব্য সরকারের সিদ্ধান্তের পক্ষে জনমত গঠনে সাহায্য করবে। এদের পাশাপাশি মধ্যবিত্তদের কাছেও পৌঁছনোর চেষ্টা করছে ‘টিম মনমোহন’। সেই লক্ষ্যেই তাঁরা প্রচার পুস্তিকা প্রকাশ থেকে আলোচনাচক্র, সব করবেন।
রাজনৈতিক ভাবে কংগ্রেসও এখন দু’টি বিষয়ের ওপর বারবার জোর দিতে চাইছে। এক, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ এলে কৃষকরা যথাযথ দাম পাবেন। কৃষিপণ্য মজুতের অভাবে পচে নষ্ট হবে না এবং দালালরা ঠকাতে পারবে না। আর দুই, উপভোক্তারা কম দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাবেন। কৃষিবিদ শরদ জোশী, যিনি আবার অণ্ণা হজারের দলের অন্যতম সদস্য বলেও পরিচিত, এ দিন সরকারের সমর্থনে এগিয়ে এসেছেন। একই যুক্তি দিয়ে তিনি বলেছেন, “মধ্যবিত্তদেরও বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত।” কৃষিতে উন্নয়ন যে থমকে রয়েছে, তা-ও বাড়বে বলেই তাঁর বক্তব্য। কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারির মতে, কম দামে তাজা সব্জি পাওয়ার সুযোগ তো থাকছেই। তা ছাড়া আরও একটি ব্যাপার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, বেআইনি মজুত কমে খাদ্যপণ্যের দামও কমবে। মণীশের বক্তব্য, “ফল, শাক-সব্জির মূল্যবৃদ্ধির হারই সব থেকে বেশি। এই ক্ষেত্রেই দালালরাজ সব থেকে বেশি সক্রিয়। বিজেপি যদি এতই জনদরদী হয় তা হলে সেই দালালরাজ সরানোয় বাধা দিচ্ছে কেন?”
কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, এই বার্তা জোরালো ভাবে পৌঁছে দিতে পারলে বিজেপি-সহ বিরোধী দলগুলির পক্ষেও বিরোধিতা চালিয়ে যাওয়া মুশকিল হবে। কারণ, বিজেপি শুধু ছোট ব্যবসায়ীদের ভোট পায় না। হিন্দিবলয়ে কৃষক ও মধ্যবিত্তের মধ্যেও বিজেপি-র জনভিত্তি রয়েছে। ঘরোয়া আলোচনায় কংগ্রেস নেতৃত্ব এমনকী এ-ও বলছেন, নিছক রাজনৈতিক কারণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুচরো ব্যবসায় প্রত্যক্ষ লগ্নির বিরোধিতা করে পশ্চিমবঙ্গেরও উপকার করছেন না। সেখানকার কৃষকদের আর্থ সামাজিক অবস্থা এমনিতেই ভাল নয়। সেই সঙ্গে রাজ্যের শিল্প-বন্ধু ভাবমূর্তিও নেই। ফলে খুচরো ব্যবসায় বিদেশি লগ্নিতে যে ভাবে আপত্তি জানাচ্ছে তৃণমূল, তা দেশে-বিদেশে শিল্পমহলকেও ইতিবাচক বার্তা দিচ্ছে না, যার প্রভাব ভবিষ্যতের বিনিয়োগের ক্ষেত্রে পড়তে পারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.