টুকরো খবর |
মজুরি নিয়ে সমস্যা মিটল |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কাজ শুরু করলেন কালনার সুলতানপুর পঞ্চায়েতের উপলতি গ্রামের খেতমজুরেরা। সোমবার থেকে খেতমজুরদের মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে উপলতি গ্রাম। রবিবার সিপিএম খেতমজুরদের মজুরি বৃদ্ধি নিয়ে মিছিল করে। পাল্টা মিছিল ও পথসভা করে তৃণমূলও। খেতমজুররা কাজও বন্ধ করে দেয়। বুধবার কালনা শহরে তৃণমূল ও সিপিএমের কিছু নেতা বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেখানে ঠিক হয়, ওই গ্রামে খেতমজুরদের দৈনিক মজুরি হবে ৮৩ টাকা ও ২ কেজি চাল। তাতে রাজি হয়ে বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেন খেতমজুররা। উল্লেখ্য, গত শনিবার খেতমজুর ও চাষিরা আলোচনায় খেতমজুররা ৯০ টাকা মজুরি ও ২ কেজি চাল দাবি করে। কিন্তু চাষিরা কেবল দৈনিক ৮০ টাকা ও ২ কেজি চাল দিতে রাজি হয়েছিলেন। তার পর থেকেই কাজ বন্ধ করে দেন খেতমজুরেরা।
|
সিপিএমের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের উপরে এআইটিটিইউসি হামলা চালাচ্ছে বলে এ বার ইস্পাত মন্ত্রকে অভিযোগ জানাল সিপিএম। শ্যামল চক্রবর্তী-সহ পাঁচ সিপিএম নেতার নামাঙ্কিত ওই চিঠিতে অভিযোগ, রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকেই বারবার কারখানার কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে। তাঁদের চাকরি ছাড়তে ভয় দেখানো হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বা সিআইএসএফ কেউই কোনও ব্যবস্থা নিচ্ছে না। এই অবস্থায় সিপিএমের দাবি, কারখানার মধ্যে ‘গুন্ডামি’ রুখতে হস্তক্ষেপ করুক মন্ত্রক। প্রসঙ্গত, এর আগে ২৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রকেও একই অভিযোগ জানিয়েছিল ওই দল। কারখানা কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
|
বহিরাগতদের ‘গোলমাল’, বন্ধ হল অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বহিরাগতেরা কলেজে ঢুকে অশান্তি পাকিয়েছে, এমন অভিযোগে বৃহস্পতিবার বন্ধ হয়ে গেল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান। কলেজের ছাত্রদের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন কয়েক জন বহিরাগত কলেজে ঢুকে গোলমাল বাধানোর চেষ্টা করে। তাঁরা বাধা দিতে গেলে তিন জন প্রথম বর্ষের ছাত্র অল্প জখম হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অনুষ্ঠান আর নতুন করে শুরু হয়নি। অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফে কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অভিষেক দত্ত বলেন, “আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছি।”
|
গোলমালে বন্ধ নবীনবরণ অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বহিরাগতদের উৎপাতে বৃহস্পতিবার বন্ধ হয়ে গেল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান। কলেজের ছাত্রদের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন কয়েক জন বহিরাগত কলেজে ঢুকে গোলমাল বাধানোর চেষ্টা করে। তাঁরা বাধা দিতে গেলে তিন জন প্রথম বর্ষের ছাত্র অল্প জখম হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অনুষ্ঠান আর নতুন করে শুরু হয়নি। উদ্যোক্তাদের পক্ষে কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অভিষেক দত্ত বলেন, “আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছি।”
|
কাজে বাধা, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক সঙ্গে প্রায় ৭০ জন কর্মী বুধবার কাজে যোগ দেননি। বৃহস্পতিবার তাঁরা কাজ করতে গেলে কারখানা কর্তৃপক্ষ বাধা দেন। প্রতিবাদে বিক্ষোভ দেখান দুর্গাপুরের একটি সাইকেলের যন্ত্রাংশ তৈরির কারখানার কর্মীরা। শেখ রাজু, বুদ্ধদেব ঘটকদের অভিযোগ, অন্যায় ভাবে কর্তৃপক্ষ তাঁদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। বুধবার তাঁরা একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যান। অন্য দিকে, কারখানার কর্ণধার রতন অগ্রবাল জানান, এ ভাবে আচমকা কাজে না আসার ঘটনা মানা যায় না।
|
তারে ঝাঁটা লেগে বিস্ফোরণ, আতঙ্ক |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ঘরের সামনে বিস্ফোরণে আতঙ্ক ছড়াল রানিগঞ্জের নিমচা ৪ নম্বর এলাকায়। দিলীপকুমার মণ্ডলের বাড়ির সামনে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। এ দিন সকালে দিলীপবাবুর স্ত্রী বিমলাদেবী বাড়ির সামনে ঝাঁট দেওয়ার সময়ে একটি তারে ঝাঁটা লাগতেই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, কী ভাবে ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।
|
জিতল তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রানিগঞ্জের জেকে নগর উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিচালন সমিতির ৬টি আসনেই জয়লাভ করলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার দিন। তবে সিপিএমের অভিযোগ, অশান্তি করে ওই স্কুলের দখল নিয়েছে তৃণমূল।
|
বিদ্যুৎ নেই, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
প্রায় কুড়ি দিন বিদ্যুৎ নেই অন্ডালের বাঁকোলা পাঙ্খাধাওড়া এলাকায়। প্রতিবাদে খনির ম্যানেজারকে কার্যালয়ে আটকে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ম্যানেজারের দাবি, ট্রান্সফর্মার বিকল হওয়ায় এই বিভ্রাট। সারাইয়ে ৭ দিন সময় লাগবে।
|
কাজে যোগ দিতে ‘বাধা’ |
এক সঙ্গে প্রায় ৭০ জন কর্মী বুধবার কাজে যোগ দেননি। বৃহস্পতিবার তাঁরা কাজ করতে গেলে কারখানা কর্তৃপক্ষ বাধা দেন। প্রতিবাদে বিক্ষোভ দেখান দুর্গাপুরের একটি সাইকেলের যন্ত্রাংশ তৈরির কারখানার কর্মীরা। শেখ রাজু, বুদ্ধদেব ঘটকদের অভিযোগ, অন্যায় ভাবে কর্তৃপক্ষ তাঁদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। তাঁরা একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন। তাই বুধবার কাজে যোগ দিতে যেতে পারেননি বলে জানান তাঁরা। কারখানার কর্ণধার রতন অগ্রবাল জানান, এ ভাবে আচমকা কাজে না আসার ঘটনা মানা যায় না। |
|